রাহে বেলায়াত চতুর্থ অধ্যায় - বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু’আ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
সালাতের মধ্যে ওয়াসওয়াসা বন্ধের যিকর

যিকর নং ১৮৩ : সালাতের মধ্যে ওয়াসওয়াসা বন্ধের যিকর

أعوذ بالله من الشيطان الرجيم


পূর্ববর্তী ১৫৪ নং যিকর দেখুন।

উসমান ইবনু আবীল আস (রাঃ) বলেন, আমি বললামঃ, হে আল্লাহর রাসূল, শয়তান আমার ও আমার সালাতের (মনোযোগ আনয়নের) মধ্যে বাধ সাধে এবং আমার কিরাআত এলোমেলো করে দেয়। তখন রাসূলুল্লাহ (সা.) বলেন, ঐ শয়তানের নামঃ খিনযিব। যখন এরূপ অনুভব করবে তখন (আঊযু বিল্লাহ ... উপরের যিকর) পাঠ করে তোমার বাম দিকে থুথু ফেলবে। তিনবার করবে। উসমান (রাঃ) বলেনঃ আমি এরূপ করলাম, ফলে আল্লাহ উক্ত শয়তানকে আমার থেকে দূর করে দিলেন।[1]

[1] সহীহ মুসলিম ৪/১৭২৮, নং ২২০৩।