সহীহ ফিক্বহুস সুন্নাহ ত্বহারাত অধ্যায় আবূ মালিক কামাল বিন আস-সাইয়্যিদ সালিম ১ টি
জীবিত প্রাণীর দেহ থেকে কর্তিত অংশ নাপাক

জীবিত প্রাণীর দেহ থেকে কর্তিত অংশের বিধান মৃত প্রাণীর ন্যায়। কেননা রাসূল (ﷺ) বলেন:

«مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ»

জীবিত পশুর দেহ থেকে যে মাংস কেটে নেয়া হয় , তা মৃত পশুর ন্যায় ।[1]

[1] তিরমিযী (১৪৮০), আবুদাউদ (২৮৫৮), ইবনে মাজাহ (৩২১৬)।