পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - কতটুকু পরিমাণ পানি দিয়ে উযূ ও গোসল যথেষ্ট হবে

৫৬। উক্ত সাহাবী [আনাস (রাঃ)] থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ’মুদ্দ’ (ছয় শত গ্রাম) পানি দিয়ে উযূ ও এক সা’ (আড়াই কেজির সামান্য বেশী) থেকে পাঁচ ’মুদ্দ’ পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।” (এক সা’ অর্থাৎ ৪ মুদ্দ বা ২৬৬০ গ্রাম)[1]

وَعَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَتَوَضَّأُ بِالْمُدِّ, وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ. مُتَّفَقٌ عَلَيْهِ

-

صحيح. رواه البخاري (201)، ومسلم (325) (51)

وعنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتوضا بالمد ويغتسل بالصاع الى خمسة امداد متفق عليهصحيح رواه البخاري 201 ومسلم 325 51


Narrated Anas (rad):
Allah’s Messenger (ﷺ) used only one Mudd of water for ablution and one Sa’ to five Mudd of water for his bath [ Agreed upon].


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ১ঃ পবিত্রতা (كتاب الطهارة) 1/ The Book of Purification