رَأْسٌ ج رُءُوسٌ <رأس মাথা, মস্তক, মুণ্ড, শির, মড়ো, মূল, মূলধন, পুঁজি, আসল ২:২৭৯
رَأْفَةٌ <رأف কোমলহৃদয় হওয়া, হৃদয় গলা, দয়াপরবশ হওয়া, দয়া করা, মেহেরবানি করা, কোমলতা, মমতা, মায়া, স্নেহ ২৪:২
رَؤُوْفٌ ص রউফ: আল্লাহর নাম, মেহেরবান, করুণাশীল, কোমলহৃদয়, হৃদয়বান, দয়ালু, দয়াপরবশ, অতিশয় দয়ালু, স্নেহপরায়ণ, সহানুভূতিশীল, অনুগ্রহশীল ২:১৪৩
رَأَى [ف] <رأي দেখা, দর্শন করা, দৃষ্টিগোচর হওয়া, প্রত্যক্ষ করা, তাকানো, লক্ষ্য করা, চাওয়া, দৃষ্টিপাত করা, অবলোকন করা, ভেবে দেখা, মনে করা, মত দেওয়া, রায় দেওয়া, সিদ্ধান্ত দেওয়া. বিবেচনা করা, অবগত হওয়া ৬:৭৬
أَرْأَى দেখানো, দর্শানো, প্রদর্শন করা, নজর কাড়া, দৃষ্টি আকর্ষণ করা, গোচরীভূত করা, জানানো, অবগত করা ৪:১০৫
تَرَاءَى সম্মুখিন হওয়া, মুখোমুখি হওয়া, গোচরীভূত হওয়া, একে অপরকে দেখা, পরস্পরকে দেখা, চোখাচোখি করা ৮:৪৮
رَاءَى، رِئَاءٌ লোক দেখানো, রিয়া করা, প্রদর্শন করা, দৃষ্টি আকর্ষণ করা ৪:৩৮
رَأْيٌ جل آرَاءٌ، أَرْآءٌ বাহ্যত দেখা, চোখের দেখা, দৃষ্টি, মত, বুদ্ধি, অভিমত, রায়, সিদ্ধান্ত ১১:২৭
رِءْيًا দেখতে, দৃশ্যে, আকারে, আকৃতিতে, অবয়বে, গঠনে, পারিপাট্য, পোছপাছ ১৯:৭৪
الرُّءْيَا مص স্বপ্ন, খাব ১২:৪৩
رَبٌّ ج أَرْبَابٌ <ربب রব, প্রভু, মুনিব, প্রতিপালক, পালনকর্তা, পরওয়ারদেগার, কর্তা, মালিক, মুনীব, সর্দার, অভিভাবক, দেবতা ৩:৬৪
رِبِّيٌّ আল্লাহওয়ালা, আল্লাহভক্ত, ধার্মিক, তাপস, সাধক, দল, সঙ্গীসাথী ৩:১৪৬
رَبَّانِيٌّ আল্লাহওয়ালা, আল্লাহভক্ত, আল্লাহভীরু, ধার্মিক, তাপস, সাধক, আলিম, ফকিহ, বিশেষজ্ঞ, পণ্ডিত, সর্বজ্ঞ, মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান, হাকীম, বিজ্ঞানী, ইলম-ফিকহ ও হিকমতওয়ালা ৩:৫১
رَبَائِبُ و رَبِيْبَةٌ সৎমেয়ে, স্ত্রীর মেয়ে ৪:২৩
رَبِحَ [س] <ربح লাভজনক হওয়া, উপকারী হওয়া, ফলপ্রসু হওয়া, লব্ধকাম হওয়া, সার্থক হওয়া ২:১৬
تَرَبَّصَ، تَرَبُّصٌ <ربص প্রতীক্ষা করা, অপেক্ষা করা, প্রত্যাশা করা, কালক্ষেপণ কর, স্থগিত রাখা ৯:৫২
مُتَرَبِّصٌ প্রতীক্ষমাণ, প্রত্যাশী, অপেক্ষাকারী, অপেক্ষক, অপেক্ষমাণ ৯:৫২
رَبَطَ [ض] <ربط বাঁধা, বদ্ধমূল করা, বেঁধে দেওয়া, দৃঢ় করা, মজবুত করা, আত্মপ্রত্যয় করা ১৮:১৪
رَابَطَ অটল থাকা, দৃঢ় থাকা, অবিচল থাকা, সাহসী হওয়া ৩:২০০
رِبَاطٌ সীমান্ত পাহারা দেওয়া, বেঁধে রাখা, ঘোড়া বাঁধার স্থান, আস্তাবল, অশ্বশালা, তেজস্বী অশ্বপাল ৮:৬০
أَرْبَعٌ، أَرْبَعَة <ربع চার, চারি, চৌ ২৪:৪৮
رَابِعٌ চতুর্থ, চতুর্থত, চার নম্বর ১৮:২২
رُبَاعٌ চারগুণ, চার জন, একে চার, চার চার করে ৪:৩
الرُّبُعُ এক চতুর্থাংশ, চারভাগের একভাগ, চারের এক ৪:১২
أَرْبَعِينَ চল্লিশ ২:৫১
رَبَا [ن] <ربو বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, বেড়ে যাওয়া, বেড়ে ওঠা, বড় হওয়া, স্ফীত হওয়া, ফুলে ওঠা ২২:৫
رَبَّي বাড়িয়ে তোলা, বড় করা, লালনপালন করা, প্রতিপালন করা, তারবিয়াত করা ১৭:২৪
أَرْبَى বাড়িয়ে দেওয়া, বাড়ানো, পরিবর্ধন করা ২:২৭৬
رَابِيًا مث رَابِيَةً বাড়ন্ত, বর্ধনশীল, বর্ধমান, স্ফীত, স্ফারিত, বিস্ফারিত, ভীষণ, প্রচণ্ড ১৩:১৭
أَرْبَى অধিক লাভজনক, বর্ধনশীল, বর্ধিষ্ণু, ক্রমবর্ধমান, উন্নত, ক্ষমতাবান ১৬:৯২
الرِّبَوا বর্ধমানবস্তু, সুদ, রিবা, কুসীদ, চক্রবৃদ্ধিসুদ, ক্রমবর্ধমানসুদ ৩:১৩০
رَبْوَةٌ جل رُبًى উচ্চভূমি, টিলা, পাহাড়, স্ফীতভূমি, মালভূমি, বাড়ন্তভূমি ২:২৬৫
رَتَعَ [ف] <رتع ঘুরে বেড়ানো, বিনোদন করা, আমোদ করা, প্রমদ করা, বিহার করা, বিহারাহার করা, তৃপ্তিভরে খাওয়া ১২:১২
رَتْقًا <رتق বন্ধ, বন্ধমুখ, সংযুক্ত, মিলিত ২১:৩১
رَتَّلَ، تَرْتِيلاً <رتل বিশুদ্ধভাবে পড়া, তারতীলের সঙ্গে পাঠ করা, স্পষ্ট ও সুমধুরকণ্ঠে আবৃত্তি করা, শ্রুতিমুগ্ধ হয়ে তেলাওয়াত করা ৭৩:৪
رَجَّ [س]، رَجًّا <رجج কাঁপা, কম্পিত হওয়া, প্রকম্পিত হওয়া, ভূমিকম্প হওয়া ৫৬:৪
رِجْزٌ، رُجْزٌ ص <رجز পাপ, অপবিত্রতা, পঙ্কিলতা, কলুষতা, শাস্তি, বিপদ, মুসীবত, মূর্তি, মূর্তিপূঁজা, অপবিত্র ২:৫৯
رِجْسٌ جل أَرْجَاسٌ <رجس পাপ, অপবিত্রতা, নোংড়া, ময়লা, নাপাক, কলুষ, দুষ্কৃত, শাস্তি, অধম, অনাচার ৫:৯০
رَجَعَ [ض]، رَجْعٌ، رُجْعَى، <رجع مَرْجِعٌ ফিরে আসা, ঘুরে আসা, ফিরানো, ফেরত আসা, ফিরত পাঠানো, প্রত্যাবর্তন করা, আবর্তন করা, রুজু করা, রুজু হওয়া, প্রত্যাগমন করা, পুনর্যাত্রা করা ৫০:৩
أَرْجَعَ ফিরিয়ে আনা, ফেরত পাঠানো, পেশ করা, ফিরানো, প্রত্যাহার করা, রুজু করা ২:২৮
تَرَاجَعَ প্রত্যাহার করে নেওয়া, রজয়াত করা, স্ত্রীকে ফিরিয়ে নেওয়া, পুনর্বিবাহ করা, পরস্পরের কাছে যাতায়াত করা, পুনর্যাত্রা করা ২:২৩০
رَاجِعٌ প্রত্যাবর্তনশীল, প্রত্যাবর্তনকারী ২:৪৬
مَرْجِعٌ প্রত্যাবর্তন, আবর্তন, ফিরে আসা, প্রত্যাবর্তনস্থল, আশ্রয়স্থল, আবর্তনস্থল ৩:৫৫
رَجَفَ [ن] <رجف কাঁপা, প্রকম্পিত হওয়া, ভূমিকম্প হওয়া, থরথর করা, কাঁপানো, প্রকম্পিত করা ৭৯:৬
الرَّاجِفَةُ প্রকম্পণকারী, কাঁপানিয়া, কম্পমান, কম্পনশীল, শিঙার প্রথম ফুৎকার ৭৯:৬
الرَّجْفَةُ প্রকম্পণ, ভূমিকম্প ৭:৭৮
مُرْجِفٌ রোমাঞ্চকর গুজব রটনাকারী, গুজব রটনাকারী ৩৩:৬০
رَجُلٌ ج رِجَالٌ <رجل মানুষ, মানব, লোক, ব্যক্তি, মানবজাতি, পুরুষ, নর, নরকুল, প্রাপ্তবয়স্ক পুরুষ ৪:৭
رِجْلٌ ج أَرْجُلٌ পা, পদ, কদম, চরণ ৫:৬
رَجِلٌ পদাতিক সৈন্য, পদব্রজী বাহিনী, পদযাত্রী সৈন্যদল ১৭:৬৪
رَجَمَ [ن]، رَجْمًا <رجم পাথর মারা, প্রস্তর নিক্ষেপ করা, রজম করা, প্রস্তরাঘাতে হত্যা করা, পাথর মেরে হত্যা করা ১১:৯১
رَجْمًا بِالغَيب আন্দাজে ঢিল ছোড়া, অনুমানে কথা বলা ১৮:২০
رُجُومٌ নিক্ষেপ করার পাথর, নিক্ষিপ্ত পাথর, উল্কা, ক্ষেপণাস্ত্র ৬৭:৫
رَجِيمٌ، مَرْجُوم প্রস্তরাঘাত খাওয়া, প্রস্তর নিক্ষিপ্ত, শয়তান, অভিশপ্ত, বিতাড়িত, রজমকৃত, প্রস্তরাঘাতে হত্যাকৃত ৩:৩৬, ২৬:১১৬
رَجَى [ن] <رجو আশা করা, কামনা করা, আকাঙ্ক্ষা করা, বাসনা করা, প্রত্যাশা করা, সাধ জাগা, শখ করা, ইচ্ছা করা ১০:৭
أَرْجَى আশা দিয়ে রাখা, বিলম্বিত করা, ঢিল দেওয়া, অবকাশ দেওয়া, শিথিল করা, সুযোগ দেওয়া, স্থগিত রাখা, মুলতুবি রাখা, দূরে রাখা ৩৩:২১
مَرْجُوًّا প্রত্যাশিত, কাক্সিক্ষত ব্যক্তি, বাঞ্ছিত, অভীষ্ট, উদ্দিষ্ট ১১:৬২
مُرْجًى আশান্বিত, প্রতীক্ষিত, আশার আলো, বিলম্বিত ৯:১০৬
أَرْجَاءٌ و رَجًا কিনারা, প্রান্ত, পার্শ¦দেয়াল ৬৯:১৭
رَحُبَ [ك] <رحب বিস্তৃত হওয়া, প্রশস্ত হওয়া, সুবিস্তীর্ণ হওয়া, চওড়া হওয়া, বিশাল হওয়া, সুবিশাল হওয়া, সুপরিসর হওয়া, মস্তবড় হওয়া, বিরাট হওয়া, স্বাগতম জানানো, খোশ আমদেদ জানানো, অভ্যার্থনা দেওয়া ৯:২৫
مَرْحَبًا প্রশস্ত স্থান, মহাস্থান, অভিনন্দনকেন্দ্র, অভ্যার্থনাকক্ষ ৩৮:৫৯
رَحِيقٌ ص <رحق বিশুদ্ধ পানীয়, খাঁটি শরাব, নির্র্ভেজাল সুরা ৮৩:২৫
رَحْلٌ ج رِحَالٌ <رحل রসদপত্র, মালপত্র, বোঝা, থলি, শস্যের বস্তা ১২:৭০
رِحْلَة সফর করা, পর্যটন, বাণিজ্যিক ভ্রমণ, কাফেলা ১০৬:২
رَحِمَ [س]، رَحْمَةً، رُحْمًا، مَرْحَمَةٌ <رحم দয়া করা, অনুগ্রহ করা, রহম করা, অনুকম্পা করা, করুণা করা, কৃপা করা, রহমত দেওয়া, মমতা করা, মায়া করা, মেহেরবাণী করা, ভালোবাসা, আন্তরিক হওয়া ১৮:৮১
أَرْحَمُ সর্বাধিক দয়ালু, অধিক দয়াবান, অতি দয়ালু, সর্বাধিক কৃপাশীল ৭:১৫১
أَرْحَمُ الراحِمين সর্বশ্রেষ্ঠ দয়ালু, দয়ালুদের দয়াল, সর্বশ্রেষ্ঠ মেহেরবান ৭:১৫১
الرَّاحِمُ দয়াকারী, কৃপাকারী ১২:৬৪
رَحِيمٌ ج رُحَمَاءُ، رَحْمنٌ রহীম, রহমান, দয়ালু, দরদী, দয়াল, সদয়, দয়াবান, দয়াপরবশ, সদাশয়, কৃপাময়, করুণাময়, পরম করুণাময়, অসীম দয়ালু, নিতান্ত দয়াশীল ৪৮:১৪
أَرْحَامٌ و رِحْمٌ করুণার পাত্র, মাতৃগর্ভ, জরায়ু, গর্ভাশয়, গর্ভকোষ, গর্ভজ, গর্ভজাত আত্মীয়, আত্মীয়স্বজন, আত্মীয়তা ৩:৬
رُخَاءٌ <رخو মৃদুভাব, আলতোভাব, কোমলতায়, নরমভাবে, আরগোছে ৩৮:৩৬
رِدْءٌ جل أَرْدَاءُ <ردأ সাহায্যকারী, সহকারী, সহায়ক, সহযোগী, সাহায্যার্থে ২৮:৩৬
رَدَّ [ن]، رَدٌّ، مَرَدٌّ <ردد ফিরত দেওয়া, ফেরত পাঠানো, প্রত্যাখ্যান করা, ফিরিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, প্রত্যাহার করা, ফিরিয়ে নেওয়া, জবাব দেওয়া, রদ করা, রোধ করা, প্রতিরোধ করা, প্রতিহত করা, খণ্ডন করা, অর্পণ করা, সোপর্দ করা, ফিরিয়ে আনা, প্রত্যাবর্তন করা ২:১০৯
تَرَدَّدَ ফিরতে থাকা, ঘুরপাক খাওয়া, ইতস্তত করা, দ্বিধা করা ৯:৪৫
ارْتَدَّ ফিরা, ঘোরা, ফিরে যাওয়া, পশ্চাতে ফিরা, মুরতাদ হওয়া, ধর্মত্যাগ করা, উল্টা চলা, পূর্বাবস্থায় ফিরে আসা, প্রত্যাবর্তন করা ১২:৯৬
رَادٌّ ফিরতদাতা, রদকারী, অপসারণকারী, দূরকারী, প্রত্যাহারকারী, প্রত্যার্পণকারী, অর্পণকারী ১৬:৭১
مَرَدٌّ প্রতিহতকারী, দূরকারী, অপসারণকারী, প্রত্যাবর্তনস্থল, পরিণাম ১৩:১১
مَرْدُودٌ ফেরতযোগ্য, প্রত্যাবর্তনীয়, অপসারণীয়, অপসারিত, প্রতিহত ১১:৭৬
غَيْر مَرْدُودٍ অফেরতযোগ্য, অপ্রতিহত, অনিবার্য ১১:৭৬
رَدِفَ [س] <ردف সহগামী হওয়া, সহগামী হওয়া, অনুসরণ করা, পরবর্তীতে আসা, পরপর আসা ২৭:৭২
الرَّادِفَةُ অনুগামী, পরবর্তী, পশ্চাদ্বর্তী, শিঙ্গার দ্বিতীয় ফুৎকার ৭৯:৭
مُرْدِفٌ অনুগামী, ক্রমাগত অবতরণকারী ৮:৯
رَدْمٌ جل رُدُوْمٌ <ردم অটল প্রাচীর, সুদৃঢ় প্রাচীর, মজবুত দেয়াল ১৮:৯৫
رَدِيَ [س]، تَرَدَّى <ردي অকেজো হওয়া, অচল হওয়া, পতন ঘটা, পড়ে যাওয়া, পতিত হওয়া, ভূপাতিত হওয়া, ধ্বংস হওয়া, বিনাশ হওয়া ২০:১৬
أَرْدَى অকেজো করা, অচল করা, পতন ঘটানো, ফেলে দেওয়া, পতিত করা, ভূপাতিত করা, ধ্বংস করা, বিনাশ করা ৪১:২৩
الْمُتَرَدِّيَةُ পতনে মরা পশু, ভূপাতিতপশু ৫:৩
أَرْذَلُ ج أَرْذَلُونَ، أَرَاذِلُ <رذل সর্বাধিক হীন, নিশ্চল, অক্রিয়াশীল, অকর্মণ্য, অথর্ব, দুঃসময়, অচলাবস্থা ১১:২৭
أَرْذَل العُمر অকর্মণ্য বয়স, বয়সের দুঃসময়, নিষ্ক্রিয় বয়স, বর্ষীয়াণ, থুড়থুড়ে বুড়ো, থুত্থুড়ে, খুনখুনে, অচলবয়সী, শেষবয়সী, জরাগ্রস্ত ১১:২৭
رَزَقَ [ن] <رزق রিজিক দেওয়া, খাওয়ানো, খোরাক দেওয়া, আহার্য দেওয়া, রুজি দেওয়া, অন্ন দেওয়া, খাবার দেওয়া, খানা খাওয়ানো, ভোগ্যবস্তু দেওয়া, রসদ দেওয়া, ধনসম্পদ দেওয়া ২:৩
رِزْقٌ جل أَرْزَاقٌ রিজিক, উপভোগ্যবস্তু, ভোগ্যবস্তু, খানা, খাদ্য, আহার্য, রুজি, বৃষ্টি, সম্পদ ৮:৪
الرَّازِقُ রিজিকদাতা, আহার্যদাতা ৫:১১৪
خَيْر الرَّازِقِينَ সর্বোত্তম রিজিকদাতা, সর্বশ্রেষ্ঠ আহার্যদাতা ৫:১১৪
الرَّزَّاقُ সর্বাধিক রিজিকদাতা, সর্বোত্তম রিজিকদাতা, সর্বশ্রেষ্ঠ আহার্যদাতা ৫১:৫৮
رَاسِخٌ <رسخ সুদক্ষ, পণ্ডিত, পারদর্শী, সুগভীর, বিশেষজ্ঞ, বিচক্ষণ ৩:৮
الرَّسُّ <رسس রস: উপত্যকার নাম, খনি, পুরাতন এক কূপের নাম ২৫:৩৮
أصْحَاب الرَّسِّ রস-অধিবাসী ২৫:৩৮
أَرْسَلَ <رسل পাঠানো, প্রেরণ করা, রসূল প্রেরণ করা, দূত পাঠানো, রিসালাত দেওয়া, নবী বানানো ২:১১৯
رَسُولٌ ج رُسُلٌ রসূল, নবী, পয়গাম্বর, প্রেরিতপুরুষ, দূত, ফেরেশতা, বার্তাবাহক, সংবাদবাহক, ধর্মপ্রচারক, মুখপাত্র ২:৮৭
رِسَالَة রিসালাত, নবুওয়াত, পয়গাম, বার্তা, সংবাদ, মুখপত্র, সংবাদপত্র, পুস্তিকা, বার্তাবহনের দায়িত্ব ৫:৬৭
مُرْسَلٌ ج، مث الْمُرْسَلاَتِ রসূল, নবী, দূত, প্রেরিত, প্রেরিত পুরুষ, প্রেরিত বায়ু, প্রেরিত ফেরেশতা ৭:৫৯
مُرْسِلٌ مث مُرْسِلَةٌ প্রেরক, প্রেরণকারী ৩৫:২
أَرْسَى <رسو পোঁতা, প্রোথিত করা, গেড়ে দেওয়া, মজবুত করা, পেরেক মারা, স্থাপিত করা, স্থির করা, জলযান নোঙ্গর করা, কায়েম করা, অটল বানানো ৭৯:৩২
مُرْسَا স্থিরতা, স্থিতি, স্থাপন, নোঙ্গর, কায়েম, অনুষ্ঠান, নির্ধারিত সময় ৭৯:৪২
رَوَاسِيَ، رَاسِيَاتٍ و رَاسِيَةٌ স্থিরক, স্থিরকারী পাহাড় পর্বত, অনঢ়পাহাড়, সুদৃঢ় পর্বতমালা, কম্পনরোধক পর্বতমালা ১৩:৩
رَشَدَ [ن] <رشد হেদায়াত লাভ করা, হেদায়াত পাওয়া, সৎপথে চলা, দিশা পাওয়া, সুপথপ্রাপ্ত হওয়া ২:১৮৬
رُشْدٌ، رَشَادٌ مص হেদায়াত, সৎপন্থা, ন্যায়পন্থা, ধর্মপথ, দিশাপ্রাপ্তি, জ্ঞান, পূর্ণজ্ঞান, সঠিকজ্ঞান, বয়োপ্রাপ্তি, বুদ্ধি, সাবলকত্ব ৪০:২৯
رَاشِدٌ হেদায়াত লাভকারী, সৎপথ অবলম্বনকারী, হেদায়াতপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত ৪৯:৭
رَشِيدٌ হেদায়াতপ্রাপ্ত, ন্যায়পন্থী, নীতিবান, নীতিনিষ্ঠ, আদর্শবান, ভদ্র, সুপথে পরিচালিত, সঠিক, ন্যায্য, উচিত ১১:৭৮
مُرْشِد পথপ্রদর্শক, দিশারী, হেদায়াতকারী, পথের দিশা ১৮:১৭
رَصَدٌ جل أَرْصَادٌ <رصد সীমান্তপ্রহরী, সতর্কপ্রহরী, পাহারাদার, চৌকিদার, ওঁত পেতে রাখা উল্কাপিণ্ড, প্রহরা ৭২:৯
إِرْصَادًا، مَرْصَدٍ، مِرْصَادًا পুলসিরাত, জাহান্নামের সীমান্ত, জাহান্নামের প্রহরাঘাঁটি, ওঁত পেতে বসে থাকার ঘাঁটি ৯:১০৭
مَرْصُوصٌ <رصص সিসাঢালা, বুলেটপ্রুফ, সুদৃঢ়, সজবুত, বজ্রকঠিন, লৌহবৎ, অটল, অবিচল ৬১:৪
أَرْضَعَت <رضع স্তন্যপান করানো, দুগ্ধপান করানো, স্তন্যদান করা, দুধমা হওয়া, ধাইমা হওয়া ২২:২
اسْتَرْضَعَ ধাত্রী নিযুক্ত করা, দুধপান করিয়ে নেওয়া, ধাত্রী রাখা ২:২৩৩
الرَّضَاعَةَ স্তন্যদান করা, দুগ্ধপানের মেয়াদ ২:২৩৩
مُرْضِعَة স্তন্যদানকারিণী, ধাত্রী, ধাইমা, মা, মাতা, জননি, দুধমা, দুুধমাতা ২২:২
الْمَرَاضِع দুধপানের স্থান, স্তন্য, ধাত্রী, ধাইমা, দুধমা, দুগ্ধদাত্রী ২৮:১২
رَضِيَ [س]، رِضْوَان <رضي রাজি হওয়া, তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া, সম্মত হওয়া, তৃপ্ত হওয়া, খুশি হওয়া, সুপ্রীত হওয়া, অভিপ্রায় জানানো, সায় দেওয়া ৫:৩
أَرْضَى রাজি করা, তুষ্ট করা, সন্তুষ্ট করা, তৃপ্ত করা, খুশি করা, সম্মতি দেওয়া, স্বীকৃতি দেওয়া, সমর্থন করা ৯:৮
تَرَاضَى، تَرَاضٍ আপোশ করা, অনুমোদন করা, পরস্পরে রাজি হওয়া, পরস্পরে সম্মত হওয়া ৪:২৪
ارْتَضَى রাজি হওয়া, পছন্দ করা, অনুমতি দেওয়া, সন্তুষ্ট হওয়া ২১:২৭
رَاضِيَةٌ সন্তুষ্টচিত্ত, আত্মতুষ্ট, সন্তুষ্ট, খুশি, সুখী, আনন্দময়, আনন্দঘন, বিনোদনপূর্ণ, সানন্দ, উৎফুল্ল ৬৯:২১
رَضِيًّا، مَرْضِيًّا، مَرْضِيَّةً সন্তোষভাজন, পছন্দনীয়, মনোরম, আহ্লাদিত, অনুমোদিত ৮৯:২৮
رِضْوَانٌ، مَرْضَاتَ সন্তুষ্টি, সন্তোষ, সম্মতি, রেজামন্দি, অনুমোদন, অভিপ্রায় ৩:১৫
رَطْبٌ جل رِطَابٌ <رطب তরতাজা, রসাল, টাটকা, আদ্রবস্তু ৬:৫৯
رُطَبٌ جل أَرْطَابٌ রসাল খেজুর, টাটকা পক্ক খেজুর ১৯:২৫
رُعْبٌ مص<رعب ভয়, আতঙ্ক, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, প্রতাপ, দাপট, মহিমা ৮:১২
رَعْدٌ جل رُعُوْدٌ <رعد র‘দ: মেঘচালনাকারী ফেরেশতার নাম, বজ্র, অশনি, বজ্রধ্বনি, গর্জন, মেঘগর্জন, বজ্রনির্ঘোষ ২:১৯
رَعَى [ف]، رِعَايَة <رعي লক্ষ্য রাখা, রক্ষণাবেক্ষণ করা, তত্ত্বাবধান করা, যত্ন নেওয়া, চরানো ৫৭:২৭
رَاعٍ ج رَاعُونَ، رِعَاءٌরক্ষক, রাখাল, রক্ষণাবেক্ষণকারী, অভিভাবক, পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক ২:১০৪
الْمَرْعَى চারণভূমি, চারণক্ষেত্র, ঘাস, তৃণাদি, লতাপাতা ৮৭:৪
رَغَبَ [ف]، رَغَبًا <رغب আগ্রহ করা, সাধ করা, ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, আশা করা, অভিলাষ করা, অভিপ্রায় করা, স্পৃহা করা, কামনা করা, প্রত্যাশা করা, চাওয়া, পছন্দ করা ৯৪:৮
رَغَبَ عن অনাগ্রহী হওয়া, নিঃস্পৃহ হওয়া, অনীহ হওয়া, বিতৃষ্ণ হওয়া ২:১৩০
رَاغِبٌ আগ্রহী, আশাবাদী, আকাঙ্ক্ষী , আশাবাদী, আকৃষ্ট ৯:৬৯
رَاغِبٌ عن অনাগ্রহী, বিতৃষ্ণ, বিমুখ, নিঃস্পৃহ ১৯:৪৬
رَغَدًا ص <رغد প্রচুর পরিমাণে, পর্যাপ্ত, তৃপ্তিভরে, যথেষ্ট ২:৩৫
مُرَاغَمٌ <رغم ধূলি, স্থান, আশ্রয়স্থল, হিজরতভূমি, প্রবাসালয়, পরদেশ, পরভূমি, ভিন্নস্থান, অন্যত্র ৪:১০০
رُفَاتٌ <رفت চূর্ণবিচূর্ণ, ঝুরিঝুরি, ঝুরঝুরে, ছাতুছাতু, গুড়াগুড়া ১৭:৪৯
رَفَثٌ مص <رفث অশ্লীলতা, স্ত্রীসম্ভোগ, সহবাস, সঙ্গম ২:১৮৭
رِفْدٌ جل رُفُوْدٌ <رفد উপঢৌকন, নিবেদন, সাহায্য, প্রতিফল, উপহার, পুরস্কার, ইনাম ১১:৯৯
مَرْفُودٌ উপহারযোগ্য, অর্পণীয়, নিবেদনীয়, নিবেদনযোগ্য, নৈবেদ্য, নিবেদ্য ১১:৯৯
رَفْرَفٌ جل رَفَارِفُ <رفرف রফরফ: বালিশ ও কোমল গদির মসনদ ৫৫:৭৬
رَفَعَ <رفع উঠানো, উঁচু করা, সুউচ্চ করা, উত্তোলন করা, উপরে তোলা, উন্নত করা, উন্নিত করা, উচ্চাসনে বসানো, গৌরবান্বিত করা, শ্রেষ্ঠত্ব দেওয়া, মর্যাদা দেওয়া, মর্যাদাবান করা ২:২৫৩
رَافِعٌ مث رَافِعَةٌ উচ্চকারী, উঁচুকারী, উন্নিতকারী, উত্তোলনকারী, সমুন্নতকারী, মর্যাদাদাতা, পদমর্যাদাদানকারী ৩:৫৫
رَفِيعٌ সমুন্নতকারী, উন্নতকারী ৪০:১৫
مَرْفُوعٌ مث مَرْفُوعَةٌ উচ্চ, সুউচ্চ, উন্নত, উন্নিত, উত্তোলিত ৫২:৫
رَفِيقٌ جل رُفَقَاءُ <رفق বন্ধু, সখা, বান্ধব, আন্তরিক, আন্তরিকতায়, বন্ধুহিসাবে ৪:৫৯
مِرْفَقٌ ج مَرَافِقُ সাহায্যসূত্র, বন্ধুত্বের মাধ্যম, সহযোগিতার উপায়, কনুই, হাতের কনুই ১৮:১৬
مُرْتَفَقٌ সাহায্যের স্থান, আশ্রয়, বিশ্রামাগার ৫:৬
رَقَبَ [ن]، تَرَقَّبَ، ارْتَقَبَ <رقب অপেক্ষা করা, প্রতীক্ষা করা, নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা, দৃষ্টিনিবদ্ধ করা, তীক্ষ্নদৃষ্টি রাখা, লক্ষ করা, অবলোকন করা, গ্রাহ্য করা, ভ্রুক্ষেপ করা, রক্ষা করা ৯:৮
رَقِيبٌ جل رُقَبَاءُ অপেক্ষমাণ, নিরীক্ষক, পর্যবেক্ষক, অপেক্ষমাণ প্রহরী, সতর্ক প্রহরী, রকীব: আল্লাহর নাম ৪:১
مُرْتَقِبٌ অপেক্ষমাণ, প্রতীক্ষমাণ ৪৪:৫৯
رَقَبَة ج رِقَابٌ ঘাড়, গরদান, গ্রীবা, কন্ধর, শিরোধি, দাস, ক্রীতদাস, গোলাম, বাঁদী, দাস-দাসী ৪:৯২
رُقُودٌ و رَاقِدٌ <رقد ঘুমন্ত, নিদ্রিত, নিদ্রামগ্ন, নিদ্রাচ্ছন্ন, ঘুমকাতর ১৮:১৮
مَرْقَدٌ নিদ্রালয়, শয়নকক্ষ, কবর, সমাধি, কবরস্থান, চিরশয্যা, বিছানো, শয্যা ৩৬:৫২
رَقٌّ جل رُقُوْقٌ <رقق কাগজ, চামড়ার কাগজ, চর্মপত্র ৫২:৩
رَقٍّ منشور প্রসারিত চর্মপত্র, লাওহে মাহফুজ ৫২:৩
الرَّقِيمِ <رقم লিখিত ফলক, প্রস্তরে খোদিত বিবরণ, রকীম: এক স্থানের নাম ১৮:৯
مَرْقُومٌ লিখিত, প্রস্তরে লিখিত, খোদাইকৃত ফলক, লিপিফলক, , শিলালিপি ৮৩:৯
رَقِيَ [س]، رُقِيٌّ، إرْتَقَى <رقي আরোহণ করা, উর্ধ্বারোহণ করা, চড়া, উপরে ওঠা ১৭:৯৩
رَاقٍ ঝাড়ফুঁককারী, ওঝা, মন্ত্রপাঠক, চিকিৎসক, ডাক্তার ৭৫:২৭
التَّرَاقِيُ و تَرْقُوَةٌ গলার হাড়, কণ্ঠাস্থি, কণ্ঠনালী, শ্বাসনালীর উপরের অংশ ৭৫:২৬
رَكِبَ [س] <ركب আরোহণ করা, চড়া, চেপে বসা, সোয়ার হওয়া, বাহন বানানো ২৯:৬৫
رَكَّبَ গঠন করা, বিন্যস্ত করা, জোড়া দেওয়া, অঙ্গ মিলানো ৮২:৮
مُتَرَاكِبٌ সংযুক্ত, মিলিত, যুগ্ম, বিজড়িত ৬:৯৯
رَكْبٌ جل رُكُوْبٌ؛ رُكْبَانٌ و رَاكِبٌ আরোহী, আরোহণকারী, যাত্রী, সোয়ার, যাত্রীদল, কাফেলা ৮:৪২
رِكَابٌ، رَكُوبٌ বাহন, আরোহণের উট, আরোহণী ৫৯:৯
رَوَاكِد و رَاكِدٌ <ركد অচল, স্থির, নিশ্চল, অবরুদ্ধ, গতিহীন, শ্রোতহীন, নিথর ৪২:৩৩
رِكْزٌ <ركز মৃদুস্বর, সাড়াশব্দ, অনুচ্চকণ্ঠ, ক্ষীণকণ্ঠ, স্বল্পাওয়াজ, ভনভনানি ১৯:৯৮
أَرْكَسَ <ركس ঘুরিয়ে দেওয়া, উল্টে দেওয়া, ফিরানো, রত করা, লিপ্ত করা, নিপতিত করা ৪:৮৮
رَكَضَ <ركض দৌড়নো, দ্রুত চলা, দৌড়ে পালানো, পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া, পা চালানো, পদাঘাত করা, লাথি মারা, পা ফেলা ২১:১২
رَكَعَ [ف] <ركع মাথা ঝোঁকানো, মাথা নোয়ানো, নত হওয়া, রুকু করা, নামাজ পড়া ৭৭:৪৮
رَاكِعٌ ج رُكَّعٌ রুকুকারী, নামাজি, নামাজ আদায়কারী ২:৪৩
رَكَمَ [ن] <ركم একত্র করা, স্তুপীকৃত করা, পুঞ্জিত করা, পুঞ্জীভূত করা, রাশীকৃত করা ৮:৩৭
رُكَامٌ، مَرْكُومٌ পুঞ্জীভূত, একত্র, স্তরে স্তরে সন্নিবেশিত, স্তরবিশিষ্ট ২৪:৪৩
رَكَنَ [ف] <ركن ঝোঁকা, আকৃষ্ট হওয়া, ধাবিত হওয়া ৪:১২
رُكْنٌ جل أَرْكَانٌ যার প্রতি সবাই ঝুঁকে থাকে, স্তম্ভ, খুঁটি, প্রতাপ, ভাবমর্যাদা, ক্ষমতা, সভাসদ, পাত্রমিত্র ১১:৮০
رِمَاحٌ و رُمْحٌ <رمح বর্শা, বল্লভ, বল্লম, নেজা ৫:৯৪
رَمَادٌ جل أَرْمِدَةٌ <رمد ছাই, ভস্ম, ছার, খাক, ছাইপাঁশ ১৪:১৮
رَمْزٌ جل رُمُوْزٌ <رمز ইশারা, আকার, ইঙ্গিত, সঙ্কেত ৩:৪১
رَمَضَانَ <رمض রমজান : হিঃ নবম মাস, রোজার মাস ২:১৮৫
رَمِيمٌ ص <رمم পুরাতন হওয়ার কারণে প্রতিটি জোড়া আলাদা হয়ে খুলে পড়া, ঝুরঝুরে অস্থি, ক্ষয়প্রাপ্ত হাড়, বিগলিত, জীর্ণশীর্ণ, চূর্ণবিচূর্ণ, ঝুরিঝুরি, ঝুরঝুরে, ছাতুছাতু, গুড়াগুড়া ৩৬:৭৮
رُمَّانٌ اج <رمن আনার, ডালিম, দাড়িম্ব, বেদানা ৬:৯৯
رَمَى [ض] <رمي নিক্ষেপ করা. ছুড়ে মারা, আন্দাজে কথা বলা, অপবাদ দেওয়া, দোষারোপ করা ৮:১৭
أَرَاحَ <روح বিকেলে ফিরিয়ে আনা, সন্ধায় ফিরিয়ে আনা ১৬:৬
رَوَاحٌ বিকেল ভ্রমণ, সন্ধায় ভ্রমণ, সান্ধ্যবিহার, বিকালের গতিপথ ৩৪:১২
رَوْحٌ স্বাচ্ছন্দ্য, সুখ, আনন্দ, বিনোদন, দয়া, অনুগ্রহ রহমত, করুণার বায়ু, সুশীতল বায়ু ১২:৮৭
رَيْحَانٌ جل رَيَاحِيْنُ রাইহান ফুল, সুবাস, সুঘ্রাণ, রিজিক ৫৬:৮৯
رُوحٌ جل أَرْوَاحٌ রূহ, আত্ম, প্রাণ, প্রাণশক্তি, মহাপ্রাণ, ওহী, কুরআন, ফেরেশতা ১৭:৮৫
رُوحُ القدس জিবরাইল আলাইহিস সালামের উপাধি, পবিত্রাত্মা ১৬:২
رِيحٌ ج الرِّيَاحُ বাতাস, বায়ু, হাওয়া, সমীরণ, শক্তি, সাহস, শ্বাস ১০:২২
أَرَادَ <رود কামনা করা, চাওয়া, অভিপ্রায় করা, আকাঙ্ক্ষা করা, মনস্থ করা ২:২৬
رَاوَدَ ফুসলানো, অভিপ্রেত করা, ইচ্ছানুরূপ করা, আশাবদ্ধ করা ১২:২৬
رُوَيْدًا ইচ্ছামত চলতে দাও, সুযোগ দাও, অবকাশ দাও ৮৬:১৭
رَوْضَة ج رَوْضَاتٌ <روض বাগান, উদ্যান, কানন, কুঞ্জ, বাগিচা ৩০:১৫
رَوْعٌ مص <روع ভয়, ভীতি, শঙ্কা, ত্রস্ততা ১১:৭৪
رَاغَ [ن] <روغ গোপনে প্রবেশ করা, চুপিসারে প্রবেশ করা, যাওয়া, ঢোকা, গোপনে আক্রমণ করা, হানা দেওয়া, ঝাপিয়ে পড়া ৩৭:৯১
الرُّومُ <روم রোম নগরী, ইটালির রাজধানী, রোমান, ইটালিয়ান, গ্রীক ৩০:২
رَهَبَ [ف] <رهب ভয় করা, ভয় পাওয়া, পরোয়া করা ২:৪০
أَرْهَبَ، اسْتَرْهَبَভয় দেখানো, ভীতিপ্রদর্শন করা, হুমকি দেওয়া, ত্রাস সৃষ্টি করা, ভীত বানানো ৮:৬০
رَهْبٌ، رَهْبَةٌ، رَهَبٌ مص ভয় করা, আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা, উচাটন ২৮:৩২
رُهْبَانٌ و رَاهِبٌ গম্ভীর, খৃষ্টান তপস্বী, বিশপ, রাহিব, পাদ্রী, তাপস, সন্ন্যাসী, বৈরাগী, বিরাগী, সংসারত্যাগী, যোগী, ঋষি, মুনি, সাধু ৫:৮২
رَهْبَانِيَّةٌ বৈরাগ্য, সর্বত্যাগ, তাপস্য, উপরতি ৫৭:২৭
رَهْطٌ جل أَرْهَاطٌ <رهط পরিবার, সম্প্রদায়, দল, জামাত, জনসমষ্টি ১১:৯১
رَهَقَ [ف] <رهق আচ্ছন্ন করা, আবৃত করা, ছেয়ে ফেলা, পেয়ে বসা, আপতিত হওয়া ১০:২৬
أَرْهَقَ বিপদে ফেলা, বিপদগ্রস্ত করা, আপতিত করা, কঠোরতা করা, বাড়াবাড়ি করা ১৮:৭৩
رَهَقًا বিপদাচ্ছন্ন হওয়া, বিপদ, জুলুম, অন্যায় ৭২:৬
رَهِينٌ، رَهِينَةٌ <رهن রেহান, আবদ্ধ, বন্ধক, বন্ধকী, রেহানাবদ্ধ, জামিন, দায়িত্বশীল, দায়ী, পণবন্দী, বন্ধকস্বরূপ ৫২:২১
رِهَانٌ و رِهْنٌ বন্ধক রাখা, বন্ধক, জামিন, বন্ধকী সম্পদ ২:২৮৩
رَهْوٌ مص <رهو শান্ত, নিশ্চল, স্থির, নিস্তরঙ্গ, তরঙ্গহীন ৪৪:২৪
ارْتَابَ <ريب সন্দেহ করা, সন্দেহে পড়া, সন্দিহান হওয়া, দ্বিধাগ্রস্ত হওয়া, সন্দিগ্ধ হওয়া, সংশয়ান্বিত হওয়া ২৯:৪৮
رَيْبٌ، رِيبَةً সন্দেহ, সংশয়, অবিশ্বাস, সন্দিগ্ধতা, অস্পষ্টতা, ধাঁধা ২:২
مُرِيبٌ দ্বিধাসৃষ্টিকারী, সন্দিহানকারী, সন্দিগ্ধকারী, সন্দেহসৃষ্টিকারী, সংশয়াপন্নকারী, সন্দেহজাগ্রতকারী ১১:৬২
مُرْتَابٌ সন্দেহকারী, সংশয়ী, সন্দিহান ৪০:৩৪
رِيشٌ جل رِيَاشٌ <ريش সৌন্দর্যের পোশাক, সাজসজ্জার বস্ত্র, সম্পদ, সৌন্দর্য, জামজমকতা, জৌলুশতা, আড়ম্বরতা ৭:২৬
رِيعٌ و رِيْعَةٌ <ريع টিলা, পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চস্থান ২৬:১২৮
رَانَ [ض] <رين মরিচা ধরানো, জং ধরানো, ঘুনে ধরানো, কলুষিত করা ৮৩:১৪
زَبَدٌ جل أَزْبَادٌ <زبد ফেনা, গাদ, গ্যাঁজলা, গাঁজ, কাইট ১৩:১৭
زَبُورٌ ج زُبُرٌ<زبر জাবুর: দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব, ফলকে লিখিত কিতাব, গ্রন্থ, পুস্তক ২১:১০৫
زُبُرٌ و زُبْرَةٌ টুকরা টুকরা, খণ্ড খণ্ড, খণ্ডবিখণ্ড, দল ২৩:৫৩
زُبَرٌ و زُبْرَةٌ লোহার পাত, লৌহখণ্ড ১৮:৯৬
الزَّبَانِيَةَ <زبن জাহান্নামের ফেরেশতা, শাস্তির ফেরেশতা ৯৬:১৮
زُجَاجَةٌ جل زُجَاجٌ <زجج কাঁচ, কাচ, শিশা ২৪:৩৫
ازْدَجَرَ <زجر ধমক দেওয়া, ধমকি দেওয়া, ঝাড়ি মারা ৫৪:৯
مُزْدَجَرٌ ধমক, ধমকি, তিরস্কার, উপদেশ, ধমকির জায়গা ৫৪:৪
زَجْرٌ، زَجْرَةٌ ধমক, একধমক, সতর্ক করা ৩৭:২
الزَّاجِرَاتِ সতর্ককারী, ধমকদাতা, প্রতিরোধকারী ৩৭:২
أَزْجَى <زجو চালানো, চালিত করা, পরিচালনা করা ১৭:৬৬
مُزْجَاةٌ অল্প, অপর্যাপ্ত, সামান্য, নগণ্য, অচলমুদ্রা ১২:৮৮
زَحْزَحَ <زحزح অপসারণ করা, বিদূরণ করা, অপসারিত হওয়া ৩:১৮৫
مُزَحْزِحٌ অপসারণকারী, বিদূরণকারী ২:৯৬
زَحْفٌ جل زُحُوْفٌ <زحف যুদ্ধ, রণাঙ্গন ৮:১৫
زُخْرُفٌ جل زَخَارِفُ <زخرف সজ্জিত, অলঙ্কৃত, স্বর্ণখচিত, স্বর্ণের, সোনালী ৬:১১২
زَرَابِيُّ و زرْبِيَّةٌ <زرب গালিচা, কার্পেট, মখমল ৮৮:১৬
زَرَعَ [ف] <زرع চাষাবাদ করা, ফসল ফলানো, বীজ বপন করা, রোপণ করা ১২:৪৭
زَارِعٌ، زُرَّاع চাষী, কিষাণ, বপনকারী, কৃষক ৪৮:২৯
زَرْعٌ ج زُرُوعٌ চাষাবাদ, কৃষি আবাদ, ক্ষেত, শস্যক্ষেত, ফসল, শস্য ১৩:৪
زُرْقٌ جل أَزْرَقٌ <زرق নীলচোখবিশিষ্ট, দৃষ্টিহীন, অন্ধাবস্থা ২০:১০২
ازْدَرَى <زري ঘৃণা করা, তুচ্ছ ভাবা, তাচ্ছিল্য করা, লাঞ্ছিত মনে করা ১১:৩১
زَعَمَ [ن]، زَعْمٌ <زعم ধারণা করা, মনে করা, অনুমান করা, দাবি করা, বলা ৬:২২
زَعِيمٌ جل زُعَمَاءُ দায়িত্বশীল, জিম্মাদার, দায়ীক, ভার গ্রহণকারী ১২:৭২
زَفِيرٌ مص <زفر দীর্ঘ নিঃশ্বাস, আর্তনাদ, কাতরকণ্ঠ, কাতরানি ১১:১০৬
زَفَّ [ض] <زفف দৌড়ানো, তরা করা ৩৮:৯৪
زَقُّومٌ <زقم জাক্কুম: জাহান্নামের বিস্বাদ তিক্তফলের কণ্টকাকীর্ণ বিষাক্ত গাছ ৩৭:৬২
زَكَرِيَّا <زكر জাকারিয়া আলাইহিস সালাম ৩:৩৭
زَكَى [ن]، زَكَاةً، تَزَكَّى، ازَّكَّى <زكي পবিত্র হওয়া, জাকাত দেওয়া, শোধিত হওয়া ২৪:২১
زَكَّى পবিত্র করা, সংশোধিত করা, আত্মশুদ্ধি করা, নিষ্পাপ দাবি করা, নিষ্কলুষ মনে করা, কলঙ্কমুক্ত ভাবা, সংশোধিত মনে করা ৯১:৯
أَزْكَى বিশুদ্ধতর, বিশুদ্ধকারক, পবিত্রকারক, শুদ্ধতর, অধিক শুদ্ধিকর, অতিপূত, অধিক পবিত্র ২:২৩২
زَكِيٌّ مث زَكِيَّةً পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষ ১৯:১৯
الزَّكَاة جل زَكَوَاتٌ পবিত্রতা, জাকাত, মালের পবিত্রতা, সম্পদের শোধনী ২:৪৩
زَلْزَلَ، زِلْزَالٌ، زَلْزَلَة <زلزل কম্পন হওয়া, ভূকম্পন হওয়া, ভূমিকম্প হওয়া, ভূস্পন্দন হওয়া, প্রকম্পিত হওয়া ২২:১
أَزْلَفَ <زلف নিকটবর্তী করা, কাছে আনা, ঘনীভূত করা ২৬:৬৪
زُلْفَةً ج زُلَفٌ প্রথমাংশ, শুরুভাগ, সূচনালগ্ন, নিকটবর্তী সময় ৬৭:২৭
زُلْفَى অধিক নিকটবর্তী, নৈকট্য, পদমর্যাদা ৩৪:৩৭
أَزْلَقَ <زلق পিছলে ফেলে দেওয়া, বদনজর লাগানো, পদস্খলিত করা ৬৮:৫১
زَلَقٌ مص পিচ্ছিলভূমি, মরুভূমি, বৃক্ষলতাহীন জমিন ১৮:৪০
زَلَّ [ض] <زلل পিছলে পড়া, পদস্খলিত হওয়া ২:২০৯
أَزَلَّ পদস্খলিত করা, পিছলে ফেলা ২:৩৬
اسْتَزَلَّ পদস্খলন কামনা করা, ফেলতে চাওয়া ৩:১৫৫
أَزْلاَمٌ و زَلَمٌ <زلم তীর, ভাগ্য, ভাগ্যতীর ৫:৩
زُمَرٌ و زُمْرَةٌ <زمر দলেদলে, বহুদলে, জামাতবদ্ধভাবে ৩৯:৭১
مُزَّمِّلٌ <زمل চাদর মুড়িয়ে শয়নকারী, আবরণে ঢাকা, আবৃত, চাদরাবৃত, বস্ত্রাবৃত ৭৩:১
زَمْهَرِيرٌ <زمهر শৈত্যপ্রবাহ, প্রচণ্ড শীত, কনকনে শীত ৭৬:১৩
زَنجَبِيلٌ <زنجبل জানজাবিল: জান্নাতের নহর, শুকনো আদা, শুষ্কাদ্র, আদার শুঁঠ, আদ্রক ৭৬:১৭
زَنِيمٌ <زنم জারজ সন্তান, পিতৃপরিচয়হীন, হারামজাদা, কুখ্যাত, অপবাদগ্রস্ত, নিন্দিত ৬৮:১৩
زَنَى [ض]، الزِّنَى <زني ব্যভিচার করা, জেনা করা, অপমিলন ১৭:৩২
الزَّانِي مث الزَّانِيَةُ ব্যভিচারী, জেনাকারী, ব্যভিচারিণী, বেশ্যা, গণিকা, বারাঙ্গনা ২৪:২
زَوَّجَ <زوج জোড়া মিলানো, যুগল বানানো, মিলন ঘটানো, বিবাহ করানো, শাদি দেওয়া, বিয়ে দেওয়া ৩৩:৩৭
زَوْجٌ ج أَزْوَاجٌ জোড়া, একজোড়া, একরকম, যুগল, দম্পতি, স্বামী-স্ত্রী, পতিপত্নী, সঙ্গিনী, সহধর্মিণী, স্ত্রী, অপ্সরা ৪:২০
تَزَوَّدَ <زود পাথেয় নেওয়া, পথখরচা নেওয়া ২:১৯৭
زَادٌ جل أَزْوَادٌ، أَزْوِدَةٌ পাথেয়, পথখরচা, পথের সম্বল ২:১৯৭
زَارَ [ن] <زور যিয়ারত করা, সাক্ষাত করা, দেখা, দেখতে পাওয়া ১০২:২
تَزَاوَرَ পাশ কেটে যাওয়া, মোড় নেওয়া, বাঁকা হয়ে যাওয়া, বাঁকিয়ে যাওয়া, ঘুরে যাওয়া ১৮:১৭
زُورٌ ص মিথ্যা কথা, অসত্য কথা, বানাওয়াট ২২:৩০
زَالَ [ن]، زَوَالٌ <زول স্থানচ্যুত হওয়া, সরে যাওয়া, টলে যাওয়া, ঢলে পড়া ১৪:৪৪
زَاهِدٌ <زهد নিরাসক্ত, অনাগ্রহী, দরবেশ, তাপস, সাধক, সংসারত্যাগী, সন্ন্যাসী ১২:২০
زَهْرَةٌ جل زَهْرٌ <زهر ফুলের বাহার, সুষমা, বসন্তবাহার, ফুলশোভা, সৌন্দর্য, চাকচিক্য, জৌলুশ, জাকজমক ২০:১৩১
زَهَقَ [ف]، زَهُوقًا <زهق ধ্বংস হওয়া, বিলীন হওয়া, নির্মূল হওয়া, বিতাড়িত হওয়া, বিদূরিত হওয়া, ধ্বংসশীল হওয়া, অপসৃত হওয়া ১৭:৮১
زَاهِقٌ ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ, বিলীন, অপসৃয়মাণ, বিলীয়মান, নির্মূল, চুরমার ২১:১৮
زَيْتٌ <زيت জইতুনের তেল, তেল, তৈল ২৪:৩৫
زَيْتُونَة، الزَّيْتُونَ জইতুন, জলপাইফল, জলপাইগাছ ৬:৯৯
زَادَ [ض]، زِيَادَةٌ، ازْدَادَ <زيد বাড়া, বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, অধিক হওয়া, বৃদ্ধি করা, বাড়ানো, বাড়িয়ে দেওয়া ৯:৩৭
مَزِيدٌ অতিরিক্ত, অধিক, রিজার্ভ, আরও, বেশি ৫০:৩০
زَيْدٌ জায়েদ রা. ৩৩:৩৭
زَاغَ [ض]، زَيْغٌ <زيغ বক্র হওয়া, পথচ্যুত হওয়া, বিমুখ হওয়া, বিভ্রম হওয়া, দৃষ্টিবিভ্রাট ঘটা ৫৩:১৭
أَزَاغَ বক্র করা, পথচ্যুত করা, বিমুখ করা, বিভ্রম করা, বিভ্রাট ঘটানো ৬১:৫
زَيْغٌ مص বক্রতা, জটিলতা, সন্দেহ ৩:৭
زَالَ [س] <زيل দূর হওয়া, পৃথক হওয়া, আলাদা হওয়া, ক্ষান্ত হওয়া, নিরস্ত হওয়া; সর্বদা থাকা, স্থির থাকা, চলতে থাকা, ক্ষান্ত না হওয়া ২১:১৫
زَيَّلَ পৃথক করা, বিচ্ছেদ ঘটানো ১০:২৮
تَزَيَّلَ পৃথক থাকা, দূরে থাকা, সরে যাওয়া, আলাদা হওয়া ৪৮:২৫
زَيَّنَ <زين সাজানো, সজ্জিত করা, সাজিয়ে রাখা, পরিপাটি করা, সাজসজ্জা করা, অলঙ্কৃত করা, সুন্দর-সুষমামণ্ডিত করা ৬:৪৩
ازَّيَّنَ সজ্জিত হওয়া, অলঙ্কৃত হওয়া, সুন্দর-সুষমাপূর্ণ হওয়া, শ্যামল হওয়া ১০:২৪
زِينَةٌ সৌন্দর্য, সুষমা, সাজসজ্জা, অলঙ্কার, ভূষণ, আভরণ, প্রসাধনী, পারিপাট্য, অনাবিলতা, পোশাক-পরিচ্ছদ ৭:৩২
سَ অচিরেই, অতিসত্বর, শীঘ্রই, দ্রুত, এখনি, তাড়াতাড়ি, এইমাত্র, শবেমাত্র, আশু, অনতিবিলম্বে ৭৮:৪
سَأَلَ [ف]، سُؤَالٌ <سأل জিজ্ঞাসা করা, জিজ্ঞেস করা, জানতে চাওয়া, প্রশ্ন করা, কৌতুহল প্রকাশ করা, চাওয়া, যাচনা করা, প্রার্থনা করা, আশা করা, কামনা করা, দাবি করা ৩৮:২৪
سُؤْلٌ দাবি, যাচনা, প্রার্থনীয়, চাহিদা, কাম্যবস্তু, দাবি ২০:৩৬
سَائِلٌ যাচনাকারী, প্রার্থী, ভিক্ষুক, প্রশ্নকারী, জিজ্ঞাসু, জিজ্ঞাসক, কৌতুহলী, অনুসন্ধিৎসু, দাবিদার ৭০:১
مَسْئُولٌ প্রার্থিত, কাম্য, জিজ্ঞাসিত, প্রশ্নের সম্মুখিন ১৭:৩৪
سَئَمَ [ف] <سأم অতিষ্ঠ হওয়া, ক্লান্ত হওয়া, বিরক্ত হওয়া, বিরাগভাজন হওয়া ২:২৮২
سَبَأٌ <سبأ ইয়ামনের সাবা সম্প্রদায়, সাবা শহর, সাবার অধিবাসী ২৭:২২
سَبَّ [ن] <سبب গালি দেওয়া, মন্দ বলা, গালমন্দ করা ৬:১০৮
سَبَبٌ ج أَسْبَابٌ উপায়, উপকরণ, মাধ্যম, রশি, দড়ি, রজ্জু ১৮:৮৫
سَبَتَ [ض]، سُبَاتًا <سبت বিশ্রাম করা, আরাম করা, শনিবারে উৎসব করা, শনিবারপালন করা ৭:১৬৩
سَبْتٌ جل سُبُوْتٌ শনিবার, বিশ্রামদিবস ২:৬৫
سَبَحَ [ف]، سَبْحًا <سبح কর্মব্যস্ত হওয়া, কাজে রত হওয়া, সন্তরণ করা, সাঁতার কাটা, অবিরত চলা, সন্তরণ ২১:৩৩
سَبَّحَ، تَسْبِيحٌ ‘সুবহানাল্লাহ’ বলা, তাসবীহ জপা, আল্লাহর গুণগান করা, ‘আল্লাহ পূতপবিত্র’ বলা, গুণকীর্তন করা, তাসবীহ পড়া, পবিত্রতা ঘোষণা করা, মহিমাকীর্তন করা, নামাজ পড়া ২৪:৪১
السَّابِحَاتِ দ্রুতচলমান, দ্রুতধাবমান, সন্তরণকারী ৭৯:৩
سُبْحَان মহিমাময়, পূতপবিত্র, অতিপবিত্র, নিষ্কলুষ, নিষ্কলুষতা বা পবিত্রতা ঘোষণা করা ২:৩২
الْمُسَبِّحُ তাসবীহ পাঠকারী, পবিত্রতা ঘোষণাকারী, গুণকীর্তনকারী ৩৭:১৬৬
أَسْبَاطٌ و سِبْطٌ <سبط নাতি-নাতনী, গোত্র, বংশ, ইহুদিজাতি ২:১৩৬
سَبْعٌ مث سَبْعَةٌ <سبع সাত, সপ্ত ২:২৯
سَبْعُونَ সত্তর, সপ্ততি ৬৯:৩২
سَبُعٌ جل سِبَاعٌ হিংস্র প্রাণী, বন্যপশু ৫:৩
أَسْبَغَ <سبغ পূর্ণ করে দেওয়া, ভরে দেওয়া, ভরপুর করে দেওয়া ৩১:২০
سَابِغَاتٍ و سَابِغَةٌ প্রশস্ত লৌহবর্ম ৩৪:১১
سَبَقَ [ض]، سَبْقًا <سبق অগ্রীম হওয়া, আগে হওয়া, অগ্রগামী হওয়া, অগ্রবর্তী হওয়া, অগ্রসর হওয়া, আগে যাওয়া, আগে বেড়ে যাওয়া ৭৯:৪
سَابَقَ، اسْتَبَقَ দৌড়ে চলা, দৌড়ে যাওয়া, দৌড়াদৌড়ি করা, তরা করা, প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা ৫৭:২১
سَابِقٌ ج، مث سَابِقَاتِ অগ্রগামী, অগ্রবর্তী, অগ্রসরমান, বিজয়ী ৩৫:৩২
مَسْبُوقٌ পশ্চাদ্বর্তী, পরাজিত ৫৬:৬০
سَبِيلٌ ج سُبُلٌ <سبل পথ, রাস্তা, সড়ক, সরণি, বীথি, পন্থা, উপায়, রাস্তাঘাট ৫:১২
سِتَّةِ <ستت ছয়, ষড়, ষষ্ঠ ৭:৫৪
سِتِّينَ ষাট, ষষ্টি ৫৮:৪
اسْتَتَرَ <ستر আবৃত করা, গোপন করা, আড়াল করা, লুকানো, আত্মগোপন করা ৪১:২২
سِتْرٌ جل أَسْتَارٌ আবরণ, পর্দা, যবনিকা, আচ্ছাদন, ঘোমটা ১৮:৯০
مَسْتُورًا আবৃত, গুপ্ত, আচ্ছাদিত, সুপ্ত ১৭:৪৫
سَجَدَ [ن]، السُّجُودِ <سجد সেজদা করা, মাথা নত করা, নামাজ পড়া, বন্দেগি করা, ইবাদত করা ২:৩৪
سَاجِدٌ ج سُجَّدٌ، سُجُودٌ সেজদাকারী, নামাজি, সেজদারত, মাথা নতকারী, নামাজ আদায়কারী, উপাসনাকারী, ইবাদতগুজার ৩৯:৯
مَسْجِدٌ ج مَسَاجِدُ মসজিদ, সিজদালয়, সিজদার স্থান, ইবাদতখানা ২:১৪৪
أَسْجَرَ، سَجَّرَ <سجر অগ্নিপূর্ণ করা, আগুন ধরানো, দাহ করা, অগ্নিসংযোগ করা, পোড়ানো, প্রজ্বলিত করা, পূর্ণ করা, ভর্তি করা, তরঙ্গায়িত করা, বন্যা বয়ে দেওয়া ৪০:৭২
مَسْجُورٌ অগ্নিময়, প্রজ্বলিত, অগ্নিপূর্ণ, জাহান্নামের অগ্নিগর্ভ, অশান্ত প্লাবন, উত্তাল ৫২:৬
السِّجِلُّ <سجل পুস্তিকা, দলীল, নথি ২১:১০৪
سِجِّيلٌ নাম লিখা পাথর, নথিকৃত প্রস্তরখণ্ড, কঙ্কর, পাথর ১১:৮২
سَجَنَ [ن] <سجن বন্দী রাখা, জেলে ঢোকানো, কারাগারে প্রেরণ করা ১২:৩৫
مَسْجُونٌ বন্দী, কয়েদি, আবদ্ধ ২৬:২৯
سِجْنٌ جل سُجُوْنٌ জেল, কারাগার, বন্দীশালা, কয়েদখানা, জেলখানা ১২:৩৩
سِجِّينٌ সিজ্জীন: পাপাত্মার বন্দীশালা, জাহান্নামের নিম্নতম স্থান ৮৩:৭
سَجَى [ن] <سجو অন্ধকার হওয়া, আঁধার হওয়া, অন্ধকারাচ্ছন্ন হওয়া, আবরিত হওয়া, ছেয়ে যাওয়া, ঢাকা পড়া, নিঝুম হওয়া, গভীর হওয়া ৯৩:২
سَحَبَ [ف] <سحب টেনে আনা, হেঁছড়ানো ৪০:৭১
سَحَابٌ و سَحَابَةٌ টেনে আনা মেঘ, ঘনায়মান মেঘপুঞ্জ, মেঘ, জলধর, নীরধ ২:১৬৪
أَسْحَتَ <سحت ধ্বংস করা, বিনাশ করা, বিলীন করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা ২০:৬১
سُحْتٌ جل أَسْحَاتٌ ধ্বংসাত্মক, হারাম, কালোটাকা, অবৈধ সম্পদ, ধ্বংসাত্মক মালামাল ৫:৪২
سَحَرَ [ف] <سحر জাদু করা, জাদুগ্রস্ত করা ৭:১১৬
سِحْرٌ جل أَسْحَارٌ، سُحُوْرٌ জাদু, জাদুবিদ্যা, ইন্দ্রজাল, ভেলকি, মায়াবিদ্যা ২:১০২
سَاحِرٌ ج سَحَرَةٌ জাদুকর, ভেলকিবাজ, ঐন্দ্রজালিক, মায়াবী ১০:২
سَحَّارٌ বিজ্ঞজাদুকর, জাদুবিদ, জাদুপারদর্শী, জাদুবিশেষজ্ঞ ২৬:৩৮
مَسْحُورٌ، الْمُسَحَّرُ জাদুগ্রস্ত, মায়ামুগ্ধ ১৫:১৫
سَحَرٌ ج أَسْحَارٌ শেষরাত্র, নিশান্তক, সাহরির সময় ৫৪:৩৪
سُحْقًا <سحق দূর হোক, দূরে থাক ৬৭:১১
سَحِيقٌ দূরবর্তী, বহুদূর, দূরদূরান্ত ২২:৩১
إسْحَاق ইসহাক ইবন ইবরাহীম আলাইহিস সালাম ২:১৩৩
سَاحِلٌ جل سَوَاحِلُ <سحل কিনারা, তট, সৈকত, বেলাভূমি, সমুদ্রের তীর, বীচ ২০:৩৯
سَخِرَ [س] <سخر ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রƒপ করা, ব্যঙ্গ করা ৯:৭৯
سَخَّرَ অনুগত বানানো, বশীভূত করা, সেবায় নিয়োজিত করা, নিয়মের অধীন করা, হুকুমের তাবেদার বানানো, আজ্ঞানুবর্তী করা ১৩:২
اسْتَسْخَرَ ঠাট্টা করতে চাওয়া, উপহাস করা, ব্যঙ্গ করা, বিদ্রƒপ করা, ইয়ারকি করা, মজাক করা ৩৮:১৪
سَاخِرٌ উপহাসকারী, ঠাট্টাকারী, বিদ্রƒপকারী
سُخْرِيًّا، سِخْرِيًّا ঠাট্টার পাত্র, উপহাস্য, উপহাসের পাত্র, সেবক, কর্মী, বিদ্রƒপ ২৩:১১০
مُسَخَّرٌ অনুগত, সেবায় নিয়োজিত, হুকুমের তাবেদার, আজ্ঞানুবর্তী ২:১৬৪
سَخِطَ [س] <سخط অসন্তুষ্ট হওয়া, রুষ্ট হওয়া, ক্ষুব্ধ হওয়া, নাখোশ হওয়া, রাগান্বিত হওয়া, রাগা, রেগে যাওয়া ৫:৮০
أَسْخَطَ বিরক্ত করা, রাগানো, রুষ্ট করা, ক্ষুব্ধ করা, ক্রুদ্ধ করা, অসন্তুষ্ট করা, নাখোশ করা, রাগিয়ে দেওয়া ৪৭:২৮
سَخَطٌ অসন্তুষ্টি, নাখোশ, অসন্তোষ, ক্ষোভ, ক্রোধ, বিরক্তি, রাগ ৩:১৬২
سَدًّا <سدد আড়াল, অন্তরাল, বাঁধ, পর্দা, প্রাচীর, সরলপ্রাচীর, পর্বত ১৮:৯৩
سَدِيدًا সঠিক, সরল, সোজা ৪:৯
سِدْرٌ جل سُدُوْرٌ مث سِدْرَةٌ <سدر বরই, কুল, বদরী ৩৪:১৬
سِدْرَةِ المنتهي সিদরাতুল মুনতাহা: শেষ প্রান্তের বদরীবৃক্ষ, সপ্তমাকাশের সর্বশেষ বরই বৃক্ষের সীমানা ৫৩:১৪
السُّدُسُ <سدس এক ষষ্ঠাংশ, ছয়ভাগের একভাগ, ছয়ের এক ৪:১১
سَادِسٌ ষষ্ঠ, ষষ্ঠজন, ষষ্টটি ১৮:১২
سُدًى <سدو বাধ্যবাধকতাহীন, স্বাধীন, কর্মহীন, অকেজো, অনর্থক, লাগাম বিহীন, শর্তহীন, নিঃশর্ত ৭৫:৩৬
سَرَبٌ جل أَسْرَابٌ <سرب সুড়ঙ্গ, সুরঙ্গ, মরীচিকার মত, দৃষ্টিবিভ্রাট ১৮:৬১
سَرَابٌ মরীচিকা, দৃষ্টিবিভ্রম, মৃগতৃষ্ণা, মৃগতৃষ্ণিকা, অপেরণ ২৪:৩৯
سَارِبٌ বিচরণশীল, চলমান, চলন্ত ১৩:১০
سَرَابِيلُ و سِرْبَالٌ <سربل পোশাক-পরিচ্ছদ, জামা-কাপড়, পরিধেয় বস্ত্র ১৬:৮১
سِرَاجٌ جل سُرُجٌ <سرج বাতি, প্রদীপ, দীপ, পিদিপ, চেরাগ, আলোকবর্তিকা, জ্যোতিষ্ক, সূর্য ২৫:৬১
سَرَحَ [ف] <سرح সকালে চরাতে যাওয়া ১৬:৬
سَرَّحَ، تَسْرِيحٌ، سَرَاحًا বিচ্ছেদ করা, বন্ধনমুক্ত করা, বিদায় করা ৩৩:২৮
السَّرْدُ اج <سرد লোহার পোশাক বানানো, লৌহবর্ম ৩৪:১১
سُرَادِقُ جل سُرَادِقَاتٌ <سردق চাঁদোয়া, তাবু, শামিয়ানা, পর্দা, দেয়াল, প্রাচীর, আবরণ ১৮:২৯
سَرَّ [ن]، سُرُورًا <سرر মনোরঞ্জন করা, আনন্দ দেওয়া, আনন্দিত করা, খুশী করা ২:৬৯
أَسَرّ، إِسْرَارًا গোপন করা, রহস্যাবৃত করা, লুকোচুরি করা, ছাপানো, চেপে যাওয়া ৭১:৯
سِرٌّ جل أَسْرَارٌ রহস্য, ভেদ, গোপন বিষয়, গোপনে, নির্জনে, একান্তে, নিভৃতে, বিজনে, নিরিবিলিতে, নিরালায়, চুপিসারে ২:২৩৫
مَسْرُورٌ সহাস্য, সানন্দে, হাস্যবদনে, আনন্দের সঙ্গে ৮৪:৯
سَرَائِرُ و سَرِيْرَةٌ রহস্য, গূঢ়তথ্য, গোপন, গুপ্ত ৮৬:৯
السَّرَّاءُ সচ্ছলতা, আর্থিক স্বাচ্ছন্দ্য, ধনাঢ্যতা, প্রাচুর্য, সুখের সময় ৩:১৩৪
سُرُرٌ و سَرِيْرٌ সিংহাসন, রাজাসন, খাট, চৌকি ১৫:৪৭
سَارَعَ <سرع দৌড়নো, ছুটে যাওয়া, দ্রুতগতিতে চলা, তড়িঘড়ি করা, তাড়াতাড়ি করা, দ্রুত করা, ঝাঁপিয়ে পড়া, প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা ২১:৯০
سَرِيعٌ ج سِرَاعٌ দ্রুতগতিসম্পন্ন, জলদি, তড়িঘড়ি, তাড়াতাড়ি, শীঘ্র-শীঘ্র, তরাকারী, দ্রুতকারী, দ্রুতগামী ৫:৪
أَسْرَعُ দ্রুততম, অধিক দ্রুত, শীঘ্রকারী ৬:৬২
أَسْرَفَ، إِسْرَافًا <سرف অপব্যয় করা, অমিতব্যয় করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অমিতাচার করা ৪:৬
مُسْرِفٌ অপব্যয়ী, অমিতব্যয়ী, সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী ৪০:৩৪
سَرَقَ [ض] <سرق চুরি করা ১২:৭৭
اسْتَرَقَ চুরি করা, আড়ি পেতে শোনা ১৫:১৮
السَّارِقُ مث السَّارِقَةُ চোর, চোরা, তস্কর ৫:৩৮
سَرْمَدًا <سرمد স্থায়ী, চিরস্থায়ী, চিরন্তন, আনন্তিক, দীর্ঘস্থায়ী ২৮:৭১
سَرَى [ض] <سري গত হওয়া, বিদায় নেওয়া, রাত পোহানো ৮৯:৪
أَسْرَى রাতে ভ্রমণ করা, নৈশভ্রমণ করা, নৈশবিহার করা, রাতে ভ্রমণ করানো ১৭:১
سَرِيٌّ جل أَسْرِيَةٌ সারি: নদীর নাম, বহমান, প্রবাহমাণ, নহর, ঝরণা, নির্ঝরিণী, খাল ১৯:২৪
سَطَحَ [ف] <سطح বিস্তৃত করা, বিছানো, বিছিয়ে দেওয়া, সমতল করা ৮৮:২০
سَطَرَ [ن] <سطر লেখা, লিপিবদ্ধ করা ৬৮:১
مَسْطُورٌ، مُسْتَطَرٌ লিপিবদ্ধ, লিখিত ৫২:২
أَسَاطِيرُ و أُسْطُوْرَةٌ কল্পকাহিনী, উপলেখ্য, কল্পনায় লেখা, উপকথা ৬:২৫
سَطَا [ن] <سطو আক্রমণ করা, হামলা করা, হানা দেওয়া, ঝাপিয়ে পড়া, অভিযান চালানো, পাকড়াও করা, কঠোর হস্তে দমন করা, শক্তি খাটানো ২২:৭২
سَعِدَ [س] <سعد ভাগ্যবান করা, সৌভাগ্যশীল হওয়া, খোশনসীব বানানো ১১:১০৫
سَعِيدٌ جل سُعَدَاءُ ভাগ্যবান, খোশনসীব, সৌভাগ্যশালী ১১:১০৮
سَعَّرَ<سعر প্রজ্বলিত করা, আগুনে জ্বালানো, দগ্ধ করা, অগ্নিপূর্ণ করা ৮১:১২
سَعِيرٌ সাঈর: জাহান্নামের নাম, জ্বলন্ত অগ্নিকুণ্ড, অগ্নিময়স্থান, প্রজ্বলিত আগুন, অগ্নিগর্ভ ৪:১০
سُعُرٌ মাথার গরমি, পাগলামি, উন্মত্ততা, বাতুলতা ৫৪:২৪
سَعَى [ف]، سَعْيًا <سعي চেষ্টা করা, সচেষ্ট হওয়া, প্রয়াস চালানো, অপচেষ্টা করা, দৌড়নো, ছুটে আসা, ছুটাছুটি করা, দ্রুত চলা ২:১১৪
مَسْغَبَةٍ <سغب ক্ষুধা, দুর্ভিক্ষ, ক্ষুধার্ত হওয়া
ذِيْ مَسْغَبَةٍ ক্ষুধার্ত, ক্ষুধাতুর, বুভুক্ষু, ক্ষুধিত ৯০:১৪
مَسْفُوحٌ <سفح প্রবাহিত, বহমান, নিঃসৃত ৬:১৪৫
مُسَافِحٌ مث مُسَافِحَةٌ অসৎ, ব্যভিচারী, জেনাকারী, অসতী, ব্যভিচারিণী, বেশ্যা, গণিকা, বারাঙ্গনা ৪:২৪
أَسْفَرَ <سفر আলোকময় হওয়া, উদ্ভাসিত হওয়া, আঁধার ঘোচানো ৭৪:৩৪
مُسْفِرَةٌ আলোকোজ্জ্বল, নির্মল, সহাস্যবদন ৮০:৩৮
سَفَرَة و سَافِرٌ লেখক, লিপিকার ৮০:১৫
سَفَرٌ ج أَسْفَارٌ সফর, ভ্রমণ, পর্যটন, বিহার, প্রবাস ৫:৬
أَسْفَارٌ و سِفْرٌ লেখ্য, লিখিত ইলম, লিপিবদ্ধজ্ঞান, জ্ঞানভাণ্ডার, গ্রন্থ, কিতাবাদি ৬২:৫
سَفَعَ [ف] <سفع হেঁছড়ে নেওয়া, টেনে হেঁছড়ে নিক্ষেপ করা, টানাটানি করে নেওয়া ৯৬:১৫
سَفَكَ [ض] <سفك রক্তপাত করা, রক্ত ঝরানো, হত্যা করা ২:৩০
سَافِلٌ جل سَوَافِلُ <سفل নিম্নমুখী, অধমুখী, তলদেশ, নিকৃষ্ট, অধম ১১:৮২
أَسْفَلُ ج الأَسْفَلِينَ مث السُّفْلَى নিম্নতম, হীনতম, অতিহীন, সর্বাধিক নীচ, অধঃতম, অধম ৯৫:৫
سَفِينَةٌ جل سُفُنٌ <سفن নৌকা, খেয়া নৌকা, জাহাজ, নৌযান, কিশতি, তরণী ১৮:৭৯
سَفِهَ [س]، سَفَهًا، سَفَاهَة <سفه বোকামি করা, নির্বুদ্ধিতা প্রদর্শন করা, নির্বোধ হওয়া, মূর্খ বানানো ২:১৩০
سَفِيهٌ ج سُفَهَاءُ বোকা, নির্বোধ, মূর্খ, আহাম্মক, নিরেট, গবেট ২:১৩
سَقَرٌ <سقر সাকার: জাহান্নামের নাম, অগ্নিময় জাহান্নাম, অগ্নিগর্ভ ৭৪:২৭
سَقَطَ [ن] <سقط পতিত হওয়া, পড়া, পতন হওয়া, অনুশোচনা করা, পরিতাপ করা, আফসোস করা, পস্তানো ৭:১৪৯
أَسْقَطَ، سَاقَطَ পতন ঘটানো, নামিয়ে আনা, পাড়া, ফেলা ১৯:২৫
سَاقِطٌ ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান ৫২:৪৪
سَقْفٌ ج سُقُفٌ <سقف ছাদ, ছাউনি, চালা ১৬:২৬
سَقِيمٌ جل سُقَمَاءُ <سقم অসুস্থ, পীড়িত, বিমার, রুগণ, রোগা ৩৭:৮৯
سَقَى [ض]، أَسْقَي <سقي পান করানো, তৃষ্ণা নিবারণ করা, জমিনে সেচ দেওয়া ২:৭১
اسْتَسْقَى পানি চাওয়া, বৃষ্টি প্রার্থনা করা, পান করতে চাওয়া ২:৬০
سِقَايَة، سُقْيَا পান করানো, পানীয় দেওয়া, পানপাত্র, পানির পাত্র ৯:১৯
مَسْكُوبٌ <سكب প্রবাহিত, বহমান, প্রবাহমাণ ৫৬:৩১
سَكَتَ [ن] <سكت নিশ্চুপ হওয়া, নীরব হওয়া, চুপ করা, থামা, স্তিমিত হওয়া, চুপ থাকা ৭:১৫৪
سَكَّرَ<سكر নেশাগ্রস্ত করা, মাতাল বানানো, চোখে ধাঁধা লাগানো, নজরবন্দি করা ১৫:১৫
سَكَرًا মাদকদ্রব্য, নেশাদ্রব্য, নবিজ, মদ, মদিরা ১৬:৬৭
سَكْرَة جل سَكَرَاتٌ নেশাঘোর, মত্ততা, মদিরতা, নেশায়, মাতলামি ৫০:১৯
سُكَارَى و سُكْرَانٌ নেশাগ্রস্ত, মত্ত, উন্মত্ত, মাতাল, নেশায় বুঁদ ৪:৪৩
سَكَنَ [ن] <سكن বাস করা, বসবাস করা, বিশ্রাম করা, অবস্থান করা, থাকা, প্রশান্ত হওয়া, শান্তি পাওয়া, সুখ লাভ করা ৬:১২