ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
ইসলামী জীবন-ধারা মজলিসের আদব আবদুল হামীদ ফাইযী
মজলিসে বসে থাকা অবস্থায় দু'আ

মজলিসে বসে থাকা অবস্থায় বেশী বেশী নিম্নের দু‘আ পড়ুন।

রাসুল (ﷺ) এই দু‘আ মজলিসে প্রায় ১০০ বার পাঠ করতেন।

رَبِّ اغْفِرْلِيْ وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُوْرُ

উচ্চারণঃ রাবিবগফিরলী অতুব আলাইয়্যা, ইন্নাকা আন্তাত্ তাউওয়া-বুল গাফূর।

অর্থঃ হে আমার প্রভু! আমাকে ক্ষমা কর এবং আমার তওবা গ্রহণ কর। নিশ্চয় তুমি তওবা গ্রহণকারী মহাক্ষমাশীল।[1]

[1]. সহীহ তিরমিযী ৩/১৫৩, সহীহ ইবনে মাজাহ ২/৩২১