বিদায় হজ্জের বছর দু’আ করার জন্য নাবী (সাঃ) কোথায় কোথায় অবস্থান করেছেন?

আল্লামা ইবনুল কাইয়্যিম (রহঃ) বলেন- নাবী (ﷺ) বিদায় হজ্জের বছর দু’আ করার জন্য ছয়টি স্থানে অবস্থান করেছেন। (১) ‘সাফা’এর উপর (২) মারওয়ার উপর (৩) আরাফায় (৪) মুযদালিফায় (৫) জামারায়ে উলায় (ছোট জামারায়) এবং (৬) জামারায়ে উসতায় (মধ্যম জামারায়)।

মিনায় তিনি দু’টি খুতবা দিয়েছেন। একটি দিয়েছেন কুরবানীর দিন। এটি পূর্বে উল্লেখ করা হয়েছে। অন্যটি হচ্ছে আইয়্যামে তাশরীকের মাঝখানে।