পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ১৭. ৩. নারীর ধূর্ততা ভয়ঙ্করতম!

ক্যাথলিক বাইবেলের (বাংলা জুবিলী বাইবেলের) ২৮ নং পুস্তক ‘বেন সিরা’ (Ecclesiasticus: Sirach)। এ পুস্তকে ঈশ্বরের বাণী নিম্নরূপ: ‘‘Give me any plague, but the plague of the heart: and any wickedness, but the wickedness of a woman: আমাকে দাও যে কোনো ক্ষত কিন্তু হৃদয়ের ক্ষত নয়;  যে কোনো মন্দতা/ ধূর্ততা কিন্তু নারীর মন্দতা/ ধূর্ততা নয়।’’ জুবিলী বাইবেলের অনুবাদ: ‘‘যে কোন ক্ষত! কিন্তু হৃদয়ের ক্ষত নয়; যে কোন ধূর্ততা! কিন্তু নারীর ধূর্ততা নয়।’’ (বেন সিরা ২৫/১৩)

অর্থাৎ নারীর ধূর্ততার চেয়ে অধিক ভয়ঙ্কর ধূর্ততা আর কিছুই হতে পারে না!