প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৫৯. ইতিকাফ কত প্রকার ও কী কী?

ইসলামী শরীআতে ই'তিকাফ ৩ প্রকার। (ক) ওয়াজিব ই'তিকাফ: ওলামায়ে কেরামের ঐকমত্যে ওয়াজিব ই'তিকাফ হলো মানতের ইতিকাফ। আল্লাহ তাআলা বলেন, “তারা যেন তাদের মানৎ পূর্ণ করে।” (সূরা ২২; হাজ্জ ২৯) সুন্নাত ই'তিকাফ: রমযানের শেষ ১০ দিনের ই'তিকাফ। সুন্নাতে মুয়াক্কাদা। যেমন, মুস্তাহাব ইতিকাফ: উল্লেখিত দু'প্রকার ব্যতীত বাকি সব মুস্তাহাব ই'তিকাফ।