দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
বিড়ি সিগারেট বাধার কাজ করে অথবা তার ব্যবসা করে অর্থ উপার্জন হালাল কি?

বিড়ি সিগারেট পান করা হারাম। আর যে জিনিস পানাহার করা হারাম, তার মূল্য, উপার্জন ও ভাড়া খাওয়াও হারাম। মহানবী (সঃ) বলেছেন, “মহান আল্লাহ যখন কোন জিনিশকে হারাম করেন, তখন তার মূল্যকেও হারাম করেন।” (আহমাদ, আবু দাউদ, দারকুত্বনী, বাইহাকি প্রমুখ)