ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   তাওহীদ ও তার প্রমাণাদি  আকীদার ব্যাপারে ৫০টি প্রশ্নোত্তর   ইসলামহাউজ.কম          
      
   
     প্রশ্ন-৩৫: ঈমানের রুকন কয়টি?       
      
   
      উত্তর: ঈমানের রুকন ছয়টি। তা হল: আপনি আল্লাহর উপর আনবেন, তাঁর ফেরেশ্তামন্ডলী, তাঁর কিতাবসমূহ, রাসূলগণের প্রতি ঈমান আনবেন, শেষ দিবস ও ভাগ্যের ভাল মন্দের প্রতি ঈমান আনবেন।