প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা হজ্জ ও উমরার আহকাম অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১০- হজ্জ কত প্রকার ও কি কি?

৩ প্রকার, যথাঃ
(১) তামাত্তু, (২) কেরান, (৩) ইফরাদ।
প্রথমতঃ ‘তামাত্তু’ হল হজ্জের সময় প্রথমে উমরা করে হালাল হয়ে ইহরামের কাপড় বদলিয়ে স্বাভাবিক জীবন যাপন করা। এর কিছু দিন পর আবার মক্কা থেকেই ইহরাম বেধে হজ্জের আহকাম পালন করা।
দ্বিতীয়তঃ ‘কিরান’ হল উমরা ও হজ্জের মাঝখানে হালাল না হওয়া এবং ইহরামের কাপড় না খোলা। একই ইহরামে আবার হজ্জ সম্পাদন করা।
তৃতীয়তঃ ‘ইফরাদ’ হল উমরা করা ছাড়াই শুধুমাত্র হজ্জ করা।