أَسْمَنَ <سمن মোটা করা, পরিপুষ্ট করা ৮৮:৭

سَمِينٌ ج سِمَانٍ মোটা, স্থুলকায়, পরিপুষ্ট, হৃষ্টপুষ্ট, মোটাতাজা, মোটাসোটা ৫১:২৬

سَمَّي، تَسْمِيَةٌ <سمو নাম রাখা, নামকরণ করা, অভিধা দেওয়া ৫৩:২৭

مُسَمًّى নামধারী, নামাঙ্কিত, নাম্নী, অভিহিত, অভিধেয়, আখ্যাত, উক্ত, নির্ধারিত ৬:২

سَمِيًّا সমনামক, সমনাম্নী, সমকক্ষ, সমতুল্য, নামধারী, নামক, নামবিশিষ্ট ১৯:৭

اسْمٌ ج أَسْمَاءٌ নাম, আখ্যা, অভিধা, নামধাম ৫:৪

سَمَاءٌ ج السَّمَاوَاتِ আকাশ, আসমান, গগন, অম্বর, নীলিমা, নভঃ, রোদসী, নভোমণ্ডল, আকাশমণ্ডল ২:২৯

سُنبُلٌ ج سَنَابِلُ مث سُنبُلَة ج سُنبُلاَتٍ <سنبل শস্যের শীষ, মুকুল, ছড়া, মঞ্জরি ২:২৬১

مُسَنَّدَةٌ <سند ঠেকযুক্ত, দেয়ালে ঠেস লাগানো, ঠেকনা দেওয়া, পেলা দেওয়া ৬৩:৪

سُندُسٌ اج <سندس মিহি রেশমী বস্ত্র, রেশমী কাপড় ১৮:৩১

تَسْنِيمٌ <سنم তাসনীম: স্বর্গীয় জলপ্রপাত, জান্নাতি ফোয়ারা, অমৃতসুধা ৮৩:২৭

سِنٌّ جل أَسْنَانُ <سنن দাঁত, দন্ত ৫:৪৫

سُنَّةٌ ج سُنَنٌ সুন্নাত, তরীকা, পন্থা, প্রথা, রীতিনীতি ১৫:১৩

مَسْنُونٌ পঁচা কাদামাটি ১৫:২৮

تَسَنَّهَ <سنه পঁচে যাওয়া, ঝুরঝুরে হওয়া ২:২৫৯

سَنَا <سنو/ سني চমক, ঝলকানি, ঝলক, দ্যুতি, আলোকচ্ছটা ২৪:৪৩

سَنَة ج سِنِينَ বছর, বর্ষ, বৎসর, সাল, অব্দ ২:৯৬

سَاءَ [ن]، السَوْءُ <سوأ মন্দ হওয়া, নিকৃষ্ট হওয়া, জঘন্য হওয়া, অপমানকর হওয়া, দুঃখিত হওয়া, বিষণ্ন হওয়া, বিরক্ত হওয়া, মন্দ লাগা ৯:৯

أَسَاءَ মন্দ করা, অন্যায় করা ৪১:৪৬

سُوءُ جل أَسْوَاءُ মন্দ, অপ, কষ্ট, বিপদাপদ, শ্বেতকুষ্ঠ, স্বাদ, অন্যায়, অপমান, লাঞ্ছনা, পাপ, দোষ, হত্যা ২:৪৯

سُوأَى জঘন্য, মন্দ কাজ, কুকর্ম, জাহান্নাম ৩০:১০

السَّيِّئُ مث السَّيِّئَة ج سَيِّئَاتٌ মন্দ কাজ, অন্যায়, খারাপ, দুর্ভাগ্য, অমঙ্গল, গুনাহ, পাপ, পাপরাশি, অনিষ্ঠতা, মন্দ ৩৫:৪৩

سَوْئَةٌ ج سَوْءَاتُ আবরণীয়, গুপ্তব্য, লাশ, মৃতদেহ, গুপ্তাঙ্গ, যৌনাঙ্গ, লজ্জাস্থান ৭:২২

أَسْوَأُ مث سُوأَى মন্দতম, অতিমন্দ, জঘন্যতম, নিকৃষ্টতর ৩৯:৩৫

الْمُسِيْئُ অন্যায়কারী, দুষ্কৃতিকারী, পাপী, দোষী ৪০:৫৮

سَاحَةٌ جل سَاحَاتٌ <سوح আঙ্গিনা, প্রাঙ্গন ৩৭:১৭৭

اسْوَدَّ <سود মলিন হওয়া, কালো হওয়া ৩:১০৬

أَسْوَدُ ج سُودٌ কালো বর্ণ, কৃষ্ণ ২:১৮৭

مُسْوَدٌّ مث مُسْوَدَّةٌ কালো, মলিন, বিষণ্ন ১৬:৫৮

سَيِّدٌ ج سَادَةٌ সর্দার, নেতা, মালিক, স্বামী, পতি ৩:৩৯

تَسَوَّرَ <سور প্রাচীর ডিঙিয়ে ঢোকা, দেয়াল টপকিয়ে প্রবেশ করা ৩৮:২১

سُوْرٌ جل سِيْرَانٌ প্রাচীর, দেয়াল, নগরপ্রাচীর, সীমান্তপ্রাচীর ৫৭:১৩

أَسْوِرَةٌ ج أَسَاوِرُ বাহুভূষণ, বাজুবন্ধ, চুড়ি, কাঁকন, কঙ্কণ, বালা, শঙ্খবলয়, হাতের রাখি ১৮:৩১

سُوْرَةٌ ج سُوَرٌ সুরা: কুরআনের অধ্যায়, সুরা, অধ্যায়ের সীমানা ১১:১৩

سَوْطٌ جل أَسْوَاطٌ <سوط চাবুক, বেত, দোররা, কশা, কশাঘাত, বেত্রাঘাত ৮৯:১৩

سَاعَةٌ جل سَاعَاتٌ <سوع সময়, মুহূর্ত, ক্ষণকাল, ঘণ্টা, কিয়ামত ৬:৩১

سُوَاعًا দেবীর নাম ৭১:২৩

أَسَاغَ <سوغ গিলা, গিলে ফেলা, গলাধঃকরণ করা, ঢোক গিলা, পেটে ঢোকানো, গ্রাস করা ১৪:১৭

سَائِغٌ সুপেয়, তৃষ্ণানিবারক, তৃপ্তিকর ৩৫:১২

سَوْفَ <سوف অচিরেই, অতিসত্বর, শীঘ্রই, দ্রুত, জলদি, তাড়াতাড়ি, আশু, অনতিবিলম্বে ৪:৩০

سَاقَ [ن] <سوق হাঁকানো, চালানো, চালিত করা, তাড়িত করা, বিতাড়িত করা, তাড়িয়ে নেওয়া ৭:৫৭

سَائِقٌ চালক, তাড়নাকারী, বিতাড়ক ৫০:২১

الْمَسَاقُ চালনার গন্তব্য, তাড়িয়ে নেওয়ার স্থান, চালনা, গতি, তাড়না ৭৫:৩০

السَّاقُ ج السُّوقُ চলৎশক্তি, পায়ের নলা, নলকিনী, জঙ্ঘা, কাণ্ড ৭৫:২৯

أَسْوَاقٌ و سُوْقٌ বাজার, হাট, মার্কেট ২৫:৭

سَوَّلَ <سول অতিরঞ্জিত করা, চিত্তরঞ্জন করা, মনোরঞ্জিত করা, হৃদয়গ্রাহী বানানো, মনোপূত করা, রঙ চড়ানো, সাজিয়ে বলা, বানিয়ে বলা, শোভাময় করা, শোভিত করা, আশা জাগানো, ফুসলানো, প্রলুব্ধ করা ১২:১৮

سَامَ [ن] <سوم শাস্তি দেওয়া, কষ্টভোগ করানো, শাস্তির স্বাদ চাখানো, মজা দেখানো, আস্বাদন করা, নমুনাস্বরূপ দেওয়া ২:৪৯

أَسَامَ চরানো, চরতে দেওয়া, চারণভূমিতে ছেড়ে দেওয়া ১৬:১০

مُسَوِّمٌ নিশানাকারী, চিহ্নদাতা ৩:১২৫

مُسَوَّمَةً নিশানাযুক্ত, চিহ্নিত, নাম লিখা ৩:১৪

سِيْمَا নিশানা, নিদর্শন, চিহ্ন, নমুনা ২:২৭৩

سَوَّى، سَاوَى <سوي সমান করা, বরাবর করা, সমতা বজায় রাখা, সুঠাম বানানো, পূর্ণাঙ্গ করা, যথাযথ করা, ভরে ফেলা ১৮:৩৭