ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৫৪. ইতিকাফ শুধুই রমযান মাসে নাকি অন্য সময়ও করা যায়?

বৎসরের যেকোন সময় ই'তিকাফ করা যায়। এজন্য নির্ধারিত ও নির্দিষ্ট কোন দিন তারিখ নেই। যিনি যখন চাইবেন তখনি ই'তিকাফ করতে পারবেন। রাসূল (সা.) একবার শাওয়াল মাসেও ই'তিকাফ করেছেন। ওমর (রা.) একবার মাত্র এক রাত ইতিকাফ করেছিলেন।