হজ সফরে সহজ গাইড হজ মুহাম্মাদ মোশফিকুর রহমান
হজের সুন্নাত (হজে তামাত্তু)

হজের অন্যতম উল্লেখযোগ্য সুন্নাতগুলো হল:

  • ইহরাম বাঁধার আগে গোসল করা।
  • পুরুষের ক্ষেত্রে দুই খণ্ড সাদা ইহরামের কাপড় পরা।
  • উচ্চস্বরে তালবিয়া পাঠ করা।
  • ৮ যিলহজ যোহর থেকে ৯ যিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করা।
  • মধ্যম ও ছোট জামরায় কংকর নিক্ষেপের পর দো‘আ পাঠ করা।

হজের কোনো একটি সুন্নাত ওজরবশত বাদ দিলে বা অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে গেলে অসুবিধা নেই। দম দেওয়া জরুরি নয়। তবে ইচ্ছাকৃতভাবে সুন্নাত বাদ দেওয়া মন্দ কাজ।