খাস রজব মাসে রোযা রাখা মকরূহ। কারণ, তা জাহেলিয়াতের এক প্রতীক। জাহেলী যুগের লোকেরাই এ মাসের তা’যীম করত। পক্ষান্তরে সুন্নাহতে এর তা’যীমের ব্যাপারে কিছু বর্ণিত হয় নি। আর এ মাসের নামায ও রোযার ব্যাপারে যা কিছু বর্ণনা করা হয়ে থাকে, তার সবটাই মিথ্যা।[1]

[1] (আশ্শারহুল মুমতে’ ৬/৪৭৬)