দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
চাকুরীর ডিউটিতে যে কাজ, তাতে হাতে অনেক সময় থাকে। সেই সময়ে অনেকে পেপার পড়ে, অনেকে নাটক নোবেল। আমি কুরান পড়ি। তাতে কি কোন ক্ষতি আছে?

ডিউটি পালন করা ওয়াজেব। আর কুরআন পরা নফল ইবাদত। ওয়াজেব ছেড়ে নফল করা যুক্তিযুক্ত নয়। বরং বেতন নেওয়া কাজের ক্ষতি করে কুরআন পড়া হারাম। ডিউটির কোন ক্ষতি না হলে কুরআন বা অন্য উপকারী কোন বই পত্র পড়ায় কোন সমস্যা নেই। (ইবনে উসাইমিন)