প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা তাওয়াফ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম ১ টি
৮০- ‘‘হাজারে আসওয়াদ’’ ও ‘রুকনে ইয়ামেনী’’ স্পর্শ করার ফযীলত জানতে চাই?

এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

(ক) ‘‘হাজরে আসওয়াদ’’ ও ‘‘রুকনে ইয়ামেনী’’র স্পর্শ গুনাহগুলোকে সম্পূর্ণরূপে মুছে ফেলে দেয়। (তিরমিযী)

(খ) নিশ্চয় আল্লাহ তা‘আলা ‘‘হাজরে আসওয়াদ’’কে কিয়ামতের দিন উত্থিত করবেন। তার দু’টি চক্ষু থাকবে যা দ্বারা সে দেখতে পাবে, একটি জিহবা থাকবে যা দ্বারা সে কথা বলবে এবং যারা তাকে স্পর্শ করেছে সত্যিকারভাবে এ পাথর তাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। (তিরমিযী)