ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ১৭. ৫. কথা বলতে দিয়ো না এবং তালাক দাও

বাইবেল বলছে: ‘‘Give the water no passage; neither a wicked woman liberty to gad abroad. If she go not as thou wouldest have her, cut her off from thy flesh, and give her a bill of divorce, and let her go: পানিকে বেরোনোর পথ দিয়ো না; দুষ্ট নারীকেও বাইরে ঘোরার স্বাধীনাতা দিয়ো না। তুমি যা ইচ্ছা কর সেভাবে যদি সে না চলে তবে তাকে তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও এবং তাকে একটা তালাকনামা দাও; সে চলে যাক’’। জুবিলী বাইবেল: ‘‘জলকে ছিদ্র পেতে দিয়ো না, ধূর্ত স্ত্রীলোককেও কথা বলার পূর্ণ সুযোগ দিয়ো না। সে যদি তোমার কথামত না চলে, তাকে ছাড়।’’ (বেন-সিরা ২৫/২৫-২৬)