৯. ৩. ১. ৩. কারুন ও অন্যান্যদের হত্যার প্রতিবাদ করায় গণহত্যা

পরদিন বনি-ইসরাইলের মানুষেরা এ হত্যাকাণ্ড-র প্রতিবাদ করে মোশিকে বলেন, তুমিই সদাপ্রভুর প্রজাদের হত্যা করেছ। এ অভিযোগে ক্রুদ্ধ হয়ে ঈশ্বর বনি- ইসরাইলের মধ্যে মহামারি প্রেরণ করেন। হাজার হাজার মানুষ মরতে থাকে। তখন মোশি সুপারিশ করে পাপের কাফফারার ব্যবস্থা করেন। এতে মহামারি থেমে যায়। এ মহামারিতে প্রভুর প্রিয় প্রজা ও বান্দাদের মধ্য থেকে ১৪,৭০০ মানুষ মারা যায়। (গণনাপুস্তক: জুবিলী ১৭/৬-১৫; কিতাবুল মোকাদ্দস/পবিত্র বাইবেল ১৬/৪১-৫০)