ইসলামী জ্ঞান: নিত্যদিনের প্রয়োজনে আলিমগনের উক্তি এবং নসিহা ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
নেককার ও কল্যাণকর ব্যাক্তিদের কিছু নিদর্শন (গুনাবলি)
হাসান বসরী রাহিমাহুল্লাহ বলেছেন:
“নিশ্চয়ই নেককার কল্যাণবানদের এমন কিছু নিদর্শন (গুণাবলি) আছে, যার দ্বারা তাদের চেনা যায়—
- তারা সত্য কথা বলে,
- আমানত (দায়িত্ব) আদায় করে,
- অঙ্গীকার পূরণ করে,
- গর্ব ও অহঙ্কার কম করে,
- আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে,
- দুর্বলদের প্রতি দয়া করে,
- সৎকাজে উদার হয়,
- চরিত্রে উত্তম হয়,
- সহিষ্ণু ও ধৈর্যশীল হয়,
- জ্ঞান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও প্রচারে নিয়োজিত রাখে,
- এবং নারীদের সঙ্গে অপ্রয়োজনীয় মেলামেশা কম করে। (অর্থাৎ— নারী ও কামুক লোকদের আসরে বসে না।)”
সূত্র: আদাবুল হাসান আল-বাসরী ও যাহদুহু ও মাওয়াইজুহু
লেখক: ইমাম জামালুদ্দীন আবুল ফারাজ ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ
https://www.facebook.com/abubakar.m.zakaria/posts/pfbid036Az8iow1N2MQs4UaKwUtN4WxubSnPmdx8GK97BGPXYB9xQXXBfbBmP9tqkGH2mjNl