ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৩৬. একাকী সালাত আদায়ের পর যদি দেখতে পায় যে একটা জামাত শুরু হচ্ছে, তাহলে কি করবে?

তাহলে নতুন জামাআতে শরীক হয়ে আবারও উক্ত সালাত আদায় করতে পারবে। আর দ্বিতীয়বারের সালাত নফল হিসেবে গণ্য হবে। (দেখুন তিরমিযী: ২১৯)।