প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৯০. মোজার উপর মাসেহ করার পদ্ধতি কী

পানি দিয়ে উভয় হাত ভিজিয়ে প্রথমে ডান হাত ডান পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করে পায়ের উপরিভাগে মোজার উপর দিয়ে পায়ের গিরার দিকে একবার টেনে আনবে । অনুরূপভাবে বাম হাত দিয়ে বাম পা একইভাবে মাসেহ করবে। তবে পায়ের পেছনের অংশ ও পায়ের তলা মাসেহ করার দরকার নেই । মোজাসহ জুতা মাসেহ একই পদ্ধতিতে । (আবু দাউদ: ১৬২, ১৬১, মুগনী- ১/৩৭৭)