কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান ইসলামহাউজ.কম ১৫২ টি
কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান ইসলামহাউজ.কম ১৫২ টি

مَا কি?, কী বস্তু?, কোন বস্তু?, কী জিনিস?, যা , যা কিছু, না, নয়, নহে ২:১৭

أَفَمَا তারপরেও কি.. না? তবুও কি.. না ৩৭:৫৮

بِمَا কিসের দ্বারা, কি নিয়ে, তা নিয়ে, এমন কিছু নিয়ে, যা কিছু সহ, তা সম্পর্কে, যা কিছু..সম্পর্কে, তার কারণে ২:৪

فَبِمَ، فَبِمَا অতএব কি বিষয়ে, অতএব যা দ্বারা ১৫:৫৪, ৩:১৫৯

مَاذَا কী? কী বস্তু?, কোন বস্তু?, কী জিনিস ২:২৬

مِائَةٌ جل مِئُوْنَ، مِئَاتٌ <مأي শত, একশত ২:২৫৯

مِائَتَيْنِ দুইশত ৮:৬৫

مَتَّعَ <متع উপভোগ করানো, ভোগ করতে দেওয়া, সম্ভোগ করানো, উপকৃত করা, বিলসদ্রব্য দেওয়া ২:১২৬

تَمَتَّعَ، اسْتَمْتَعَ ভোগ করা, উপভোগ করা, সম্ভোগ করা, উপকৃত হওয়া, উপসেবন করা, উপভোগ করতে চাওয়া, সুখান্বেষণ করা, বিলাসিতায় থাকা, ভোগবিলাসে থাকা, উপকারলাভ করা ২:১৯৬

مَتَاعٌ ج أَمْتِعَةٌ ভোগ্যবস্তু, ভোগ্যপণ্য, বিলাসদ্রব্য, ভোগ্যসামগ্রী, সামগ্রী, দ্রব্যসামগ্রী, আসবাবপত্র, মালপত্র, মালামাল, সুখসম্ভার, সম্পত্তি, পুঞ্জি, পুঁজি ৪:১০২

مَتِينٌ ص <متن সুদৃঢ়, মজবুত, প্রচণ্ড, শক্ত, প্রচণ্ড শক্তি ৭:১৮৩

مَتَى <متي কখন, কোন সময়, কবে ২:২১৪

تَمَثَّلَ <مثل আকৃতি ধারণ করা, আত্মপ্রকাশ করা, প্রকাশিত হওয়া, প্রকাশ হওয়া ১৯:১৭

مِثْلٌ، مَثَلٌ ج أَمْثَالٌ মতো, ন্যায়, সদৃশ, অনুরূপ, উপমা, উদাহরণ, দৃষ্টান্ত, নজির, সমকক্ষ, সমান, সমতুল্য, তুল্য, তুলনা, প্রবাদ, প্রবচন, দৃষ্টান্ততুল্য অবস্থা, গুণাগুণ, বর্ণনা, কাহিনী ২:১৭

أَمْثَلُ مث مُثْلَى তুলনাহীন, দৃষ্টান্ততূল্য, শ্রেষ্ঠ ব্যক্তি, বেনজির ব্যক্তিত্ব, অনুপম, আদর্শবান, অপ্রতিম, অতুলনীয়, প্রসিদ্ধজন ২০:৬৩

مَثُلاَتٌ দৃষ্টান্তমূলক শাস্তি, শাস্তির দৃষ্টান্ত ১৩:৬

تَمَاثِيلُ সমরূপ সৃষ্টি, প্রতিমূর্তি, আকৃতি, পুতুল, ছবি ২১:৫২

مَجِيدٌ ص <مجد প্রভাবশালী, মহান, মহিয়ান, সম্মানিত, মর্যাদাবান, মহিমান্বিত, গৌরবান্বিত, গৌরবময় ৫০:১‘

مَجُوسٌ و مَجُوْسِيٌّ <مجس মাজুসি, অগ্নীধ, অগ্নিপূজক, অগ্নি উপাসক, যাজ্ঞিক, হোমকর্তা, সাগ্নিক ২২:১৭

مَحَّصَ <محص বিশুদ্ধ করা, খাটি করা, নির্ভেজাল বানানো, পরিশোধন করা, পূত করা, পবিত্র করা ৩:১৪১

مَحَقَ [ف] <محق নিঃশেষ করা, ধ্বংস করা, নিশ্চিহ্ন করা, মুছে ফেলা, বিলোপ সাধন করা, নিপাত করা, বরকতহীন করা ২:২৭৬

مِحَالٌ <محل কৌশল, কঠোর শাস্তি, প্রচণ্ড শক্তি ১৩:১৩

امْتَحَنَ <محن পরীক্ষা করা, যাচাই করা, পরখ করা, আজমাইশ করা, যাচপর্তাল করে শোধন করা ৪৯:১৩

مَحَا [ن] <محو মুছে ফেলা, বিলীন করা, মুছে দেওয়া, নিশ্চিহ্ন করা, বিনাশ করা, নাম নিশানা মুছে ফেলা, চিহ্ন না রাখা ১৭:১২

مَوَاخِرُ و مَاخِرٌ <مخر চলমান নৌযান, কলমুখরিত জাহাজ ১৬:১৪

مَخَاضٌ مص <مخض প্রসব বেদনা, প্রসবযন্ত্রণা, ব্যথা ওঠা, লেবারপেইন ১৯:২৩

مَدَّ [ن]، مَدًّا <مدد টানা, লম্বা করা, দীর্ঘ করা, বিস্তৃত করা, বিস্তার করা, প্রসারিত করা, সম্প্রসারণ করা, বিছানো, সময় বাড়ানো ১৯:৭৫

أَمَدَّ সাহায্য করা, মদদ করা, বরাদ্ধ দেওয়া, সহায়তা করা, অঢেল দেওয়া, বাড়িয়ে দেওয়া, শক্তিবৃদ্ধি করা, শক্তিশালী করা, সহায়ক বানানো ৩:১২৪

مَدَدٌ সাহায্য, সহায়তা, অনেক সাহায্য, সহায়ক, সাহায্যার্থে, আধিক্য, অনেক ১৮:১০৯

مِدَادٌ جل مُدُدٌ লেখার সহায়ক, কালি, দোয়াতের কালি ১৮:১০৯

مُمِدٌّ সাহায্যকারী, মদদগার, সাহায্যদাতা ৮:৯

مَمْدُودٌ، مُمَدَّدَةٌ দীর্ঘ, প্রলম্বিত, বিস্তৃত, প্রসারিত, দীর্ঘকায়, লম্বা, বিপুল, প্রচুর ৫৬:৩০

مُدَّةٌ جل مُدَدٌ সময়, নির্ধারিত সময়, মেয়াদ, সময়সীমা, স্থিতিকাল ৯:৪

مَدِيْنَةٌ ج مَدَائِنُ <مدن মদীনা, শহর, নগর, নগরী, পুরী ৯:১০১

مَدْيَنُ মাদইয়ান: হজরত শুয়াইব আলাইহিস সালামের শহর ৭:৮৫

مَرِيئًا <مرأ তৃপ্তিদায়ক, প্রীতিপ্রদ, প্রীতিকর, মজাকর, সতৃপ্ত হয়ে, তৃপ্তিতে, তৃপ্তিভোরে ৪:৪

مَرْءٌ، اِمْرَءٌ প্রাপ্তবয়স্ক মানুষ, ব্যক্তি, সুদর্শন পুরুষ, সুঠাম পুরুষ, আকর্ষণীয় পুরুষ, স্বামী ২:১০২

امْرَأَةٌ، مَرْأَةٌ প্রাপ্তবয়স্কা নারী, রমণী, মহিলা, স্ত্রীলোক, সুদর্শনা, মনোরমা, সুন্দরী, রূপসী ৪:১২

مَارُوتُ <مرت মারুত: ব্যাবিলনের ফেরেশতা ২:১০২

مَرَجَ [ن] <مرج প্রবাহিত করা, ছেড়ে রাখা, মিলিত করা, মিশ্রিত করা, সংযুক্ত করা ২৫:৫৩

مَارِجٌ রংবেরঙের লেলিহান অগ্নিশিখা, রঙিন স্ফুলিঙ্গ, কৃষ্ণস্ফুলিঙ্গ, ধূমবিহীন আগুন ৫৫:১৫

مَرِيجٌ ص মিশ্রিত, নানাবিধ, বহুধা, রকমারি, ভ্রান্তি, ভ্রান্ততা, ভ্রষ্টতা, গোমরাহি, গোলমেলে ৫০:৫

الْمَرْجَانُ প্রবাল, মুক্তা, মুক্তো, বিচিত্রময় মুক্তা ৫৫:১৫

مَرَحَ [ف]، مَرَحٌ <مرح বড়াই করা, উল্লাস করা, উৎফুল্ল হওয়া, উল্লাসিত হওয়া, আস্ফালন করা, স্পর্ধা করা, আত্মাভিমান করা ৪০:৭৫

مَرَدَ [ن] <مرد বড়াই করা, বেড়ে যাওয়া, গর্ব করা, অবাধ্য হওয়া, অমান্য করা, নিষেধ না মানা, বিদ্রোহ করা, মাথা উঁচু করে চলা, আস্পর্ধা দেখানো, ঔদ্ধত্য প্রদর্শন করা, বাড়াবাড়ি করা ৯:১০১

مَارِدٌ، مَرِيدٌ বড়াইকারী, অবাধ্য, বিদ্রোহী, মাথা উঁচু, অশিষ্ট, দুষ্ট, দাম্ভিক, উদ্ধত, অভিমানী ৩৭:৭

مُمَرَّدٌ গৌরবময় ভবন, সুউচ্চ অট্টালিকা, উন্নতভবন, বড়ায়ের প্রাসাদ ২৭:৪৪

مَرَّ [ن]، مَرًّا <مرر অতিক্রম করা, চলা, চলাচল করা, চলাফেরা করা, গমন করা, অতীত হওয়া, যাওয়া, প্রস্থান করা ২৭:৮৮

مُسْتَمِرٌّ চলমান, অব্যাহত, অবিরাম, চিরাচরিত, নিরবচ্ছিন্ন, স্থায়ী, বিরামহীন, আবহমান ৫৪:২

أَمَرُّ অতিকড়া, তিক্ততর, তিতা, চলন্ত, গতিশীল, দীর্ঘস্থায়ী, চিরবিষাদময়, বেদনাদায়ক, মর্মঘাতী ৫৪:৪৬

مَرَّةٌ ج مَرَّاتٌ বার, দফা, কিস্তি, পর্ব, একবার, বহুবার, বারংবার ২৪:৫৮

مِرَّةٌ جل مِرَرٌ শক্তি, ক্ষমতা, বল, দৃঢ়তা ৫৩:৬

ذُوْ مِرَّةٍ শক্তিশালী, বলবান, ক্ষমতাবান, বলিয়ান ৫৩:৬

مَرِضَ [س] <مرض অসুস্থ হওয়া, রোগাক্রান্ত হওয়া, পীড়িত হওয়া, ব্যাধিগ্রস্ত হওয়া ২৬:৮০

مَرَضٌ جل أَمْرَاضٌ রোগ, ব্যাধি, অসুস্থতা, পীড়া, অসুস্থতা, অসুখ ২:১০

مَرِيضٌ ج مَرْضَى অসুস্থ, রোগী, পীড়িত, রুগণ, রোগা, রোগার্ত, আর্ত ৫:৬

الْمَرْوَةَ <مرو মারওয়া: কাবার নিকটবর্তী একটি পাহাড় ২:১৫৮

مَارَى، مِرَاءً، تَمَارَى، امْتَرَى <مري তর্ক করা, তর্কবিতর্ক করা, সংলাপ করা, কথা কাটাকাটি করা, বিতণ্ডা করা, বাদানুবাদ করা, ঝগড়া করা, সন্দেহ করা, সন্দেহ করে ঝগড়া করা, সন্দিহান হওয়া, কলহ করা, বিবাদ করা ১৮:২২

مُمْتَرِيٌ তর্ককারী, তার্কিক, বিতর্ককারী, সন্দেহকারী, সন্দিহান, সন্দিগ্ধ, সন্দেহপ্রবণ, সংশয়াকুল, খুঁতখুঁতে, দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, ঝগড়াকারী, বিবাদকারী, বিসংবাদী ২:১৪৭

مِرْيَةٌ جل مَرَايَا তর্ক, সন্দেহ, দিধা, সংশয়, খুঁতখুঁতানি, বিসংবাদ ১১:১৭

مَرْيَمُ <مرم মারইয়াম আলাইহিস সালাম, মরিয়ম, মেরী ২:৮৭

مِزَاجٌ جل أَمْزِجَةٌ <مزج মিক্সচার, মিশ্রণ, মিশ্রিত দ্রব্য, সংমিশ্রণ ৭৬:৫

مَزَّقَ، مُمَزَّقٌ <مزق খণ্ডখণ্ড করা, খণ্ডবিখণ্ড করা, কুচিকুচি করা, কুটিকুটি করা, টুকরো টুকরো করা, ছিন্নভিন্ন করা, ছিন্নবিচ্ছিন্ন করা, ঝুরিঝুরি করা, চূর্ণবিচূর্ণ করা, গুড়ো করা, পাউডার করা ৩৪:৭

مُزْنٌ و مُزْنَةٌ <مزن মেঘ, সাদামেঘ, বৃষ্টিভরা মেঘ ৫৬:৬৯

مَسَحَ [ف]، مَسْحًا <مسح মোছা, পোঁছা, হাত বুলানো, মুছে ফেলা, পশু জবায়ের সময় গলায় হাত বুলানো, জবাই করা, বধ করা, কর্তন করা, আঘাত করা ৩৮:৩৩

الْمَسِيحُ ঈসা আলাইহিস সালাম ৩:৪৫

مَسَخَ [ف] <مسخ বিকৃত করা, আকৃতি বীভৎস করা, বিশ্রী বানানো, কুৎসিত করে দেওয়া, বিদঘুটে করা, কদাকার বানানো, রূপান্তর করা ৩৬:৬৭

مَسَدٌ جل أَمْسَادٌ <مسد খেজুরের বাকলের রশি, যে কোন রশি, দড়ি, শিকল ১১১:৫

مَسَّ [س]، مَسٌّ <مسس স্পর্শ করা, টাচ করা, ছোঁয়া, ঘেঁষা, লাগা, সংস্পর্শ করা, অঙ্গস্পর্শ করা, অনুভব করা, অনুভুতি, মজা ৫৪:৪৮

تَمَاسَّ শৃঙ্গার করা, কামকলা করা, মাখামাখি করা, মলামলি করা, ডলাডলি করা, সহবাস করা, রতিক্রিয়া করা, সঙ্গম করা ৫৮:৩

مِسَاسٌ مص স্পর্শ করা, গা ঘেঁষা, সংস্পর্শে যাওয়া ২০:৯৭

لَا مِسَاسَ স্পর্শ নয়, অস্পৃশ্য, আমাকে স্পর্শ করো না, সংস্পর্শ নয় ২০:৯৭

أَمْسَكَ، إِمْسَاكٌ، مَسَّكَ، <مسك اسْتَمْسَكَ আটকে রাখা, আবদ্ধ রাখা, ধরে রাখা, ধারণ করা, আকড়ে ধরা, কাউকে না দেওয়া, বিরত রাখা ২:২২৯

مُمْسِكٌ، مُمْسِكَةٌ، مُسْتَمْسِكٌ আটককারী, আবদ্ধকারী, ধারক, ধারণকারী, বাধাদাতা, প্রতিবন্ধক, বিরতকারী ৩৫:২

مِسْكٌ و مِسْكَةٌ মেশক, কস্তুরী, মৃগনাভি, আম্বর, সুগন্ধি ৮৩:২৬

أَمْسَا <مسو সন্ধ্যা করা, সাঁঝবেলা ঘরে ফেরা, গোধূলি বরণ করা ৩০:১৭

أَمْشَاجٌ و مَشْجٌ <مشج মিশ্রিত, নরনারীর সংমিশ্রিত বীর্য, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, রক্তমাংসের বিমিশ্রণ ৭৬:২

مَشَى [ض]، مَشْيٌ <مشي পায়ে হেঁটে চলা, পদব্রজে চলা, গমন করা, চলা, হাটা, যাওয়া, প্রস্থান, গমন, চলন ৩১:১৯

مَشَّاءٌ ام অধিক গমনকারী, ছিদ্রান্বেষী, নিন্দুক, পরচর্চাকারী ৬৮:১১

مِصْر جل أَمْصَارٌ <مصر মিসর: মিশরদেশ, শহর, নগর, গ্রাম, গুচ্ছগ্রাম, লোকালয় ২:৬২

مُضْغَةٌ <مضغ মাংসের টুকরা, মাংসপিণ্ড, মাংসপিণ্ড, মাংসখণ্ড ২২:৫

مَضَى [ض]، مُضِيًّا <مضي গমন করা, চলা, যাওয়া, হাটা, অতিক্রম করা, গমন, চলন, প্রস্থান ৩৬:৬৭

أَمْطَرَ <مطر বৃষ্টিপাত করা, বৃষ্টিবর্ষণ করা, বর্ষণ করা ৭:৮৪

مَطَرٌ جل أَمْطَارٌ বৃষ্টি, বর্ষা, বাদল, বর্ষণ, বারিধারা, জলধারা, অঝোরধারা ৭:৮৪

مُمْطِرٌ বর্ষণকারী, বর্ষণমুখর, বৃষ্টিদাতা, বৃষ্টিদানকারী ৪৬:২৪

تَمَطَّى <مطو অঙ্গভঙ্গি করে চলা, হাত দুলিয়ে চলা, গর্বভরে চলা ৭৫:৩৩

مَعَ সঙ্গ, সঙ্গে, সঙ্গে, সহ, সহকারে, একত্রে, একসঙ্গে, একযোগে, যৌথভাবে, সঙ্গে নিয়ে, সত্ত্বেও ২:৪৩

مَعْزٌ و مَاعِزٌ<معز ছাগ, ছাগল, বকরি, মেষ ৬:১৪৩

مَاعُوْنٌ اج <معن পানি, বৃষ্টির পানি, জাকাত, দান, অনুগ্রহ, উপহার, উপকরণ, গৃহস্থ ব্যবহার্য সামগ্রী, দা, কুড়াল, বাসন ১০৭:৭

مَعِينٌ ص মায়িন: জান্নাতের প্রবাহমাণ ঝরণা, প্রবাহমাণ পানি, ঝরণা, প্রস্রবণ, পানি, পবিত্র পানীয় ২৩:৫০

أَمْعَاءٌ و مَعْيٌ، مِعْيٌ <معي নাড়িভুঁড়ি, অন্ত্র, নাড়ি, ভুঁড়ি, আঁতড়ি, অন্তর্জঠর ৪৭:১৫

مَقْتٌ مص <مقت জঘন্য, বিরক্তিকর, ঘৃণিত, অত্যধিক না পছন্দ, ক্ষোভ, অবজ্ঞা, অসন্তুষ্টি, অন্তর্দাহ, অশ্রাব্য ৪০:১০

مَكَثَ [ن]، مُكْثٌ <مكث থামা, থাকা, দেরি করা, অপেক্ষা করা, অবস্থান করা, বাস করা ১৭:১০৬

مَاكِثٌ অবস্থানকারী, বাসিন্দা, অপেক্ষমাণ, স্থিতিশীল ১৮:৩

مَكَرَ [ن]، مَكْرٌ <مكر কৌশল করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, প্রবঞ্চনা করা, বাহানা করা, ফান করা, ছলনা করা, ফন্দি আটা

مَاكِرٌ কৌশলী, প্রতারক, প্রবঞ্চক, বাহানাকারী, ফন্দিবাজ, ছলনাময়ী ৩:৫৪

مَكَّةُ <مكك মক্কা শরীফ ৪৮:২৪

مِيْكَالُ <مكل ফেরেশতা মীকাঈল আলাইহিস সালাম ২:৯৮

مَكَّنَ، أَمْكَنَ <مكن প্রতিষ্ঠিত করা, অবস্থান মজবুত করা, দৃঢ় করা, সক্ষম করা, শক্তিশালী করা, বাসস্থান দেওয়া, থাকতে দেওয়া, ক্ষমতাশালী করা

مَكِينٌ সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ়, অটল, সম্মানিত, বাসস্থান, আশ্রয়, অবস্থানস্থল, পাত্র, আধার ১২:২১

مَكَانٌ جل أَمْكِنَةٌ مث مَكَانَةٌ স্থান, জায়গা, বাসস্থান, স্বস্থান, আলয়, গৃহ ৬:১৩৫

مُكَاءٌ <مكو হাততালি বাজানো, তালি বাজানো, করতালি দেওয়া, তালিক মারা, তাই দেওয়া, করাঘাত করা ৮:৩৫

مَلَأَ [ف] <ملأ ভরা, পূর্ণ করা, পরিপূর্ণ করা, ভরপুর করা ১৮:১৮

امْتَلَأَ পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া, ভরে যাওয়া, ভরপুর হওয়া, ঠাই না থাকা ৫০:৩০

مِلْأٌ جل أَمْلَاءُ ভর্তি, পূর্ণ, পরিমাণ ৩:৯১

مَالِئٌ পূরণকারী, পূর্ণকারী, পরিপুরক, ভর্তিকারী, পূর্তিকারী ৩৭:৬৬

مَلَأٌ جل أَمْلَاءُ নেতা, নেতৃস্থানীয়, সর্দার, প্রধান, পরিষদ, সাংসদ, সভাসদ, পার্ষদ, সভ্য, মন্ত্রী, উপদেষ্টা ৭:৬০

مِلْحٌ جل مِلَاحٌ <ملح লবণ, লবণাক্ত, লোনা, লোনতা, নিমক ৩৫:১২

إِمْلاَقٌ <ملق নিঃস্ব হওয়া, গরিব হওয়া, দরিদ্র হওয়া, ফকির হওয়া, অভাবী হওয়া, অভাব, দৈন্যতা, অনটন, নিঃস্বতা, দারিদ্র, অস্বচ্ছল ৬:১৫১

مَلَكَ [ض] <ملك মালিক হওয়া, অধিকারী হওয়া, অধীন বানানো, হস্তক্ষেপ করা, কবজা করা, করায়ত্ব করা, হস্তগত করা ৪:৩

مَلْكٌ করায়ত্ব, আয়ত্তাধীন, ইচ্ছাধীন, আওতাধীন, ইখতিয়ার, অধিকার, অধীন ২০:৮৭

مُلْكٌ جل أَمْلَاكٌ؛ مَلَكُوتٌ রাজত্ব, আধিপত্য, রাজ্য, সালতানাত, হুকুমত, প্রভুত্ব, বাদশাহী, অধিকার, কুদরত, ক্ষমতা ৬:৭৫

مَلِكٌ ج مُلُوكٌ، مَلِيكٌ মালিক, রাজা, বাদশা, অধিপতি, সর্বাধিপতি, স¤্রাট, সুলতান, প্রভু, শাসক ৫:২০

مَالِكٌ ج مَالِكُون মালিক, বাদশা, রাজাধিরাজ, শাহানশাহ, স¤্রাট, অধিপতি, সুলতান, অধিকারী, স্বত্ত্বাধিকারী, জাহান্নামের দারোয়ান ৪৩:৭৭

مَمْلُوكٌ মালিকানাধীন, অধিকারভুক্ত, করায়ত্ব, গোলাম, ক্রীতদাস, দাস, প্রজা ১৬:৭৫

مَلَكٌ ج مَلاَئِكَةٌ ফেরেশতা, অবতার, দূত, দেবতা ৭:২০

أَمَلَّ <ملل লিখানো, লিখিয়ে নেওয়া ২:২৮২

مِلَّةٌ جل مِلَلٌ মিল্লাত, ধর্ম, শরীয়ত, দীন, মতবাদ, জীবনব্যবস্থা, ধর্মাদর্শ, জাতি, সম্প্রদায় ৩:৯৫

أَمْلَى <ملي সময় দেওয়া, অবকাশ দেওয়া, ঢিল দেওয়া, ছাড় দেওয়া, সুযোগ দেওয়া, সুযোগ করে দেওয়া, অনুকুল করা ১৩:৩২

مَلِيٌّ চির অবকাশ , চিরতরে, আজীবনের জন্য, সারা জীবনের জন্য ১৯:৪৬

مَن কে, কারা, কাকে, কোন ২:৮

لِمَنْ কার, যে...তার, তার ব্যাপারে ২:১৫৪

لَمَنْ অবশ্যই যে ২:১০২

بِمَنْ যার কারণে, যার সঙ্গে, তার সম্পর্কে ১৬:১২৫

فَمَنْ অতএব যে ২:৩৮

أَفَمَنْ তারপরেও কি যে... ৩:১৬২

مِمَّنْ তার থেকে, তার চেয়ে ২:১১৪

مِنْ থেকে, অন্তর্ভুক্ত, পক্ষে, নৈকট্যে, সম্পর্কে, ব্যাপারে, বিষয়ে, সম্বন্ধে, সহ, নিয়ে, কিছু, কতিপয় ২:৪

لَمِنْ অবশ্যই... অন্তর্ভুক্ত ২:১৪৫

فَمِنْ তবে... পক্ষ থেকে ২:২০০

أَفَمِنْ তবুও কি....সম্পর্কে ৫৩:৬৯

مِمَّ কী থেকে, কী দিয়ে ৮৬:৫

مَنَعَ [ف] <منع মানা করা, নিষেধ করা, বাধা দেওয়া, বারণ করা, নিবারণ করা, নিবৃত্ত করা, নিরস্ত করা, প্রতিরোধ করা, রক্ষা করা, ঠেকানো, প্রতিহত করা, সামলানো, সামলে নেওয়া ২:১১৪

مَانِعَةٌ، مَنَّاعٌ বারণকারী, নিষেধকারী, বাধাদাতা, নিবারক, প্রতিরোধক, প্রতিরোধী, নিরোধক, প্রতিহতকারী, রক্ষক ৫৯:২

مَنُوعٌ কৃপণ, নিবারক, নিষেধকারী ৭০:২১

مَمْنُوعَةٌ নিষিদ্ধ, বারণযোগ্য, বাধাযুক্ত, নিবারিত, অন্তরিত ৫৬:৩৩

مَنَّ [ن]، مَنًّا <منن অনুগ্রহ করা, করুণা করা, কৃপা করা, অনুকম্পা করা, ইহসান করা, দয়া করা, মেহেরবানি করা, মঙ্গল করা, হিতকামনা করা, অনুগ্রহ প্রকাশ করা, খোটা দেওয়া, উপকার তুলে ধরা, উপকার, দান, দয়া, করুণা, অনুগ্রহ, খোটা ২:২৬২

الْمَنُّ মান্না: জান্নাতের সুস্বাদু হালুয়া ২:৫৭

مَمْنُونٌ অর্পণীয় কৃপা, প্রদেয় দান, প্রদত্ত কৃপা, দাতব্যকৃপা, বদলাযোগ্য, ৪১:৮

غَير مَمْنُون অনর্পণীয় কৃপা, অপ্রদেয় দান, অপার করুণা, খোটাহীন দান, নিঃস্বার্থ, বদলাহীন, অবিনিমেয়, অবিনিময়যোগ্য ৪১:৮

مَنُونٌ সময়, কাল, যুগ, নিয়তি, ভাগ্য, দুর্ঘটনা, মৃত্যু ৫২:৩০

مَنَّى <مني বৃথা আশ্বাস দেওয়া, খামাখা আশান্বিত করা, কল্পনাপ্রবণ বানানো, দুরাকাক্সক্ষায় ফেলা ৪:১১৯

أَمْنَى সন্তানের আশায় জরায়ুতে বীর্যপাত করা, সাগ্রহে সহবাস করা, কামক্রিয়া করা, মনিপাত ঘটানো ৫৩:৪৬

تَمَنَّى আশা করা, কামনা করা, আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা, কল্পনা করা, অনুপাঠ করা, পাঠ করা, আবৃত্তি ২২:৫২

أُمْنِيَّةٌ ج الأَمَانِيُّ আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, কল্পনা, দুরাশা, মিথ্যা আশা, অনুপাঠ, পাঠ, আবৃত্তি ২২:৫২

مَنِيٌّ মনি, বীর্য, শুক্র ৭৫:৩৭

مَنَاةٌ মানাত: পাথরের মূর্তি, দেবী ৫৩:২০

مَاتَ [ن]، مَوْتًا <موت মরা, মরণ হওয়া, মরে যাওয়া, মৃত্যুবরণ করা, পরলোক গমন করা, প্রাণবায়ু বের হওয়া ২:১৬১

أَمَاتَ মারা, মৃত্যু ঘটানো, মরণ দেওয়া, প্রাণ কেড়ে নেওয়া, মেরে ফেলা, প্রাণনাশ করা, প্রাণহরণ করা, জীবনাবসান করা, প্রাণহীন করা, অচল করা ২:২৫৯

مَوْتٌ، مَوْتَةٌ، مَمَاتٌ مص মৃত্যু, মৃরণ, তিরোধান, প্রয়াণ, জীবনাবসান, চিরবিদায়, পরলোক গমন ৪৪:৫৬

مَيْتٌ جل مَوْتَى، أَمْوَاتٌ مث مَيْتَةٌ جل مَيْتَاتٌ؛ مَيِّتٌ جل مَيِّتُوْنَ মৃত, প্রাণহীন, মুর্দা, প্রয়াত, নিষ্প্রাণ, পরলোকগত, চিরনিদ্রিত, মৃতদেহ, শব, লাশ, মড়া, মরণশীল, নশ্বর, মৃতপ্রায়, মরনাপন্ন, মুমূর্ষু ২৩:১৫

مَاجَ [ن] <موج ঢেউ খেলা, তরঙ্গিত হওয়া, তরঙ্গবিক্ষুব্ধ হওয়া, তরঙ্গসমাকীর্ণ হওয়া, কল্লোলিত হওয়া ১৮:৯৯

مَوْجٌ جل أَمْوَاجٌ ঢেউ, তরঙ্গ, উর্মি, কল্লোল, হিল্লোল, মউজ, লহরী ১০:২২

مَارَ [ن]، مَوْرًا <مور প্রলয় সৃষ্টি হওয়া, তরঙ্গিত হওয়া, তরঙ্গবিক্ষুব্ধ হওয়া, প্রকম্পিত হওয়া, আন্দোলিত হওয়া, পাক খাওয়া, ঘূর্ণন সৃষ্টি হওয়া, ঘরপাক শুরু হওয়া ৫২:৯

مُوسَى <موسي মুসা আলাইহিস সালাম ২:৫১

مَالٌ ج أَمْوَالٌ <مول কাক্সিক্ষত বস্তু, আকর্ষণীয় বস্তু, মাল, ধন, সম্পদ, দৌলত, অর্থ, তহবিল, টাকাপয়সা, ঐশ্বর্য, বিত্ত, বিষয়, সম্পত্তি ২:১৭৭

مَاءٌ جل مِيَاهٌ، أَمْوَاهٌ <موه পানি, জল, বারি, সলিল, নীর, জলপ্রবাহ, নির্যাস, রস, সজীবতা ১৮:৪১

مَهَدَ [ف]، مَهَّدَ، تَمْهِيدًا <مهد প্রস্তুত করা, বিছানা বিছানো, শয্যা পাতা, শয্যা রচনা করা, বিছানা প্রস্তুত করা, ফুলশয্যা বিছানো ৩০:৪৪

مَاهِدٌ শয্যাদাতা, শয্যা রচয়িতা, বিছানা প্রস্তুতকারী ৫১:৪৮

مَهْدٌ جل مِهَادٌ، مُهُوْدٌ মায়ের কোল, ক্রোড়, দোলা, দোলনা, ঝুলনা, ঝুলনি, ঝুলা, শয্যা, বিছানা, সুখশয্যা, ফুলশয্যা, বিস্তৃত সমভূমি ৩:৪৬

مِهَادٌ جل مُهُدٌ শয্যা, বিছানা, গন্তব্যস্থল, আশ্রয়স্থল, ঠিকানা, বিস্তীর্ণ সমভূমি ৩:১২

مَهَّلَ، أَمْهَلَ <مهل সুযোগ দেওয়া, অবকাশ দেওয়া, ঢিল দেওয়া, ছাড় দেওয়া, সময় দেওয়া, অনুকুল করা ৮৬:১৭

مُهْلٌ টগবগে তরল খনিজপদার্থ, উত্তপ্ত পুঁজ, তেলের গাদ, কাইট, তলানি, তেলকাষ্টে ৭০:৮

مَهْمَا <مهم যে কোন, যখনই, যতই, যা কিছু ৭:১৩২

مَهِيْنٌ مف <مهن ইতর, অধম, অপাত্র, হীন, নীচ, তুচ্ছ, নগণ্য, অপদার্থ, ঘৃণ্য, নিকৃষ্ট, বেইজ্জত, গর্হিত, গ্লানিকর, মানহীন, কলঙ্কজনক ৩২:৮

مَادَ [ض] <ميد আন্দোলিত হওয়া, প্রকম্পিত হওয়া, কম্পমান হওয়া, কাঁপতে থাকা, নত হওয়া, অবনত থাকা, বিনত হওয়া, আনত থাকা, দোল খাওয়া, হেলে পড়া, ঝোঁকা, সদর্পে চলা, প্রদক্ষিণ করা ১৬:১৫

مَائِدَةٌ দস্তরখান, খানাপূর্ণ দস্তরখান, সখাদ্য ডাইনিং টেবিল, খানা, আহার্য, আন্ন ৫:১১২

مَارَ [ض] <مير আহার্য আনা, খাদ্য আনা, রসদ আনা, খাদ্যশস্য আনা ১২:৬৫

مَازَ [ض] <ميز পৃথক করা, আলাদা করা, বিভক্ত করা, ভাগ করা, বিভাজন করা, পার্থক্য করা, বিচ্ছিন্ন করা, ব্যবধান করা, বৈশিষ্টপূর্ণ করা, স্বাতন্ত্র্য সৃষ্টি করা ৮:৩৭

امْتَازَ আলাদা হওয়া, বিভক্ত হওয়া, বিচ্ছিন্ন হওয়া, বৈশিষ্টপূর্ণ হওয়া, স্বতন্ত্র হওয়া, দলছুট হওয়া ৩৬:৫৯

تَمَيَّزَ রাগে ফেটে পড়া, অগ্নিশর্মা হওয়া, কুটিকুটি করে ফেলা, বিশেষাবস্থা সৃষ্টি হওয়া, টুকরা টুকরা করা, ছিন্নভিন্ন করা, ফেড়ে ফেলা, কুচিকচি করা, খণ্ডবিখণ্ড করা ৬৭:৮

مَالَ [ض]، مَيْلاً، مَيْلَةً <ميل ঝোঁকা, ঝুঁকে পড়া, নত হওয়া, আনত হওয়া, ধাবিত হওয়া, অগ্রসর হওয়া, ঝাঁপিয়ে পড়া, আক্রমণ করা, আগ্রাসন চালানো, হামলা করা ৪:২৭

ن অনবহিত অর্থ ৬৮:১

نَأَى [ن] <نأي দূরে যাওয়া, সরে পড়া, কেটে পড়া, দূরে থাকা, বিরত থাকা ১৭:৮৩

نَبَّأَ، أَنبَأَ <نبأ সংবাদ দেওয়া, খবর দেওয়া, জ্ঞাপন করা, জানানো, অবহিত করা, বলে দেওয়া, প্রচার করা, রিপোর্ট করা, সতর্ক করা, হুশিয়ারি উচ্চারণ করা ৬৬:৩

اسْتَنْبَأَ সংবাদ জানতে চাওয়া, খবর চাওয়া, জিজ্ঞাসা করা, জানতে চাওয়া ১০:৫৩

نَبَأٌ ج أَنبَاءٌ সংবাদ, খবর, বার্তা, প্রতিবেদন, সমাচার, বৃত্তান্ত, নিউজ, বিবরণ, সুখবর, কাহিনী, ঘটনা, ওহি ৬:৫

نَبِيٌّ ج نَبِيُّوْنَ، أَنبِيَاءٌ নবী, রাসূল, পয়গম্বর, দূত, প্রতিবেদক, সাংবাদিক ২:৬১

النُّبُوَّةُ নবুওয়াত, পায়গাম্বরি, রিসালাত ৩:৭৯

نَبَتَ [ن] <نبت জন্মানো, গজানো, অঙ্কুরিত হওয়া, পয়দা হওয়া, উৎপাদন হওয়া, চারা বের হওয়া, ফলন হওয়া ২৩:২০

أَنبَتَ জন্মানো, অঙ্কুরিত করা, উদগত করা, উৎপন্ন করা, উৎপাদন করা, চারা বের করা, ফলিয়ে দেওয়া, ফসল ফলানো ৩:৩৭

نَبَاتٌ اج উৎপন্ন করা, অঙ্কুরণ, উদ্ভিদ, চারা, গাছ, লতা, শস্য, ফসল, অঙ্কুর ৭১:১৭

نَبَذَ [ض] <نبذ নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, ফেলে রাখা, বর্জন করা, ভঙ্গ করা ২:১০১

انتَبَذَ নিক্ষিপ্ত হওয়া, বর্জনীয় হওয়া, বর্জিত হওয়া, সরে পড়া, সটকে যাওয়া, পৃথক হওয়া ১৯:১৬

تَنَابَزَ <نبز পরস্পরকে অপনামে ডাকা, বিদ্রুপাত্মক উপাধি দেওয়া ৪৯:১১

اسْتَنْبَطَ <نبط খুঁজে বের করা, গবেষণা করা, উদ্ভাবন করা, বিশ্লেষণ করা ৪:৮৩

يَنبُوعٌ ج يَنَابِيعُ <نبع ঝরণা, জলপ্রপাত, ফোয়ারা, প্রস্রবণ, নিঝরিণী ১৭:৯০

نَتَقَ [ن، ض] <نتق উত্তোলন করা, তুলে ধরা ৭:১৭১

انتَثَرَ <نثر বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া, এলোমেলো হওয়া, ছত্রভঙ্গ হওয়া, ছিটকে পড়া ৮২:২

مَنثُورٌ বিক্ষিপ্ত, এলোমেলো, ছত্রভঙ্গ, ছড়ানো ২৫:২৩

النَّجْدَيْنِ <نجد ভালোমন্দ দুই পথ, ইমান ও কুফরি, ন্যায়-অন্যায়, উভয় পথ, পন্থাদ্বয়, পন্থা, উচ্চভূমি ৯০:১০

نَجَسٌ جل أَنْجَاسٌ <نجس নাপাক, অপবিত্র, অশুচি, নোংরা ৯:২৮

الإِنجِيلُ جل أَنَاجِيْلُ <نجل ইঞ্জিল: হজরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ আসমানি কিতাব ৩:৩

النَّجْمُ ج النُّجُومُ <نجم নক্ষত্র, তারকা, তারা, সিতারা, জ্যোতিষ্ক; তৃণ, লতা, গুল্ম, শাকসবজি ৫৫:৬

نَجَا [ن]، نَجَاةٌ <نجو নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া, ছাড়া পাওয়া, নিস্তার পাওয়া, রেহাই পাওয়া, অব্যাহতি লাভ করা, খালাস পাওয়া ১২:৪৫

أَنجَى، نَجَّى নাজাত দেওয়া, মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া, অব্যাহতি দেওয়া, খালাস দেওয়া ৭:৮৯

نَاجَى، تَنَاجَى পরস্পরে কানকথা বলা, মুনাজাত করা, কানাকানি করা, ফিসফিস করা, ফিসফিসিয়ে কথা বলা, কানে কানে কথা বলা, একান্তে আলাপ করা, পরামর্শ করা ৫৮:১২

نَاجٍ মুক্তি লাভকারী, মুক্তিকামী, মুক্তিপ্রাপ্ত ১২:৪২

نَجِيٌّ ص পরামর্শকারী, পরামর্শার্থে, একান্তসঙ্গি ১২:৮০

النَّجْوَى কানাঘুষা, গোপন পরামর্শ, গোপনকথা, কানকথা, গোপনালাপ, আলাপচারিতা ১৭:৭৪

مُنَجِّيٌ মুক্তিদাতা, উদ্ধারকারী, নিস্তারকারী ২৯:৩৩

نَحْبٌ مص <نحب দায়িত্ব, কর্তব্য, জিম্মা ৩৩:২৩

نَحَتَ [ض] <نحت পাথর কেটে তৈরি করা, পাথর কাটা, খোদাই করা, ভাস্কর্য বানানো ১৫:৮২

نَحَرَ [ف] <نحر উট নহর করা, বিশেষ পদ্ধতিতে উটের গলায় জবাই করা, কুরবানী করা ১০১:২

نَحْسٌ جل نُحُوْسٌ؛ نَحِسَاتٌ و <نحس نَحِسَةٌ অশুভ, দুর্ভাগ্য, অমঙ্গল, অহিতকর ৫৪:১৯

نُحَاسٌ অগ্নিশিখা, শিখা, স্ফুলিঙ্গ, ধূম, ধোঁয়া, ধুম্র, ধুম্রকুঞ্জ ৫৫:৩৫

نَحْلٌ اج <نحل মৌমাছি, মধুপোকা, মধুমক্ষিকা ১৬:৬৮

نِحْلَةٌ جل نِحَلٌ খুশি মনে দেওয়া, নিঃস্বার্থদান স্বরূপ ৪:৪

نَحْنُ <نحن আমরা, মোরা ২:১১

نَخِرَةٌ جل نَوَاخِرُ <نخر পুরাতন গলিত হাড্ডি, প্রাচীন হাড্ডি, পচা, চূর্ণবিচূর্ণ, ঝুরঝুরে ৭৯:১১

نَخْلٌ مث نَخْلَةٌ ج نَخِيلٌ <نخل খেজুর গাছ, খেজুর, খর্জুর, খুর্মা, ছোহারা ৬:৯৯

أَندَادٌ و نِدٌّ <ندد শরিক, সমতুল্য, সমকক্ষ, মতো, মতোন ২:২২

نَادِمٌ <ندم অনুতপ্ত, অনুশোচনাকারী, মর্মাহত, মুহ্যমান, পরিতপ্ত, ম্রয়িমাণ ৫:৩১

نَدَامَةٌ অনুতাপ, অনুশোচনা, মর্মবেদনা, পরিতাপ ১০:৫৪

نَادَى، نِدَاءٌ <ندي আহ্বান করা, সম্বোধন করা, ডাকা, তলব করা, ঘোষণা করা, আওয়াজ দেওয়া ১৯:৩

تَنَادَى، التَّنَادُ ডাকাডাকি করা, একে অপরকে ডেকে বলা, পরস্পরে সম্বোধন করা, ৬৮:২১

يَوم التَّنَادِ ডাকাডাকির দিন, সম্বোধন দিবস, কিয়ামত দিবস, আর্তনাদ দিবস ৪০:৩২

نَادِيٌ সম্বোধনসভা, পরামর্শসভা, সভা, মজলিস, সভাসদ ২৯:২৯

نَدِيٌّ جل أَنْدِيَةٌ সভা, মজলিস, এজলাস ১৯:৭৩

مُنَادٍ সম্বোধনকারী, আহ্বানকারী, আহ্বায়ক, ঘোষক, ঘোষণাকারী ৫০:৪১

نَذَرَ [ن، ض] <نذر মানত করা, মানত মানা, উৎসর্গের শপথ করা, নিবেদন করা ২:২৭০

أَنذَرَ، نُذْرٌ، نُذُرٌ সতর্ক করা, সাবধান করা, ভয় দেখানো, ভীতিপ্রদর্শন করা, হুশিয়ারি উচ্চারণ করা ৩:৩৫

نَذْرٌ ج نُذُورٌ মানত, উৎসর্গ, নিবেদন ২:২৭০

مُنذِرٌ، نَذِيرٌ ج نُذُرٌ সতর্ককারী, সাবধানকারী, ভীতিপ্রদর্শক ৫৩:৫৬

مُنذَرٌ ভিতি প্রদর্শিত, সতর্কীকৃত, হুশিয়ার, বিভীষিত ১০:৭৩

نَزَعَ [ض] <نزع টেনে বের করা, টানা, কেড়ে নেওয়া ৩:২৬

نَازَعَ، تَنَازَعَ টানাটানি করা, পরস্পরে কথা টানাটানি করা, হুড়োহুড়ি করা, ঝগড়া করা, বিবাদ করা, বাকবিতণ্ডা করা, তর্কাতর্কি করা ৪:৫৯

النَّازِعَاتِ টেনেহিঁচড়ে প্রাণ সংহারকারী ফেরেশতা, প্রাণ সংহারকারী ৭৯:১

نَزَّاعَةٌ যে আগুন চামড়া তুলে ফেলবে, চামড়া উৎপাটক অগ্নি, চর্মোৎক্ষেপক শাস্তি ৭০:১৬

نَزَغَ [ف]، نَزْغٌ <نزغ উসকানি দেওয়া, প্ররোচনা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, উসকে দেওয়া, কলহ-বিবাদ সৃষ্টি করা ৭:২০০

أَنْزَفَ <نزف মাতাল হওয়া, নেশাগ্রস্ত হওয়া, অর্ধজ্ঞান হওয়া, পাগলপ্রায় হওয়া ৩৭:৪৭

نَزَلَ [ض]، مُنزَلاً، تَنَزَّلَ <نزل নাজিল হওয়া, অবতরণ করা, নেমে আসা, অবতীর্ণ হওয়া, পড়ে যাওয়া, পতিত হওয়া, পাত হওয়া ২৩:২৯

أَنزَلَ নাজিল করা, অবতারণ করা, একবারে নাজিল করা, অবতীর্ণ করা, নামিয়ে আনা, পাড়া, পতিত করা, পাত করা ১৮:১

نَزَّلَ، تَنزِيلاً বারে বারে নাজিল করা, ক্রমান্বয়ে নাজিল করা, অবতীর্ণ করা ৭৬:২৩

نُزُلٌ আপ্যায়ন, আতিথেয়তা, আদরযত্ন, সমাদর, আতিথ্য, মেহমানদারি, অতিথির খাবার ৩২:১৯

نَزْلَةٌ একবার অবতরণ ৫৩:১৩

مَنَازِلُ و مَنْزِلٌ অবতরণস্থল, কক্ষপথসমুহ, মঞ্জিল ১০:৫

مُنَزِّلٌ ক্রমান্বয়ে অবতীর্ণকারী, নাজিলকারী ৫:১১৫

مُنْزِلٌ একত্রে অবতীর্ণকারী, নাজিলকারী, অবতারক ২৯:৩৪

مُنَزَّلٌ، مُنْزَلٌ নাজিলকৃত, অবতীর্ণ, অবতরণস্থল ৩:১২৪

النَّسِيءُ <نسأ মাস গননা পিছিয়ে দেওয়া, তারিখ পিছিয়ে দেওয়া ৯:৩৭

مِنسَأَةٌ লাঠি, যষ্ঠি ৩৪:১৪

نَسَبٌ ج أَنسَابٌ <نسب বংশগত আত্মীয়তা, রক্তের সম্বন্ধ, বংশ পরিচিতি, বংশ ২৫:৫৪

نَسَخَ [ف] <نسخ মানসুখ করা, মুছে ফেলা, রহিত করা, তিরোহিত করা, লোপ করা, প্রত্যাহার করা, বাতিল করা, বিলুপ্ত করা, মিটিয়ে দেওয়া, অকার্যকর করা, বিলোপ সাধন করা ২:১০৬

اسْتَنْسَخَ অনুলিপি করা, কপি করা, কপি তৈরি করা, লিখা, লিখানো, লিপিবদ্ধ করা ৪৫:২৯

نُسْخَةٌ جل نُسَخٌ অনুলিপি, প্রতিলিপি, কপি, নুসখা ৭:১৫৪

نَسْرٌ <نسر নসর: দেবতা, প্রতিমূর্তি ৭১:২৩

نَسَفَ [ض]، نَسْفًا <نسف উড়ানো, উড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, বিক্ষিপ্ত করা, ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করে উড়িয়ে দেওয়া ২০:৯৭

نَاسِكٌ <نسك বিধান পালনকারী ২২:৬৭

نُسُكٌ مص বিধানাবলি, কুরবানী, হজ্জ ২:১৯৬

مَنسَكٌ ج مَنَاسِكُ বিধান, পালনীয় বিধানাবলি, ইবাদতের বিধান, ইবাদতপদ্ধতি, হজের বিধান, কুরবানীর বিধান, পশু জাবায়ের বিধান ২২:৩৪

نَسَلَ [ض] <نسل বের হয়ে পড়া, বেরিয়ে পড়া, দৌড়ে আসা, নিথরক্ষিপ্রতায় চলা, অকম্পগতিতে আসা, অতিক্ষিপ্রবেগে পিছলে নামা, পিছলে পড়া ২১:৯৬

نَسْلٌ جل أَنْسَالٌ ভবিষ্যৎ বংশধর, সন্তান সন্ততি, নাতিপুতি ৩২:৮

نِسَاءٌ، نِسْوَةٌ و إِمْرَأَةٌ <نسو নারী জাতি, স্ত্রীলোক, মহিলা, রমণি ১২:৩০

نَسِيَ [س] <نسي ভোলা, ভুলে যাওয়া, মনে না থাকা, স্মরণ না থাকা, বিস্মৃত হওয়া ১৮:৫৭

أَنْسَى ভোলানো, ভুলিয়ে দেওয়া, মন থেকে মুছে দেওয়া, বিস্মৃত করা ১৮:৬৩

نَسْيٌ، مَنْسِيٌّ বিস্মৃত, ভোলা, অবিদিত, নাজানা, অজানা, স্মৃতিভ্রষ্ট ১৯:২৩

نَسْيًا مَنْسِيًّا একেবারে বিস্মৃত, আত্মবিস্মৃত, বিস্মৃত-অবিদিত ১৯:২৩

نَسِيٌّ ص আত্মভোলা, ভুলো, বেখেয়াল, খেয়ালহীন, স্মরণহীন ১৯:৬৪

نَشَّأَ <نشأ তিলেতিলে বড় করা, বাড়িয়ে তোলা, রচিত করা, প্রতিপালন করা, লালনপালন করা, বড় করা, প্রতিপালিত হওয়া ৪৩:১৮

أَنْشَأ، إِنْشَاءً রচনা করা, সৃষ্টি করা, সৃজন করা, তৈরি করা, পয়দা করা, গঠন করা, গড়ে তোলা ৫৬:৩৫

نَاشِئَةٌ সৃজনশীল সময়, সৃষ্টিশীল সময়, গঠনমূলক সময়, রাতের প্রহর, রাত্রিবেলা, রাতের নবাগত সময়, তাহাজ্জুদ পড়া ৭৩:৬

نَشْأَةٌ সৃষ্টি, সৃজন, সৃষ্টি করা, তৈয়ার, রচনা ২৯:২০

مُنْشِئٌ রচনাকারী, সৃষ্টিকারী, তৈরিকারক, স্রষ্টা, সৃষ্টিকর্তা ৫৬:৭২

الْمُنْشَآتُ রচিত, সৃজিত, নির্মিত, উচ্চ পাল তোলা নৌকা, সমুদ্রযান, জাহাজ, অর্ণবযান ৫৫:২৪

نَشَرَ [ن]، نَشْرًا <نشر ছড়ানো, বিক্ষিপ্ত করা, এলোমেলো করা, বিস্তার করা, প্রকাশ করা ১৮:১৬

أَنْشَرَ পুনর্জীবিত করা, সজিব করা ৪৩:১১

انْتَشَرَ ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়া, কাজের উদ্দেশ্যে বের হওয়া ৩০:২০

النَّاشِرَاتِ মেঘমালা বিস্তৃতকারী ফেরেশতা বা বায়ু, বিস্তারক ৭৭:৩

نُشُورٌ مص পুনরুত্থান, পুনর্জীবন, পুনর্প্রকাশ ৩৫:৯

مَنْشُورٌ، مُنَشَّرَةٌ বিস্তারিত, প্রকাশিত, উন্মুক্ত, খোলা ৫১:৩

مُنْشَرٌ পুনর্জীবনযোগ্য, পুনঃপ্রকাশযোগ্য, পুনরুত্থানযোগ্য ৪৪:৩৫

مُنْتَشِرٌ ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত, এলোমেলো, ছিন্নভিন্ন, ছত্রভঙ্গ ৫৪:৭

نَشَزَ [ن] <نشز উঁচু হওয়া, উঠে দাড়ানো, বসা থেকে দাড়ানো, সমুন্নত হওয়া, উঠে যাওয়া, দাঁড়ানো, খাড়া হওয়া, কাঠামো তৈরি হওয়া ৫৮:১১

أَنْشَزَ উঁচু করা, সমুন্নত করা, দাঁড় করানো, খাড়া করা, কাঠামো তৈরি করা ২:২৫৯

نُشُوزٌ مص কারো বিপক্ষে মাথা উঁচু করা, মাথা চাড়া দেওয়া, বিদ্রোহ করা, অবাধ্যতা করা, দুর্ব্যবহার করা, আদেশ অমান্য করা ৪:৩৪

نَشْطٌ [ن] <نشط বাঁধন মৃদুভাবে খোলা ৭৯:২

النَّاشِطَاتِ দেহ থেকে আত্মার বাঁধন উন্মুক্তকারী ফেরেশতা ৭৯:২

نَصِبَ [س] <نصب পরিশ্রম করা, পরিশ্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া ৯৪:৭

نَصَبَ [ن] স্থাপন করা, সংস্থাপন করা, উপস্থাপন করা, রাখা ৮৮:১৯

نُصُبٌ ج أَنْصَابٌ স্থাপিত বেদী, বেদীর পশু, বলির পশু, পাঠা ৫:৩

نَصِيْبٌ جل أَنْصِبَةٌ، أَنْصِبَاءُ তাকদিরে স্থাপিত বিষয়, নসীব, ভাগ্য, প্রাপ্য, অংশ ৪:৭

نُصْبٌ বিপদ, মুসিবত, অশান্তি ৩৮:৪১

نَصَبٌ جل أَنْصَابٌ ক্লান্তি, শ্রম, কষ্ট ৯:১২০

نَاصِبَةٌ শ্রমাক্রান্ত, কষ্টক্লিষ্ট, বিষাদগ্রস্ত, ক্লান্ত, বিমর্ষ, বিষন্ন ৮৮:৩

أَنْصَتَ <نصت চুপ থাকা, নিশ্চুপ থাকা, চুপচাপ শ্রবণ করা ৭:২০৪

نَصَحَ [ف]، نُصْحٌ <نصح নসীহত করা, উপদেশ দেওয়া, কল্যাণ কামনা করা ১১:৩৪

نَاصِحٌ নসীহতকারী, উপদেশদাতা, কল্যাণকামী ৭:৬৮

نَصُوحٌ নসীহতমূলক, উপদেশমূলক, উপদেশাত্মক ৬৬:৮

نَصَرَ [ن]، نَصْرًا <نصر অসহায়কে সহায়তা করা, মাজলুমকে সাহায্য করা, সহযোগিতা করা, মদদ করা, শক্তি যোগানো ৩:১২৩

تَنَاصَرَ পরস্পরে সাহায্য করা, সহযোগিতা করা, সহায়তা করা ৩৭:২৫

انْتَصَرَ জালিমকে প্রতিরোধ করা, প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া ৪৭:৪

اسْتَنْصَرَ সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা, সহায়তা চাওয়া, সহযোগিতা কামনা করা ২৮:১৮

نَصِيرٌ، نَاصِرٌ ج أَنْصَارٌ মদদগার, সহায়ক, সাহায্যকারী, সহায়তাকারী, পৃষ্ঠপোষক ৪:৪৫

مَنْصُورٌ সাহায্যযোগ্য, সহায়তাপ্রাপ্ত, সহায্যকৃত ১৭:৩৩

مُنْتَصِرٌ জালিমের প্রতিরোধক, প্রতিশোধ গ্রহণকারী, আত্মরক্ষাকারী ৫৪:৪৪

نَصْرَانِيٌّ ج نَصَارَى নাসারা: হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, খৃষ্টান, ক্রিস্টিয়ান, ৩:৬৭

نِصْفٌ جل أَنْصَافٌ <نصف অর্ধেক, অর্ধ, মধ্য, আধা, অর্ধাংশ ৪:১১

نَاصِيَةٌ ج نَوَاصِيُ <نصو কপাল, ললাট, কপালের কেশ, করোটি, সম্মুখের চুলগুচ্ছ ৯৬:১৫

نَضِجَ [س] <نضج পোড়া, দগ্ধ হওয়া, পুড়ে যাওয়া, ভস্ম হওয়া, ছাই হওয়া ৪:৫৬

نَضَّاخَةٌ <نضخ উচ্ছসিত প্রস্রবণ, উদ্বেলিত ঝরনা, উচ্ছলিত ঝরনা ৫৫:৬৬

نَضِيْدٌ، مَنْضُودٌ <نضد ঘনভাবে সাজানো, স্তরে স্তরে সজ্জিত, সুবিন্যস্ত ৫০:১০

نَضْرَةٌ مص <نضر লাবণ্যতা, কমনীয়তা, কোমলতা, সৌন্দর্য, মাধুরী, মাধুর্যতা, উজ্জ্বলতা, সজীবতা, কান্তি ৭৫:১১

نَاضِرَةٌ লাবণ্যময়, শ্রীমণ্ডিত, সুন্দর, উজ্জ্বল, কান্তিমান, কোমল, সজীব, হাস্যোজ্জ্বল, সহাস্য, হাসিমাখা, সুস্মিত, হর্ষোৎফুল্ল ৭৫:২২

نَطِيحَةٌ جل نَطَائِحُ، نَطْحًى <نطح শিঙের আঘাতে নিহত প্রাণী, আঘাতে নিহত, হতাহত ৫:৩

نُطْفَةٌ جل نُطَفٌ <نطف মনি, বীর্য, শুক্র ১৬:৪

نَطَقَ [ض] <نطق বলা, কথা বলা, মুখ খোলা, বলতে পারা ২৩:৬২

أَنْطَقَ বলানো, কথা বলানো, বাকশক্তি দেওয়া, বলতে বলা, বলতে দেওয়া ৪১:২১

مَنْطِقٌ ভাষা, কথা, বুলি, বাকশক্তি ২৭:১৬

نَظَرَ [ن]، نَظَرٌ <نظر দেখা, তাকানো, দৃষ্টি দেওয়া, দৃষ্টিপাত করা, দর্শন করা, চাওয়া, নজর দেওয়া, প্রত্যক্ষ করা, লক্ষ্য করা, ভ্রুক্ষেপ করা, সুদৃষ্টি করা ৪৭:২০

أَنْظَرَ অবকাশ দেওয়া, সুদৃষ্টি দেওয়া, সুযোগ দেওয়া, ছাড় দেওয়া, ঢিল দেওয়া, মুহলত দেওয়া, দেখতে দেওয়া, দেখানো, দর্শানো ৭:১৯৫

انْتَظَرَ তাকিয়ে থাকা, পথ চেয়ে থাকা, অপেক্ষা করা, প্রতীক্ষায় থাকা, সুযোগে থাকা, তাকে থাকা ৩৩:২৩

نَاظِرٌ مث نَاظِرَةٌ দর্শক, দ্রষ্টা, দৃষ্টিপাতকারী, দর্শনকারী, প্রত্যক্ষকারী, লক্ষ্যকারী ২:৬৯

نَظْرَةٌ مص একবার তাকানো, এক নজর, একবার দর্শন, এক পলক, এক মূহুর্ত ৩৭:৮৮

نَظِرَةٌ مص দেখতে দেওয়া, ছাড় দেওয়া, অবকাশ, সুযোগ ২:২৮০

مُنْظَرٌ অবকাশপ্রাপ্ত, সুযোগপ্রাপ্ত, দর্শনযোগ্য ৭:১৫

مُنْتَظِرٌ অপেক্ষাকারী, অপেক্ষমাণ, প্রতীক্ষমাণ, সুযোগসন্ধানী ৬:১৫৮

نَعْجَةٌ ج نِعَاجٌ <نعج দুম্বা, দুম্বী, ভেড়ী, মেষ ৩৮:২৪

نُعَاسٌ <نعس তন্দ্রা, ঝিমুনি, নিদ্রাবেশ, প্রমীলা, ঘুমঘুম ভাব, অবসাদ, শ্রান্তি ৮:১১

نَعَقَ [ض] <نعق আর্তনাদ করা, চিৎকার করা, হাঁকডাক দেওয়া, বিলাপ করা, হাউমাউ করা, হায়হায় করা ২:১৭১

نَعْلٌ جل أَنْعُلٌ، نِعَالٌ <نعل জুতা, পাদুকা, চপ্পল, স্যান্ডেল ২০:১২

أَنْعَمَ، نَعَّمَ <نعم নিয়ামত দেওয়া, অনুগ্রহ করা, ইহসান করা, দয়া করা, দান করা, প্রাচুর্য দেওয়া ১:৬

نَاعِمَةٌ নিয়ামতপূর্ণ, নিয়ামত ভোগকারী, আনন্দঘন, আনন্দিত, সজীব, উৎফুল্ল, পুলকিত, স্বর্গসুখী, বিলাসিতাপূর্ণ ৮৮:৮

نَعْمَةٌ مص উপভোগ্যবস্তু, বিলাসদ্রব্য, বিলাস সামগ্রী ৪৪:২৭

نِعْمَةٌ ج نِعَمٌ، نَعْمَاءٌ، أَنْعُمٌ নিয়ামত, অনুগ্রহ, দান, কৃপা, উপভোগ্য ১১:১০

نَعِيْمٌ ص বিলাসবহুল, নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরা, সুখসেব্য, আরামপ্রদ, বিলাসসামগ্রী ৫:৬৫


نَعَمٌ ج أَنْعَامٌ পশু সম্পদ, প্রাণী সম্পদ, প্রাণী, গৃহপালিত পশু, গবাদিপশু, চতুষ্পদজন্তু ৫:১

نِعِمَّا، نِعْمَ কী চমৎকার!, কী উপভোগ্য!, চমৎকার!, বাহবা!, উত্তম!, কী উত্তম! ৪:৫৮

نَعَمْ হাঁ, ঠিক আছে, জি হাঁ ৭:৪৪

أَنْغَضَ <نغض হেলানো, ঝাকানো, নাড়া, নাড়া দেওয়া ১৭:৫১

النَّفَّاثَاتِ <نفث ফুৎকারকারিণী, ফুকদাতা, জাদুকর ১১৩:৪

نَفْحَةٌ <نفح বাতাস, হাওয়া, বায়ু, বার, পালা, পর্ব ২১:৪৬

نَفَخَ [ن]، نَفْخَةٌ <نفخ ফুঁ দেওয়া, ফুৎকার করা, ফুক দেওয়া, ফোঁকা ৬৯:১৩

نَفِدَ [س]، نَفَادٌ <نفد ফুরিয়ে যাওয়া, নিঃশেষ হওয়া, শেষ হওয়া, খতম করা ৩৮:৫৪

نَفَذَ [ن] <نفذ বের হয়ে যাওয়া, অতিক্রম করা, লঙ্ঘন করা ৫৫:৩৩

نَفَرَ [ض] <نفر বের হওয়া, বাহিরে যাওয়া, সফর করা, পরিবার ছেড়ে সফর করা, স্বজন থেকে দূরে যাওয়া ৯:১২২

نَفَرٌ، نَفِيرٌ جل أَنْفَارٌ পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তি, সফরকারী, মুসাফির, কাফেলা, দল, জামাত ৭২:১

نُفُورٌ مص ঘৃণা, দ্বেষ, দূরত্ব, বিচ্ছিন্নতা ১৭:৪১

مُسْتَنفِرَةٌ দলছোটা গাধা, পালহীন, পলায়নপর, পলায়মান ৭৪:৫০

تَنَفَّسَ <نفس শ্বাস গ্রহণ করা, শ্বাসপ্রশ্বাস নেওয়া, হাফ ছেড়ে বাঁচা, দিবসের সূচনা হওয়া, প্রভাত হওয়া ৮১:১৮

تَنَافَسَ নিঃশ্বাস নেওয়া, আকাঙ্ক্ষা করা, আগ্রহী হওয়া, উদ্যোমী হওয়া, প্রতিযোগিতা করা ৮৩:২৬

مُتَنَافِسٌ আগ্রহী, উদ্যোমী, প্রতিযোগী, আকাঙ্ক্ষী ৮৩:২৬

نَفْسٌ ج نُفُوسٌ، أَنْفُسٌ নফস, প্রাণ, আত্মা, স্বয়ং, নিজ, খোদ, ব্যক্তি, মন, প্রবৃত্তি, ইন্দ্রিয় ১৭:১৫

نَفَشَ [ن] <نفش রাত্রিবেলা চরে ফসল তুলাধুনা করা, রাতে ফসল নষ্ট করা, রাতে চরা, ফসল তুলাধুনা করা, ধুনিত করা ২১:৭৮

مَنْفُوشٌ ধুনিত, ধুনিত তুলা ১০১:৫

نَفَعَ [ف]، نَفْعًا <نفع উপকার করা, মঙ্গল করা, কল্যাণ করা, হিতসাধন করা, ফায়দা দেওয়া ১০:৪৯

مَنَافِعُ و مَنْفَعَةٌ উপকারিতা, লাভ, কল্যাণ, হিত, মঙ্গল, সুবিধা ২:২১৯

أَنْفَقَ، الإِنفَاقُ <نفق ব্যয় করা, খরচ করা ৪:৩৪

نَافَقَ، نِفَاقًا মুনাফেকি করা, কপটতা করা, কপটাচার করা, ছলনা করা, ভেক ধরা, দ্বিমুখী হওয়া, কপটাচারী হওয়া, মুনাফিক হওয়া ৩:১৬৭

نَفَقَةٌ ج نَفَقَاتٌ খরচাপাতি, ব্যয়, খরচ ৯:৫৪

مُنْفِقٌ খরচকারী, দানকারী, ব্যয়কারী ৩:১৭

مُنَافِقٌ মুনাফিক, কপট, দ্বিমুখী, বাকধার্মিক, ছদ্মবেশী ৯:৬৭

نَفَقٌ جل أَنْفَاقٌ সুরঙ্গ, সুড়ঙ্গ, সুড়ঙ্গপথ, সুঁড়িপথ, সংকীর্ণ রাস্তা ৬:৩৫

أَنْفَالٌ و نَفَلٌ <نفل নফল: গনিমত প্রদত্ত নবী আলাইহিস সালামের অংশ, গনিমতের বণ্টনোর্ধ¦ সম্পদ, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ ৮:১

نَافِلَةٌ অতিরিক্ত পুরস্কার, অতিরিক্ত সম্পদ ১৭:৭৯

نَفَى [ض] <نفي নির্বাসিত করা, দেশত্যাগ করা, দেশত্যাগে বাধ্য করা ৫:৩৩

نَقَّبَ <نقب তন্নতন্ন করে আশ্রয় খুঁজে বেড়ানো, আশ্রয়হীন বিচরণ করা ৫০:৩৬

نَقْبٌ বিদীর্ণ করা, ছিদ্র করা, ভেদ করা, বিদ্ধ করা ১৮:৯৭

نَقِيْبٌ جل نُقَبَاءُ সর্দার, দলপতি, নেতা ৫:১২

أَنْقَذَ <نقذ উদ্ধার করা, মুক্ত করা, মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া ৩:১০৩

اسْتَنْقَذَ উদ্ধারের চেষ্টা করা, উদ্ধার করতে চাওয়া, উদ্ধার করতে পারা ২২:৭৩

نَقَرَ [ن] <نقر ছিদ্রে ফুক দেওয়া, ফুৎকার করা, ফুঁ দেওয়া ৭৪:৮

نَاقُورٌ جل نَوَاقِيْرُ ছিদ্রবিশিষ্ট ফুৎকারযন্ত্র, সিঙা, সিঙ্গা, বাঁশি ৭৪:৮

نَقِيرٌ ص বিন্দু, ফোটা, ছিদ্র, তিল পরিমাণ, স্বল্প, অণু ৪:৫৩

نَقَصَ [ن]، نَقْصٌ <نقص নাকচ করা, কমানো, হ্রাস করা, ক্ষতি করা ২:১৫৫

مَنْقُوصٌ হ্রাসকৃত, কমা, কমানো ১১:১০৯

نَقَضَ [ن]، نَقْضٌ، أَنْقَضَ <نقض ভাঙ্গা, ভঙ্গ করা, ভেঙে ফেলা ৫:১৩

نَقْعٌ جل نِقَاعٌ، نُقُوْعٌ <نقع ধূলা, ধূলাবালি, ধুলো ১০০:৪

نَقَمَ [ض] <نقم অপছন্দ করা, প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া ৯:৭৪

انْتَقَمَ، انْتِقَامٌ প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া, শাস্তি দেওয়া ৭:১৩৬

مُنْتَقِمٌ، ذِي انْتِقَامٍ প্রতিশোধ গ্রহণকারী, শাস্তিদাতা, প্রতিশোধপরায়ণ ৩:৪

نَاكِبٌ <نكب পথভ্রষ্ট, গোমরাহ, পথচ্যুত, বিচ্যুত, পথভ্রান্ত, বিভ্রান্ত, ভ্রষ্ট, বিপথগামী ২৩:৭৪

مَنَاكِبُ و مَنْكَبٌ কাঁধ, স্কন্ধ, পার্শ্ব, উচ্চস্থান ৬৭:১৫

نَكَثَ [ن] <نكث ভাঙ্গা, শপথ ভঙ্গ করা, ভেঙে ফেলা, টুকরা করা, খণ্ড করা ৪৮:১০

أَنْكَاثٌ و نِكْثٌ টুকরা টুকরা, ভাঙ্গা, খণ্ডখণ্ড ১৬:৯২

نَكَحَ [ض، ف]، نِكَاحًا <نكح বিয়ে করা, বিবাহ করা, শাদি করা, নিকাহ করা, পাণিগ্রহণ করা‘ ৪:৬

اسْتَنْكَحَ বিয়ে করতে চাওয়া, বিবাহ করতে মনস্থ করা, বিবাহ কামনা করা ৩৩:৫০

أَنْكَحَ বিয়ে করানো, শাদি দেওয়া, পরিণয়সূত্রে দেওয়া ২৮:২৭

نَكِدٌ ص <نكد সামান্য, কিঞ্চিৎ, ন্যূনতম, অত্যল্প, নগণ্য ৭:৫৮

نَكِرَ [س] <نكر অপছন্দ করা, অপরিচিত মনে করা, চিনতে না পারা, না চিনা, বিরক্ত হওয়া, বিব্রতবোধ করা, ঘৃণা করা ১১:৭০

نَكَّرَ বিব্রত করা, আকৃতি পরিবর্তন করা, বদলে দেওয়া, পালটানো, ঘৃণাকর বানানো ২৭:৪১

أَنْكَرَ অস্বীকার করা, পরিচয় না পাওয়া, চিনতে না পারা, নিষিদ্ধ করা ১৩:৩৬

نُكْرٌ، نُكُرٌ، مُنْكَرٌ অপরিচিত, অজ্ঞাত পরিচয়, অচেনা, অপ্রিয়, মন্দ, অপ্রিতিকর, বিরক্তিকর, বিব্রতকর, অপছন্দনীয়, নিষিদ্ধ, অসৎ, অসৎকর্ম, অসদ্ভাব, জঘন্য, ঘৃণিত, অন্যায়, অশ্লিলতা ৫:৭৯

نَكِيْرٌ مص অস্বীকৃতির শাস্তি, অস্বীকৃতির পরিণতি, শাস্তি, আজাব ২২:৪৪

أَنْكَرُ জঘন্যতম, অতিমন্দ, অত্যন্ত খারাপ, শ্রুতিকটু, অপ্রিতিকর, বিরক্তিকর, ঘৃণাকর, অপছন্দনীয় ৩১:১৯

مُنْكِرٌ مث مُنْكِرَةٌ অস্বীকারকারী, যে পরিচয় লাভ করে না, চিনে না, পরিচয়ভোলা, পরিচয়বিস্মৃত, পরিচয়োর্ধ্ব ১৬:২২

نَكَسَ [ن]، نَكَّسَ <نكس উল্টামুখী করা, অধঃমুখী করা, ঊর্ধ্বমূল করা, মাথা নোয়ানো, মাথা ঝুঁকিয়ে দেওয়া, মাথা নত করানো, উল্টানো ২১:৬৫

نَاكِسٌ নতশির, অধঃমুখী, উল্টামুখী ৩২:১২

نَكَصَ [ض] <نكص প্রস্থান করা, ফিরে যাওয়া চলে যাওয়া, বিদায় নেওয়া, অন্তর্ধান হওয়া ৮:৪৮

اسْتَنْكَفَ <نكف লজ্জা পাওয়া, শরম করা, বিব্রতবোধ করা, সংকোচবোধ করা, অপমানবোধ করা, কুণ্ঠাবোধ করা ৪:১৭৩

أَنْكَالٌ و نِكْلٌ <نكل লৌহ শৃঙ্খল, শিকল, জিঞ্জীর, লৌহ বেড়ী ৭৩:১৩

نَكَالٌ দৃষ্টান্তমূলক শাস্তি, উপমেয় শাস্তি ২:৬৬

تَنْكِيْلٌ শাস্তি দেওয়া, সাজা দেওয়া, কর্মফল দেওয়া, আজাব দেওয়া, বদলা দেওয়া ৪:৮৪

نَمَارِقُ و نُمْرُقَةٌ <نمرق গালিচা, কার্পেট, গদি, কোমল শয্যা, কোল বালিশ ৮৮:১৫

نَمْلَةٌ ج نَمْلٌ <نمل পিঁপড়া, পিঁপড়ে, পিপীলিকা ২৭:১৮

أَنَامِلُ و أنْملَةٌ আঙ্গুলসমুহ, অঙ্গুলি ৩:১১৯

نَمِيْمٌ جل نَمَائِمُ <نمم নিন্দা, কুৎসা, পরনিন্দা, চোগলখোরি, অপবাদ, বিশ্বাসঘাতকতা ৬৮:১১

مِنْهَاجٌ جل مَنَاهِيْجُ <نهج পথ, প্রশস্ত রাস্তা, মহাসড়ক, রাজপথ ৫:৪৮

نَهَرَ [ف] <نهر ধমকানো, ঝাড়ি মারা, তিরস্কার করা ১৭:২৩

نَهَرٌ ج أَنْهَارٌ নহর, ঝরনা, নদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, ¯্রােতস্বিনী, গাঙ, দরিয়া, নির্ঝরিণী ২:২৫

نَهَارٌ جل أَنْهُرٌ، نُهُرٌ দিন, দিবস, দিবা, দিনের বেলা, দিবাভাগ, দিবালোক ৩:২৭

نَهَى [ف] <نهي নিষেধ করা, বারণ করা, নিবৃত্ত করা, বিরত রাখা, বাধা দেওয়া ৭:২০

تَنَاهَى পরস্পরে নিষেধ করা ৫:৭৯

انْتَهَى বিরত হওয়া, বিরত থাকা, নিবৃত্ত হওয়া, ফিরে আসা, বর্জন করা ২:২৭৫

النَّاهِى বারণকারী, নিষেধকারী, নিবারক, বাধাদাতা ৯:১১২

نُهًى و نُهْيَةٌ জ্ঞান, বুদ্ধি, প্রতিভা ২০:৫৪

اُولِى النُّهَى জ্ঞানী, বুদ্ধিমান, প্রতিভাবান, বিচক্ষণ ২০:৫৪

الْمُنْتَهَى নিবারণকেন্দ্র, ফেরতকেন্দ্র, ফিরে আসার স্থান, গন্তব্য, শেষপ্রান্ত, নিষিদ্ধসীমা, দূরতম ৫৩:১৪

مُنْتَهِيٌ বর্জনকারী, নিবৃত্ত, যে বিরত থাকে ৫:৯১

نَاءَ [ن] <نوأ ভারাক্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া, অবসন্ন হওয়া, দুর্বহ হওয়া, বহনে অক্ষম হওয়া, নুয়ে পড়া ২৮:৭৬

أَنَابَ <نوب প্রত্যাবর্তন করা, রুজু করা, ফিরে আসা, ঘুরে আসা ১৩:২৭

مُنِيْبٌ প্রত্যাবর্তনকারী, রুজুকারী, প্রভুভক্ত ১১:৭৫

نُوْحٌ <نوح নূহ আলাইহিস সালাম ৩:৩৩

نَارٌ جل نِيْرَانٌ <نور আগুন, অগ্নি, অনল, বহ্নি, জ্বলন, হুতাশন, জাহান্নাম, নরক, জাহান্নাম, অগ্নিময় জাহান্নাম ২:২৪

نُوْرٌ جل أَنْوَارٌ নূর, আলো, আলোক, জ্যোতি, কিরণ, রশ্মি, ¯িœগ্ধ আলোকময় ৬:১

مُنِيْرٌ আলোকোজ্জ্বল, দিপ্তমান, আলোকপূর্ণ, আলোকবর্তিকা, আলোদানকারী, উজ্জ্বল, সুস্পষ্ট ২২:৮

النَّاسُ اج <نوس মানুষ, ইনসান, মনুষ্য, মানব, আদম, মানবকুল, মানবজাতি ২:৮

تَنَاوُشٌ <نوش পাওয়া, দেখতে পাওয়া, ধরে ফেলা, নাগাল পাওয়া, ধরতে পারা, ৩৪:৫২

مَنَاصٌ <نوص পলায়ন, নিষ্কৃতি লাভ, মুক্তি, নিস্তার ৩৮:৩

نَاقَةٌ جل نُوْقٌ، أُنُوْقٌ <نوق উটনী, উষ্ট্রী ৭:৭৩

نَوْمٌ مص <نوم ঘুম, নিদ্রা, শয়ন ২:২৫৫

نَائِمٌ ঘুমন্ত, নিদ্রামগ্ন, নিদ্রাবস্থা ৭:৯৭

مَنَامٌ مص নিদ্রাদর্শন, নিদ্রা, স্বপ্ন, খাব ৭:৪৩

نُونٌ جل أَنْوَانٌ، نِيْنَانٌ <نون মাছ, বৃহৎ মৎস ২১:৮৭

ذَا النُّونِ মাছ ওয়ালা, ইউনুস আলাইহিস সালামের উপাধী ২১:৮৭

النَّوَى و نَوَاةٌ <نوي আঁটি, খেজুরের আঁটি, বিচি ৬:৯৫

نَالَ [س]، نَيْلاً <نيل পাওয়া, লাভ করা, অর্জন করা, কবুল করা, পৌঁছা, দান করা ৭:৪৯

وَ এবং, আর, ও, শপথ, সহ, সঙ্গে, অথচ, তখন, এমতাবস্থায় ১:৫

مَوْئُوْدَةٌ <وأد জীবিত দাফনকৃত কন্যা, জীবন্ত প্রোথিত, জিন্দা সমাহিত ৮১:৮

مَوْئِلٌ <وأل সুরক্ষিত আশ্রয়, আশ্রয়স্থল, আবর্তনস্থল, প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থল, ঠিকানা ১৮:৫৮

أَوْبَارٌ و وَبَرٌ <وبر পশম, লোম, রোম, পাখির পালক ১৬:৮০

أَوْبَقَ <وبق ধ্বংস করা, বিনাশ করা, বিলীন করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা৪২:৩৪

مَوْبِقٌ ধ্বংসস্থল, ধ্বংসালয়, ধ্বংসস্তুপ, ভগ্নাবশেষ ১৮:৫২

وَابِلٌ <وبل প্রবলবর্ষণ, মূষলধারে বৃষ্টি ২:২৬৫

وَبَالٌ ص কুপরিণতি, অশুভ পরিণাম ৫:৯৫

وَبِيْلٌ ام ভীষণ শাস্তি, কঠোর পাকড়াও ৭৩:১৬

أَوْتَادٌ و وَتِدٌ، وَتَدٌ <وتد পেরেক, কীলক, অর্গল ৩৮:১২

وَتَرَ [ض] <وتر কম করা, কমিয়ে দেওয়া, হ্রাস করা ৪৭:৩৫

تَتْرَا ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে, একের পর এক, একে একে, ধারাবাহিকভাবে, পরম্পরা ২৩:৪৪

وَتْرٌ جل أَوْتَارٌ এক, সর্বনিম্ন সংখ্যা, একক, বেজোড় দিবস ৮৯:৩

وَتِيْنٌ جل أَوْتِنَةٌ <وتن গর্দান, ঘাড়, রক্তবাহী রগ, হৃদয়তন্ত্রী, হৃৎপিণ্ডের ধমনী ৬৯:৪৬

أَوْثَقَ <وثق মজবুত করে বাঁধা, বন্ধন করা, সুদৃঢ় করা ৮৯:২৬

وَاثَقَ পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়প্রতিশ্রুতি নেওয়া ৫:৮

وَثَاقٌ جل وُثُقٌ বন্ধন, বাঁধন, চুক্তি, প্রতিজ্ঞা ৪৭:৪

مِيْثَاقٌ، مَوْثِقٌ চুক্তিবন্ধন, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, অঙ্গীকার ১২:৬৬

الْوُثْقَى দৃঢ়তম, মজবুত, সুদৃঢ় ২:২৫৬

أَوْثَانٌ و وَثْنٌ <وثن মূর্তি, প্রতিমা, দেবদেবী ২৯:১৭

وَجَبَ [ض] <وجب পড়ে যাওয়া, পতিত হওয়া, কাত হয়ে পড়া ২২:৩৬

وَجَدَ [ض] <وجد পাওয়া, লাভ করা, দেখতে পাওয়া ৩:৩৭

وُجْدٌ مص পাওনা, সাধ্য, সম্পদ, ধনসম্পদ ৬৫:৬

أَوْجَسَ <وجس ভয় পাওয়া, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ১১:৭০

أَوْجَفَ <وجف হাঁকানো, চালানো, চালনা করা, দ্রুত চালানো ৫৯:৬

وَاجِفَةٌ বেগবান, চলৎশীল, চঞ্চল, বিচলিত, ধাবমান, কম্পমান ৭৯:৮

وَجِلَ [س] <وجل ভয় পাওয়া, দুরদুর করা, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ৮:২

وَجِلٌ مث وَجِلَةٌ ভীত, শঙ্কিত, আতঙ্কিত, ভয়ক্লিষ্ট, সশঙ্ক, ভীতসন্ত্রস্ত ১৫:৫২

وَجَّهَ، تَوَجَّهَ <وجه মুখ করা, মুখ ফিরানো, অভিমুখী হওয়া ৬:৭৯

وَجْهٌ ج وُجُوْهٌ মুখমণ্ডল, চেহারা, আকার, রূপ, আকৃতি, আদল, মূলাকার, মূলরূপ, সন্তুষ্টি, লক্ষ্য ২:১১২

وِجْهَةٌ দিক, কিবলা, অভিমুখ ২:১৪৮

وَجِيْهٌ ص সম্মুখ শ্রেণীর, সামনের সারির, প্রথম শ্রেণীর, সম্মানিত, মর্যাদাবান ৩:৪৫

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <وحد এক, একটি, একক সত্ত্বা, একজন, জনৈক, কেউ, অন্যতম ৯০:৭

وَحْدٌ এক, একাত্মবাদ, অনন্য, অদ্বিতীয় ৭:৭০

وَاحِدٌ جل أُحْدَانٌ مث وَاحِدَةٌ এক, একই, একজন, একমাত্র, অনন্য ৪:১

وَحِيْدٌ একাকী, একলা, অদ্বিতীয়, একমাত্র, অনন্য ৭৪:১১

وُحُوْشٌ و وَحْشٌ <وحش পশু, বন্যপশু, হিংস্রপ্রাণী, চতুষ্পদ জন্তু ৮১:৫

أَوْحَى <وحي ওহী প্রেরণ করা, প্রত্যাদেশ করা, এলাহী বার্তা পাঠানো ৪:১৬৩

وَحْيٌ مص ওহী, প্রত্যাদেশ, এলাহী বার্তা, আল্লাহর বাণী ১১:৩৭

وَدَّ [س]، وُدًّا <ودد কামনা করা, বাসনা করা, ভালোবাসা, পছন্দ করা, চাওয়া ১৯:৯৬

وَادَّ বন্ধুত্ব করা, অন্তরঙ্গ বানানো ৫৮:২২

مَوَدَّةٌ বন্ধুত্ব, হৃদ্যতা, অন্তরঙ্গতা, প্রিতি, ভালোবাসা, বন্ধুত্ব করা ৪:৭৩

وَدُودٌ ام স্নেহপরায়ণ, প্রেমময়, প্রিয়ভাজন ১১:৯০

وَدٌّ ওয়াদ: একটা দেবতা নাম ৭১:২৩

وَدَعَ [ف]، وَدَّعَ <ودع বিদায় করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা ৩৩:৪৮

مُسْتَوْدَعٌ আশ্রয়স্থল, আমানতগাহ, গুদাম, ভাণ্ডার, সংরক্ষণাগার ৬:৯৮

وَدْقٌ مص <ودق বৃষ্টি, বর্ষণ, বারিধারা ২৪:৪৩

دِيَةٌ جل دِيَاتٌ <ودي দিয়াত, হত্যাপণ, খুনের মাশুল, রক্তপণ, রক্তমূল্য ৪:৯২

وَادٍ ج أَوْدِيَةٌ পাহাড়ের উপত্যকা ১৩:১৭

وَذِرَ [س] <وذر পরিহার করা, পরিত্যাগ করা, ছাড়া, ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, মুক্ত রাখা, স্বাধীনতা দেওয়া, অধিকার দেওয়া, রেখে যাওয়া ২:২৩৪

وَرِثَ [ح] <ورث ওয়ারিস হওয়া, উত্তরাধিকারী হওয়া, মালিক হওয়া ৪:১১

أَوْرَثَ ওয়ারিস বানানো, উত্তরাধিকারী বানানো, মালিক বানানো ৭:১৩৭

وَارِثٌ ج وَرَثَةٌ ওয়ারিস, উত্তরাধিকারী, মালিক ২:২৩৩

দেখানো হচ্ছেঃ ৮১ থেকে ৯০ পর্যন্ত, সর্বমোট ১৫২ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ « আগের পাতা 1 2 3 4 · · · 6 7 8 9 10 · · · 13 14 15 16 পরের পাতা »