হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৯৭

পরিচ্ছেদঃ ৩৬: পরিবার-পরিজনের ভরণ-পোষণ

৩/২৯৭। উম্মে সালামাহ্ রাদিয়াল্লাহু ‘আনহ বলেন, একদা আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির উপর ব্যয় করি, তাতে কি আমি নেকী পাব? আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারছি না, তারা তো আমারই সন্তান।’ তিনি বললেন, ’’হ্যাঁ, তুমি তাদের উপর ব্যয় করার দরুন নেকী পাবে।’’ (বুখারী ও মুসলিম) [1]

بَابُ النَّفَقَةِ عَلَى الْعِيَالِ - (36)

وَعَن أمِّ سَلمَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، هَلْ لِي أَجرٌ فِي بَنِي أَبي سَلَمَة أنْ أُنْفِقَ عَلَيْهِمْ، وَلَسْتُ بِتَارِكَتِهِمْ هكَذَا وَهكَذَا إنَّمَا هُمْ بَنِيّ ؟ فَقَالَ: «نَعَمْ، لَكِ أجْرُ مَا أنْفَقْتِ عَلَيْهِمْ». مُتَّفَقٌ عَلَيهِ

(36) Chapter: Sustentation of the Members of the Family


Umm Salamah (May Allah be pleased with her) reported:
I asked Messenger of Allah (ﷺ), "Would I be rewarded for what I spend on Abu Salamah's sons? For I can't let them go here and there (to beg people)." Messenger of Allah (ﷺ) replied, "Spend on them and you will be rewarded for what you spend on them".

[Al-Bukhari and Muslim].

Commentary: Although parents spend money on their children out of their natural love for them, Allah is so Gracious that He not only rewards them for it, but He gives it in greater proportion than what they spend on other meritorious items.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ