পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ৭. ৬. ফেরেশতা বসে ছিলেন না হঠাৎ পাশে এসে দাঁড়ালেন?

মথি লেখেছেন, ফেরেশতা বা স্বর্গদূত কবরের বাইরে পাথরের উপর বসলেন। মার্ক লেখেছেন, ফেরেশতা কবরের মধ্যে ডান দিকে বসে ছিলেন। আর লূক লেখলেন, কবরের মধ্যে কেউই ছিলেন না, হঠাৎই দু’জন ফেরেশতা তাঁদের পাশে এসে দাঁড়ালেন। আর যোহন লেখেছেন, ফেরেশতাদ্বয় যীশুর মাথার ও পায়ের স্থানে বসে ছিলেন।