দ্বীনী প্রশ্নোত্তর  আকিদা'হ ও তাওহীদ  আবদুল হামীদ ফাইযী
    
           মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মহান আল্লাহ্র প্রথম সৃষ্টি কলম। মহানবী (সঃ) বলেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম যে জিনিস সৃষ্টি করেন, তা হল কলম। তিনি তাঁকে বললেন, ‘লিখো’। সে বলল, ‘প্রভু! কি লিখব?’ তিনি বললেন, ‘কিয়ামত পর্যন্ত প্র্যত্যেক জিনিসের ভাগ্য লিখো।’
 আবূ দাউদ ৪৭০০, তিরমিযী ২১৫৫ নং