কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৪৪. যে কোন তুচ্ছ ব্যাপার নিয়ে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা

আব্দুল্লাহ্ বিন্ মাস্’ঊদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: একদা আমি জনৈক সাহাবীকে এমনভাবে একটি কোর’আনের আয়াত পড়তে শুনেছি যার বিপরীত পড়াই একদা আমি রাসূল (সা.) থেকে শুনেছি। অতঃপর আমি তার হাতখানা ধরে রাসূল (সা.) এর নিকট নিয়ে গেলে তিনি আমাদেরকে বলেন:

كِلاَكُمَا مُحْسِنٌ ، لاَ تَخْتَلِفُوْا ، فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ اخْتَلَفُوْا فَهَلَكُوْا

‘‘তোমরা উভয়েই সঠিক পড়েছো। তোমরা কখনো পরস্পর দ্বন্দ্ব করো না। কারণ, তোমাদের পূর্বেকার উম্মতরা একদা পরস্পর দ্বন্দ্ব করেই ধ্বংস হয়ে গেছে’’।[1]

>
[1] (বুখারী, হাদীস ২৪১০)