পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা পঞ্চম অধ্যায় - বিকৃতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৫. ২. ১৭. যীশুর পুনরুত্থান বিষয়ে পাক-কিতাবের উদ্ধৃতি

যোহন লেখেছেন যে, যীশুর কবরে যীশুর লাশ না দেখে মগ্দলীনী মরিয়ম পিতর ও অন্য শিষ্যকে সংবাদ দেন। তারা কবরের ভিতরে প্রবেশ করেন ‘‘এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন। কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই (they knew not the scripture) যে, মৃতগণের মধ্য হইতে তাঁহাকে উঠিতে হইবে।’’ কি. মো.-২০০৬: ‘‘মৃত্যু থেকে ঈসার জীবিত হয়ে উঠবার যে দরকার আছে পাক-কিতাবের সেই কথা তাঁরা আগে বুঝতে পারেননি।’’ (ইউহোন্না/ যোহন ২০/৯)

বাইবেল বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, মসীহের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠার প্রয়োজন আছে বলে পাক-কিতাবের কোথাও বলা হয়নি।