৬। দা‘ওয়াত ও ইবাদত উভয়ের মাঝে সমতা বজায় রাখা (التوازن بين العبادة والدعوة)

আল্লাহ তা‘আলা বলেন:

(يَاأَيُّهَا الْمُزَّمِّلُ (1) قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا (2) نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا (3) أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4)) [المزمل: 1 - 4].

‘হে বস্ত্রাবৃত! (১) রাত্রি জাগরণ কর, তবে কিছু অংশ ব্যতীত। (২) রাতের অর্ধেক কিংবা তারচেয়ে কিছুটা কম কর। (৩) অথবা তার চেয়ে একটু বাড়াও। আর স্পষ্ট ভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর’(সূরা আল-মুযযাম্মিল: ১-৪)। আল্লাহ তা‘আলা আরও বলেন:

(يَاأَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ (3) وَثِيَابَكَ فَطَهِّرْ (4) وَالرُّجْزَ فَاهْجُرْ (5)) ... [المدثر: 1 - 5]

‘হে বস্ত্রাচ্ছাদিত! (১) উঠ, তারপর সতর্ক কর। (২) আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। (৩) এবং তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর। (৪) আর অপবিত্রতা বর্জন কর’ (সূরা আল-মুদ্দাছছির: ১-৫)।