৩. ২. ১৬. দাউদের বীরদের বর্ণনায় বৈপরীত্য

বংশাবলি পুস্তকের কিছু বিষয় শমূয়েল নবীর পুস্তকের পুনরুক্তি। বাইবেল গবেষকরা উল্লেখ করেছেন যে, শমূয়েলের পুস্তক বংশাবলির লেখকের অন্যতম তথ্যসূত্র ছিল। তিনি শমূয়েল নবীর পুস্তক থেকে অনেক বিষয় হুবহু উদ্ধৃত করেছেন। তবে উদ্ধৃত তথ্যগুলোর বর্ণনায় উভয় পুস্তকের মধ্যে অনেক বৈপরীত্য রয়েছে। যেমন, ২ শমূয়েল ২৩/৮ ও ১ বংশাবলি ১১/১১ উভয় স্থানে দাউদের বীরদের বর্ণনা দেওয়া হয়েছে এবং উভয় বর্ণনা পরস্পর বিরোধী।