ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
আমি গরিব মানুষ। নাপিতের কাজ করে পেত চালাই। কিন্তু কেউ কেউ বলছে, ‘দাড়ি চেঁছে পয়সা কামানো হালাল নয়।’ এ কথা কি ঠিক ?

জী হ্যাঁ, এ কথা ঠিক। কারণ, দাড়ি চাঁছা হারাম। আর তা চেঁছে দিয়ে পয়সা নেওয়াও হারাম। মহান আল্লাহ বলেছেন, “সৎ কাজ ও আত্ন সংযমে তোমরা পরস্পর সহযোগিতা কর এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সাহায্য করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অতি কঠোর।” (মাহিদাহঃ ২)