হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০০

পরিচ্ছেদঃ ৪৭. তামার পাত্রে উযু করা সম্পর্কে।

১০০. হাসান ইবনু আলী .... আবদুল্লাহ্ ইবনু যায়েদ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তামার একটি ছোট পাত্রে তাঁর জন্য পানি উত্তোলন করি অতঃপর তিনি উযূ (ওজু/অজু/অযু) করেন। (ইবনু মাজাহ)।

باب الْوُضُوءِ فِي آنِيَةِ الصُّفْرِ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَسَهْلُ بْنُ حَمَّادٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ جَاءَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ ‏.‏ حكم : صحيح (الألباني


Narrated Abdullah ibn Zayd:

The Messenger of Allah (ﷺ) came upon us. We brought water for him in a brass vessel and he performed ablution.

Grade : Sahih (Al-Albani)