হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৮২৪

পরিচ্ছেদঃ কুষ্ঠ রোগীর সাথে আহার করা।

১৮২৪। আহমাদ ইবনু সাঈদ আশকার এবং ইবরাহীম ইবনু ইয়াকুব (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন তাঁর নিজের সঙ্গে তাঁর হাত (খাদ্যের) পেয়ালায় ঢুকিয়ে দিলেন। পরে বললেন, আল্লাহর নামে, আল্লাহরই উপর আস্থা রেখে তাঁরই উপর ভরসা করে আহার কর।

যঈফ, ইবনু মাজাহ ৩৫৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৭ [আল মাদানী প্রকাশনী]

এ হাদীসটি গারীব। ইউনুস ইবনু মুহাম্মদ মুফাযযাল ইবনু ফাযালা-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা। মুফাযযাল ইবনু ফাযালা হলেন বসরার জনৈক শায়ক। অপর একজন মুফাযযাল ইবনু ফাযালা আছেন। তিনি হলেন মিশরী শায়খ এবং যিনি বাসরী শায়খের তুলনায় অধিকতর নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ। শু’বা (রহঃ) এ হাদীসটি হাবীব ইবনু শাহীদ ইবনু বুরায়দা (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেন যে, উমার রাদিয়াল্লাহু আনহু জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন। শু’বা (রহঃ)-এর রিওয়ায়াতটই আমার মতে অধিকতর গ্রহণযোগ্য ও সহীহ।

باب مَا جَاءَ فِي الأَكْلِ مَعَ الْمَجْذُومِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الأَشْقَرُ، وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالاَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ بِيَدِ مَجْذُومٍ فَأَدْخَلَهُ مَعَهُ فِي الْقَصْعَةِ ثُمَّ قَالَ ‏ "‏ كُلْ بِسْمِ اللَّهِ ثِقَةً بِاللَّهِ وَتَوَكُّلاً عَلَيْهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يُونُسَ بْنِ مُحَمَّدٍ عَنِ الْمُفَضَّلِ بْنِ فَضَالَةَ ‏.‏ وَالْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ هَذَا شَيْخٌ بَصْرِيٌّ وَالْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ شَيْخٌ آخَرُ مِصْرِيٌّ أَوْثَقُ مِنْ هَذَا وَأَشْهَرُ ‏.‏ وَقَدْ رَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنِ ابْنِ بُرَيْدَةَ أَنَّ ابْنَ عُمَرَ أَخَذَ بِيَدِ مَجْذُومٍ وَحَدِيثُ شُعْبَةَ أَثْبَتُ عِنْدِي وَأَصَحُّ ‏.‏


Narrated Jabir bin ‘Abdullah :

"The Messenger of Allah (ﷺ) took the hand of a leper and put it in the Qas'ah. Then he said: 'Eat in Allah's Name, trusting in Allah and relying upon Him.'"

[Abu 'Eisa said:] This is a Gharib Hadith, we do not know of it except through the report of Yunus bin Muhammad, from Al-Mufaddal bin Fadalah, a Shaikh from Al-Basrah. There is another Shaikh from Al-Basrah named Al-Mufaddal bin Fadalah, who is more reliable han this one and more popular. Shu'bah reported this Hadith from Habib bin Ash-Shahid, from Ibn Buraidah: "That Ibn 'Umar took the hand of a leper" and the narration of Shu'bah is more appropriate to me and more correct.