কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নবী-রসূলগণের দা'ওয়াতের পদ্ধতি দা'ওয়াত ও তাবলীগ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল
দাওয়াতের প্রকার
১. শিয়া-রাফেষীদের ইমামত প্রতিষ্ঠার দা'ওয়াত।
২. প্রচলিত সূফীদের বেলায়াত প্রতিষ্ঠার দা'ওয়াত।
৩. আধুনিক ইসলামি চিন্তাবিদদের হুকুমত তথা রাষ্ট্র প্রতিষ্ঠার দা'ওয়াত।
৪. বিভিন্ন দলীয় ও নিজস্ব চিন্তাধারা ও মতবাদের দা'ওয়াত।
৫. ফাজায়েল ও উত্তম চরিত্র প্রচারের দা'ওয়াত।
৬. নবী-রসুলগণের রাব্বানী পন্থায় সর্বপ্রকার তাওহীদ প্রতিষ্ঠা এবং সর্বপ্রকার শিরক উৎখাতের মাধ্যমে পর্যায়ক্রমে পূর্ণ দ্বীন কায়েমের দা'ওয়াত। আর ইহাই হলো নবী-রসূলগণের একমাত্র দা'ওয়াত।