প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১০৭. গর্ভবতী নারীর পক্ষ থেকে কে ফিদইয়া দেবে?

সন্তানের পিতা বা তার ভরণ-পোষণের যিম্মাদার ব্যক্তি। আর ফিদ্ইয়ার পরিমাণ হলো প্রতি এক রোযার জন্য একজন মিসকিনকে ৫১০ গ্রাম ওজনের ভালো মানের খাবার দান করা।