প্রশ্নোত্তরে রমযান ও ঈদ সিয়ামের কাযা ও কাফফারার বিধান অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কী করবে, কাযা না কাফফারা?

অধিকাংশ আলেমদের মতে শুধু কাযা করবে। অর্থাৎ এক রোযার বদলে একটি রোযা পালন করবে। তবে কোন কোন আলেমের মতে কাযা ও কাফফারা উভয়ই ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ ১ রোযার বদলে বিরতিহীনভাবে মোট ৬১টি রোযা পালন করবে।