কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 সহীহ দুআ ও যিক্র  দুই সিজদার মাঝে   আবদুল হামীদ ফাইযী          
      
   
     দুই সিজদার মাঝে      
      
   
      ১।
اللهم اغفر لي وارحمني (واجبرني وارفعني) واهدني وعافني وارزقني
উচ্চারণঃ- আল্লা-হুম্মাগফিরলী অরহামনী (অজবুরনী অরফা’নী) অহদিনী অ আফিনী অরযুকনী।
অর্থঃ হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, দয়া কর, (আমার প্রয়োজন মিটাও, আমাকে উচু কর), পথ দেখাও, নিরাপত্তা দাও এবং জীবিকা দান কর। (সহীহ তিরমিযী ১৯০, সহীহ ইবনে মাজাহ ১/১৪৮, আবু দাউদ, হাকেম)।
২। (رَبِّ اغْفِرْ لِي ، رَبِّ اغْفِرْ لِي) (রাব্বিগফিরলী, রাব্বিগফিরলী)
অর্থ- হে আমার প্রভু! আমাকে ক্ষমা কর, হে আমার প্রভু! আমাকে ক্ষমা কর। (আবু দাউদ ১/২৩১, সহীহ ইবনে মাজাহ ১/১৪৮)