পরিচ্ছেদঃ ৪৩/৩৯. নবী (ﷺ)-এর প্রতি তাকানোর ফযীলত এবং সেজন্য আকাঙ্ক্ষা করা।
১৫২৫. আবু হুরাইরাহ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমাদের নিকট এমন যুগ আসবে যখন আমাদের পরিবার-পরিজন, ধন-সম্পদের অধিকারী হওয়ার চেয়েও আমার সাক্ষাৎ পাওয়া তার নিকট অত্যন্ত প্রিয় বলে গণ্য করবে।
 সহীহুল বুখারী, পর্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৫, হাঃ ৩৫৮৯; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৩৯, হাঃ ২৫২৬
                              
                   
                                    فضل النظر إليه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وتمنيه
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَلَيَأْتِيَنَّ عَلَى أَحَدِكُمْ زَمَانٌ لأَنْ يَرَانِي أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَكُونَ لَهُ مِثْلُ أَهْلِهِ وَمَالِهِ
حديث ابي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ولياتين على احدكم زمان لان يراني احب اليه من ان يكون له مثل اهله وماله
                    হাদিসের মানঃ সহিহ (Sahih)  
                           বর্ণনাকারীঃ  আবূ হুরায়রা (রাঃ) 
                            পুনঃনিরীক্ষণঃ
                              
                                          
             আল-লুলু ওয়াল মারজান 
             ৪৩/ ফাযায়েল (كتاب الفضائل)