৪. ২. ২০. বার শিষ্যের বার সিংহাসনের ভবিষ্যদ্বাণী

মথি (১৯/২৮, মো.-১৩) লেখেছেন: ‘‘ঈসা তাঁদেরকে বললেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, তোমরা যত জন আমার অনুসারী হয়েছ, পুনঃসৃষ্টিকালে, যখন ইবনুল-ইনসান (মনুষ্যপুত্র) আপন মহিমার সিংহাসনে বসবেন, তখন তোমরাও বারোটা সিংহাসনে বসে ইসরাইলের বারো বংশের বিচার করবে।’’

এ কথাটা ভুল। যীশু যে বার জনকে এ কথা বলেছিলেন তাদের একজন ঈষ্করিয়োতীয় যিহূদা। পরবর্তীতে যীশু নিজেই তাকে ‘দিয়াবল’ বা শয়তান বলেন (যোহন ৬/৭০-৭১) খ্রিষ্টধর্মীয় বিশ্বাসে নরকবাসী রূপেই মৃত্যু বরণ করেন। কাজেই তার পক্ষে তো আর বার সিংহাসনের এক সিংহাসনে বসা সম্ভব হবে না।