ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   সহীহ দুআ ও যিক্র  প্রার্থনামূলক কুরআনী দুআ   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ৭ প্রজ্ঞা ও সুনাম চাইতেঃ      
      
   
      رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ٭ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
“রাব্বি হাব লী হুকমাউ অআলহিক্বনী বিসস্বা-লিহীন। অজআল লী লিসা-না স্বিদক্বিন ফিল আ-খিরীন।”
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে প্রজ্ঞা দান কর এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর। পরবর্তীদের মাঝে আমার সুনাম বজায় রাখ। (শুআ'রাঃ ৮৩-৮৪)।