কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৫০. বিশেষ প্রয়োজনে ই'তিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে কী?
মসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধুমাত্র মানবিক প্রয়োজনে প্রস্রাব-পায়খানা, খাওয়া-দাওয়া ও পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েয আছে, দলীল:
“আয়েশা (রা.) বলেন, একান্ত (পেশাব-পায়খানার) হাজত পূরণ ছাড়া নবী (সা.) ই'তিফাক অবস্থায় মসজিদ ছেড়ে বাড়িতে প্রবেশ করতেন না।” (মুসলিম: ২৯৭) তবে মসজিদে এসব ব্যবস্থা থাকার পর যদি কেউ বাইরে যায় তাহলে ই'তিকাফ ভঙ্গ হয়ে যাবে। ই'তিকাফ অবস্থায় এক রাতে রাসূল (সা.) তাঁর স্ত্রী সাফিয়া (রা.)-কে ঘরে পৌছিয়ে দিয়ে এসেছিলেন। (বুখারী)