ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ব্যাংকের সুদ কি হালাল  সূচি ও বিবরন   শাইখ মুশ্তাক আহমাদ কারীমী          
      
   
      ৪- শুধুমাত্র নিজের ধনকে ধন মনে করুন      
      
   
      যারা বাণিজ্যিক অসুবিধার কারণে অথবা নিজের ধন মালের হেফাযত ও সংরক্ষণার্থে ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন তাঁদের জন্য আবশ্যক হল, কেবল মাত্র জমা করা মূলধনকে নিজের ধন মনে করা এবং এ মূলধন থেকে বার্ষিক আড়াই শতাংশ হিসাবে যাকাত আদায় করা। কারণ এ ছাড়া অবশিষ্ট বেজন্মা অর্থরাশি তাঁদের জন্য নাপাক।
আল্লাহ তাআলা বলেন,
﴿وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ﴾
অর্থাৎ, যদি তোমরা (সূদ খাওয়া হতে) তওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদের। [1]
 [1] (সূরা বাক্বারাহ ২৭৯ আয়াত)