ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
দ্বীনী প্রশ্নোত্তর জ্বিন ও শয়তান আবদুল হামীদ ফাইযী
জীন কি মানুষকে অপহরণ ও হত্যা করতে পারে?

হাদীসে বর্ণিত আছে, খাযরাজের সর্দার সা’দ বিন উবাদাহ (রঃ) জীন কতৃক খুন হয়েছিলেন। ৬৫ মাদ্বীনায় এক সাহাবীকে এক জীন সাপের আকৃতি নিয়ে হত্যা করেছিলেন। ৬৬ অনুরূপ উমার (রঃ)-এর খেলাফতকালে একজন মুসলিম মুশারিক জীন কতৃক অপহৃত হয়। পরিশেষে মুসলিম জিনেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাঁকে মুক্ত করে আনে। ৬৭

৬৫ (ত্বাবাক্বাতে ইবনে সা’দ ৩/৬১৭, মুস্তাদরাক ৩/২৮৩, মুস্বান্নাফ আঃ রাযযাক্ব ১১/৪৩৪)
৬৬ ( মুসলিম, মিশকাত ৪১১৮ নং)
৬৭ (ইবনে জিবরীন)