প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১. মানুষ নাপাক হয় কিভাবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      প্রধানত: দুভাবে মানুষ নাপাক হয়। এর মধ্যে প্রথমটি হলো, কলব বা অন্তর নাপাক হয়ে যাওয়া । আর দ্বিতীয়টি হলো, দেহ নাপাক হওয়া।