প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮৭. এমন চিররোগী যার আরোগ্য লাভের সম্ভাবনা নেই। যেমন- ক্যান্সার বা এ ধরনের কোন রোগ। এসব লোকের সিয়াম পালনের হুকুম কী?
এ ধরনের চির রোগীদের উপর সিয়াম ফরয নয়। তবে তাদের পূর্বের নিয়মে ফিদ্ইয়া দিতে হবে। আর রোযার ফিদ্ইয়া হলো মিসকীনকে খাবার খাওয়ানো। আল্লাহ তাআলা বলেন, “তোমরা সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করে চলো।” (সূরা ৬৪; তাগাবুন ১৬)
“সাধ্যের বাইরে কোনকিছু আল্লাহ কারোর উপর চাপিয়ে দেন না।” (সূরা ২; বাকারা ২৮৬)