ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৭০. ফিতরা কোন্ সময় প্রদান করব?
ফিতরা দেওয়ার দু'টি সময় আছে: একটি হলো উত্তম সময়, অন্যটি হলো বৈধ সময়। উত্তম সময় হলো ঈদের দিন ঈদের সালাত আদায় করার পূর্বে ফিতরা প্রদান শেষ করা। আর জায়েয সময় হলো ঈদের দু’এক দিন আগেই ফিতরা প্রদান করে ফেলা। ইবনে ওমার বলেছেন, নাবী কারীম (সা.) লোকদের ঈদের সালাত আদায় করার আগেই ফিতরা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।(মুসলিম)