পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা পঞ্চম অধ্যায় - বিকৃতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৫. ২. ১৪. ঈমান বিষয়ে যীশুর মুখে পাক-কিতাবের উদ্ধৃতি

যোহনের বর্ণনায় যীশু বলেন: ‘‘যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে (as the scripture hath said), তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে (কি. মো.-২০১৩: যে আমার উপর ঈমান আনে, পাক-কিতাব যেমন বলে, তার অন্তর থেকে জীবন্ত পানির নদী বইবে।) (যোহন/ইউহোন্না ৭/৩৮)

বাইবেল বিশেষজ্ঞরা একমত যে, পাক-কিতাব বা বাইবেলের মধ্যে কোথাও এ কথাটা নেই। এটাও পাক-কিতাবের নামে শতভাগ অসত্য বা ভিত্তিহীন উদ্ধৃতি।