ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
উসূলে ফিক্বহ (ফিক্বহের মূলনীতি) দলীল সমূহের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব (التعارض) শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)
পরিচিতি

(التعارض) এর আভিধানিক অর্থ: বাধা সৃষ্টি করা, পরস্পরে মুখোমুখি হওয়া।

পারিভাষিক অর্থ:

تقابل الدليلين بحيث يخالف أحدهما الآخر

অর্থাৎ تعارض দু’টি দলীল এমনভাবে মুখোমুখি অবস্থান করা যে, একটি অপরটির সাথে বিরোধপূর্ণ হয়।