নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.) ১ টি

সুন্নত হচ্ছে ঐ ছালাতে “সূরা ফাতিহা” পাঠ করা[1] এবং সেই সাথে অপর একটি সূরা পাঠ করা।[2] আর তা নিম্নস্বরে প্রথম তাকবীরের পরে পাঠ করতেন।[3]

[1] এটি হচ্ছে ইমাম শাফিঈ, আহমদ, ইসহাক প্রমুখগণের মত। আর পরবর্তী হানাফী মুহাকক্কিক (তথ্যান্নেষী) কিছু আলিমও এই সিদ্ধান্ত গ্ৰহণ করেন। ফাতিহার পর অপর আরেকটি সূরা মিলানো শাফিঈদের একটি দৃষ্টিভঙ্গি আর এটিই সঠিক দৃষ্টিভঙ্গি।

[2] বুখারী, আবু দাউদ, নাসাঈ ও ইবনুল জারুদ। অতিরিক্ত অংশটি শাজ (নগণ্য) নয় যেমনটি তুওয়াইজিয়ী ধারণা করেছেন। (দেখুন। মূল কিতাবের ভূমিকা ৩০-৩২ পৃষ্ঠা)

[3] নাসাঈ ও ত্বহাবী ছহীহ সনদে।