ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
উসূলে ফিক্বহ (ফিক্বহের মূলনীতি) রহিতকরণ (النسخ) শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)
النسخ এর হিকমত

‘রহিতকরণ’ এর অনেক হিকমত-তাৎপর্য রয়েছে। তন্মধ্যে অন্যতম হলো

(১) বান্দার দ্বীন-দুনিয়ার জন্য অধিকতর উপকারী শরীয়ত প্রণয়নের মাধ্যমে তাদের কল্যাণের দিকে লক্ষ্য রাখা।

(২) শরীয়ত প্রণয়নের ক্ষেত্রে ক্রমবিকাশের পন্থা অবলম্বন করা, যাতে তা ক্রমান্বয়ে পূর্ণতায় পৌছতে পারে।

(৩) এক হুকুম থেকে পরিবর্তন করে অন্য হুকুম গ্রহণ করতে প্রস্ত্তত থাকা এবং তাতে সন্তুষ্ট থাকার ব্যাপারে مكلف দের পরীক্ষা করা।

(৪) রহিত করণ সাধিত হয়ে তুলনামূলক সহজ বিধান আসলে শুকরিয়া আদায় করা এবং তুলনামুলক কঠিন বিধান আসলে তাতে ধৈর্য্য ধারণ করার ব্যাপারে مكلف দের পরীক্ষা করা।